ETV Bharat / sports

FIFA World Cup 2022: নিষ্প্রভ মেসি, দাপিয়ে বেড়ালেন রোনাল্ডো-নেইমার !

মেসি-রোনাল্ডো-নেইমার, কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) প্রথম ম্যাচের পর কতটা প্রভাব ফললেন বিশ্ব ফুটবলের 3 মহাতারকা (How Much Impact The Big Trio had in The World Cup) ! সেই নিয়ে ইটিভি ভারতের বিশেষ প্রতিবেদন ৷

FIFA World Cup 2022 How Much Impact The Big Trio had in The World Cup so Far
FIFA World Cup 2022 How Much Impact The Big Trio had in The World Cup so Far
author img

By

Published : Nov 25, 2022, 8:47 PM IST

দোহা, 25 নভেম্বর: কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচগুলি খেলে ফেলেছেন, মডার্ন ফুটবলের তিন গ্রেট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), লিওনেল মেসি এবং নেইমার দ্য সিলভা জুনিয়র ৷ যেখানে সিআর সেভেনের পর্তুগাল বৃহস্পতিবার 3-2 গোলে ঘানার বিরুদ্ধে জিতেছে ৷ পাশাপাশি, নেইমারের ব্রাজিলও প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে জিতেছে ৷ তবে, কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটেছে, আর্জেন্তিনা বনাম সৌদি আরবের ম্যাচে ৷ 1-2 গোলে হেরেছে 'মেসি অ্যান্ড কোং' ৷

এই তিন ম্যাচে 3 মহাতারকার পারফর্ম্যান্সে নজর ছিল সমগ্র ফুটবল বিশ্বের ৷ মেসি-রোনাল্ডো গোল পেয়েছেন । যদিও দু'টি গোলই এসেছে পেনাল্টি থেকে । অন্যদিকে সার্বিয়ার বিরুদ্ধে নেমার যথেষ্ট কার্যকরী ভূমিকা নিয়েছিলেন । গোল না-পেলেও একটি গোলের ক্ষেত্রে তাঁর পাস রয়েছে । জাতীয় দলের হয়ে কেমন পারফর্ম করলেন মেসি-রোনাল্ডো-নেইমার (How Much Impact The Big Trio had in The World Cup) ?

প্রথমেই আসা যাক ফুটবলের ঈশ্বর বলে যাঁকে সম্বোধন করে সমগ্র বিশ্ব, সেই লিওনেল মেসি (Lionel Messi)-র পারফর্ম্যান্সে ৷ মেসির নেতৃত্বধীন আর্জেন্তিনা (Argentina) প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের কাছে হেরেছে ৷ তাও 1-2 গোলের ব্যবধানে ৷ যে ম্যাচে প্রথম হাফে পেনাল্টি থেকে মেসির করা একমাত্র গোলই আর্জেন্তাইন স্কোরবোর্ডে এসেছে ৷ আরও 2টি গোল করেও, অফসাইড কলে তা পাননি মেসিরা ৷ কিন্তু, 48 মিনিট এবং 54 মিনিটে দু’টি গোল হজম করতে হয় আর্জেন্তিনাকে ৷

FIFA World Cup 2022 How Much Impact The Big Trio had in The World Cup so Far
মেসির সঙ্গে বদ দখলের লড়াই সৌদি ফুটবলারের

এই পরিস্থিতিতে শুরু থেকে সেন্টার ব্যাক পজিশনে খেলা মেসি ক্ষণে ক্ষণে নিজের জায়গা বদল করতে থাকেন ৷ কখনও রাইট উইং, কখনও লেফট উইং, আবার কখনও একেবারে সামনে ৷ কিন্তু, এত মুভমেন্টের পরেও বলের নাগাল সেভাবে পাননি আর্জেন্তাইন মহাতারকা ৷ বলতে গেলে বল পর্যন্ত তাঁকে পৌঁছতেই দেননি সৌদির ফুটবলাররা ৷ আর অ্যাঞ্জেল দি মারিয়া এবং লাউতারো মার্তিনেজরা সৌদি আরবের বক্সের সামনে কার্যত খেই হারিয়ে ফেলেন ৷ এমনকি বল পায়ে সেই দুরন্ত মেসিকেও দেখা যায়নি ৷ যখনই বল পায়ে এগোতে গিয়েছেন, এক বা দুইয়ের ডিফেন্সে আটকেছেন ৷ প্রসঙ্গত, ম্যাচের আগে এমনও গুঞ্জন শোনা গিয়েছে যে, লিও মেসি পুরোপুরি ম্যাচ ফিট নন ৷

এই পরিস্থিতিতে পুরোপুরি বিপরীত মেরুতে অবস্থান করছেন মেসির অঘোষিত প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ বৃহস্পতিবার ঘানার বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয়ার্ধেই 1-0 গোলে পর্তুগাল (Portugal)-কে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ বক্সের ভিতরে প্রতিপক্ষ ডিফেন্ডারের বডিলাইন টাচ থেকে সকৌশলে পেনাল্টি আদায় করে নেন তিনি ৷ 65 মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন তিনি ৷ এর পর ম্যাচের 73 মিনিটে সমতা ফেরান ঘানার অধিনায়ক ৷

FIFA World Cup 2022 How Much Impact The Big Trio had in The World Cup so Far
পেনাল্টি থেকে রোনাল্ডোর গোল করার মুহূর্ত

আরও পড়ুন: গোড়ালিতে চোট, নেইমারকে নিয়ে আশঙ্কা ব্রাজিল শিবিরে

কিন্তু, নিজেদের অবস্থা আর্জেন্তিনা এবং জার্মানির মতো হোক, তা চাননি রোনাল্ডো ৷ সেটা দেখা যায় রোনাল্ডোর খেলায় ৷ ফরওয়ার্ড পজিশন থেকে হঠাৎই নিচে নেমে খেলতে শুরু করেন তিনি ৷ মাঝমাঠ থেকে বল ধরে খেলা তৈরি করতে দেখা যায় তাঁকে ৷ আর তাতেই ঘানার প্রতি আক্রমণের থিওরি ঘেঁটে যায় ৷ ফল 78 মিনিট ও 80 মিনিটে দু’টি গোল দেয় পর্তুগাল ৷ 78 মিনিটে জাও ফেলিক্স এবং তার 2 মিনিটের মধ্যে রাফায়েল লেয়াও গোল করে স্কোরলাইন 3-1 করে দেন ৷ যদিও, 89 মিনিটে আরও একটি গোল করে ঘানা ৷ তবে, 90 মিনিটের খেলা ৷ শেষে 3-2 স্কোরে ম্যাচ জেতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ৷ উল্লেখ্য, প্রতিপক্ষের বক্সের সামনে রোনাল্ডোর বিচরণ, ঘানার ডিফেন্সকে কিছুটা আতঙ্কে রেখেছিল ৷ যে সুযোগ কাজে লাগিয়ে যান পর্তুগালের বাকি ফুটবলাররা ৷

আরও পড়ুন: নজির রোনাল্ডোর, জয় দিয়ে অভিযান শুরু পর্তুগালের

অন্যদিক, বৃহস্পতিবার মধ্যরাতের ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র (Neymar Jr)-কে কিছুটা হলেও অফসেট লেগেছে ৷ তবে, তা প্রথমার্ধে ৷ দ্বিতীয়ার্ধে, মহাতারকা ব্রাজিলিয়ান তাঁর স্কিল এবং গতিতে প্রতিপক্ষকে মাত দিয়ে যান ৷ বিশষত, ব্রাজিলের প্রথম গোলের ক্ষেত্রে পুরো খেলাটাই সাজিয়ে ছিলেন নেইমার ৷ এই বিশ্বকাপে নেইমারকে মাঝমাঠে খেলাচ্ছেন কোচ তিতে ৷ মূলত ভিনি জুনিয়রের সঙ্গে তাঁর বোঝাপড়া ছিল চোখে পড়ার মতো ৷ যা ব্রাজিলের দু’টি গোল করায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ৷

FIFA World Cup 2022 How Much Impact The Big Trio had in The World Cup so Far
সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে নেইমার জুনিয়র

তবে, সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে নেইমারের পায়ের চোট ভাবাচ্ছে সেলেকাওদের ৷ আগামী 28 নভেম্বর সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে সেই চোট সারিয়ে উঠতে পারবেন কিনা, সেটাই এখন দেখার ৷

দোহা, 25 নভেম্বর: কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) নিজেদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচগুলি খেলে ফেলেছেন, মডার্ন ফুটবলের তিন গ্রেট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo), লিওনেল মেসি এবং নেইমার দ্য সিলভা জুনিয়র ৷ যেখানে সিআর সেভেনের পর্তুগাল বৃহস্পতিবার 3-2 গোলে ঘানার বিরুদ্ধে জিতেছে ৷ পাশাপাশি, নেইমারের ব্রাজিলও প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে জিতেছে ৷ তবে, কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটেছে, আর্জেন্তিনা বনাম সৌদি আরবের ম্যাচে ৷ 1-2 গোলে হেরেছে 'মেসি অ্যান্ড কোং' ৷

এই তিন ম্যাচে 3 মহাতারকার পারফর্ম্যান্সে নজর ছিল সমগ্র ফুটবল বিশ্বের ৷ মেসি-রোনাল্ডো গোল পেয়েছেন । যদিও দু'টি গোলই এসেছে পেনাল্টি থেকে । অন্যদিকে সার্বিয়ার বিরুদ্ধে নেমার যথেষ্ট কার্যকরী ভূমিকা নিয়েছিলেন । গোল না-পেলেও একটি গোলের ক্ষেত্রে তাঁর পাস রয়েছে । জাতীয় দলের হয়ে কেমন পারফর্ম করলেন মেসি-রোনাল্ডো-নেইমার (How Much Impact The Big Trio had in The World Cup) ?

প্রথমেই আসা যাক ফুটবলের ঈশ্বর বলে যাঁকে সম্বোধন করে সমগ্র বিশ্ব, সেই লিওনেল মেসি (Lionel Messi)-র পারফর্ম্যান্সে ৷ মেসির নেতৃত্বধীন আর্জেন্তিনা (Argentina) প্রথম ম্যাচেই অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সৌদি আরবের কাছে হেরেছে ৷ তাও 1-2 গোলের ব্যবধানে ৷ যে ম্যাচে প্রথম হাফে পেনাল্টি থেকে মেসির করা একমাত্র গোলই আর্জেন্তাইন স্কোরবোর্ডে এসেছে ৷ আরও 2টি গোল করেও, অফসাইড কলে তা পাননি মেসিরা ৷ কিন্তু, 48 মিনিট এবং 54 মিনিটে দু’টি গোল হজম করতে হয় আর্জেন্তিনাকে ৷

FIFA World Cup 2022 How Much Impact The Big Trio had in The World Cup so Far
মেসির সঙ্গে বদ দখলের লড়াই সৌদি ফুটবলারের

এই পরিস্থিতিতে শুরু থেকে সেন্টার ব্যাক পজিশনে খেলা মেসি ক্ষণে ক্ষণে নিজের জায়গা বদল করতে থাকেন ৷ কখনও রাইট উইং, কখনও লেফট উইং, আবার কখনও একেবারে সামনে ৷ কিন্তু, এত মুভমেন্টের পরেও বলের নাগাল সেভাবে পাননি আর্জেন্তাইন মহাতারকা ৷ বলতে গেলে বল পর্যন্ত তাঁকে পৌঁছতেই দেননি সৌদির ফুটবলাররা ৷ আর অ্যাঞ্জেল দি মারিয়া এবং লাউতারো মার্তিনেজরা সৌদি আরবের বক্সের সামনে কার্যত খেই হারিয়ে ফেলেন ৷ এমনকি বল পায়ে সেই দুরন্ত মেসিকেও দেখা যায়নি ৷ যখনই বল পায়ে এগোতে গিয়েছেন, এক বা দুইয়ের ডিফেন্সে আটকেছেন ৷ প্রসঙ্গত, ম্যাচের আগে এমনও গুঞ্জন শোনা গিয়েছে যে, লিও মেসি পুরোপুরি ম্যাচ ফিট নন ৷

এই পরিস্থিতিতে পুরোপুরি বিপরীত মেরুতে অবস্থান করছেন মেসির অঘোষিত প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ বৃহস্পতিবার ঘানার বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয়ার্ধেই 1-0 গোলে পর্তুগাল (Portugal)-কে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ বক্সের ভিতরে প্রতিপক্ষ ডিফেন্ডারের বডিলাইন টাচ থেকে সকৌশলে পেনাল্টি আদায় করে নেন তিনি ৷ 65 মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন তিনি ৷ এর পর ম্যাচের 73 মিনিটে সমতা ফেরান ঘানার অধিনায়ক ৷

FIFA World Cup 2022 How Much Impact The Big Trio had in The World Cup so Far
পেনাল্টি থেকে রোনাল্ডোর গোল করার মুহূর্ত

আরও পড়ুন: গোড়ালিতে চোট, নেইমারকে নিয়ে আশঙ্কা ব্রাজিল শিবিরে

কিন্তু, নিজেদের অবস্থা আর্জেন্তিনা এবং জার্মানির মতো হোক, তা চাননি রোনাল্ডো ৷ সেটা দেখা যায় রোনাল্ডোর খেলায় ৷ ফরওয়ার্ড পজিশন থেকে হঠাৎই নিচে নেমে খেলতে শুরু করেন তিনি ৷ মাঝমাঠ থেকে বল ধরে খেলা তৈরি করতে দেখা যায় তাঁকে ৷ আর তাতেই ঘানার প্রতি আক্রমণের থিওরি ঘেঁটে যায় ৷ ফল 78 মিনিট ও 80 মিনিটে দু’টি গোল দেয় পর্তুগাল ৷ 78 মিনিটে জাও ফেলিক্স এবং তার 2 মিনিটের মধ্যে রাফায়েল লেয়াও গোল করে স্কোরলাইন 3-1 করে দেন ৷ যদিও, 89 মিনিটে আরও একটি গোল করে ঘানা ৷ তবে, 90 মিনিটের খেলা ৷ শেষে 3-2 স্কোরে ম্যাচ জেতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ৷ উল্লেখ্য, প্রতিপক্ষের বক্সের সামনে রোনাল্ডোর বিচরণ, ঘানার ডিফেন্সকে কিছুটা আতঙ্কে রেখেছিল ৷ যে সুযোগ কাজে লাগিয়ে যান পর্তুগালের বাকি ফুটবলাররা ৷

আরও পড়ুন: নজির রোনাল্ডোর, জয় দিয়ে অভিযান শুরু পর্তুগালের

অন্যদিক, বৃহস্পতিবার মধ্যরাতের ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র (Neymar Jr)-কে কিছুটা হলেও অফসেট লেগেছে ৷ তবে, তা প্রথমার্ধে ৷ দ্বিতীয়ার্ধে, মহাতারকা ব্রাজিলিয়ান তাঁর স্কিল এবং গতিতে প্রতিপক্ষকে মাত দিয়ে যান ৷ বিশষত, ব্রাজিলের প্রথম গোলের ক্ষেত্রে পুরো খেলাটাই সাজিয়ে ছিলেন নেইমার ৷ এই বিশ্বকাপে নেইমারকে মাঝমাঠে খেলাচ্ছেন কোচ তিতে ৷ মূলত ভিনি জুনিয়রের সঙ্গে তাঁর বোঝাপড়া ছিল চোখে পড়ার মতো ৷ যা ব্রাজিলের দু’টি গোল করায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ৷

FIFA World Cup 2022 How Much Impact The Big Trio had in The World Cup so Far
সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে নেইমার জুনিয়র

তবে, সার্বিয়ার বিরুদ্ধে ম্যাচে নেইমারের পায়ের চোট ভাবাচ্ছে সেলেকাওদের ৷ আগামী 28 নভেম্বর সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে সেই চোট সারিয়ে উঠতে পারবেন কিনা, সেটাই এখন দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.