ETV Bharat / sports

FIFA World Cup 2022: সিআর 7 নন, কোয়ার্টারে বিশেষজ্ঞদের বাজি ব্রুনো-ব়্যামোসরা - পর্তুগাল

বিশ্বকাপের (FIFA World Cup 2022) তৃতীয় কোয়ার্টারে আজ নামছে পর্তুগাল ৷ প্রতিপক্ষ এবারের বিশ্বকাপের অন্যতম অঘটন ঘটানো মরক্কো ৷ যাঁদের টিম গেমের বিরুদ্ধে খেলতে হবে পর্তুগিজদের (Experts Bet for Bruno Fernandez and Goncalo Ramos in Quarter) ৷

fifa-world-cup-2022-experts-bet-for-bruno-fernandez-and-goncalo-ramos-in-quarter
fifa-world-cup-2022-experts-bet-for-bruno-fernandez-and-goncalo-ramos-in-quarter
author img

By

Published : Dec 10, 2022, 11:12 AM IST

দোহা, 10 ডিসেম্বর: অঘটনের কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) আজ মরক্কোর মুখোমুখি ফার্নান্দো স্যান্টোসের (Fernando Santos) পর্তুগাল ৷ এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) প্রথম একাদশে থাকবেন কিনা সেটা জানতেই ফুটবলপ্রেমীদের আগ্রহ সবচেয়ে বেশি ! তবে, সেই জল্পনার মধ্যেও এই ম্যাচে পর্তুগিজদের এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা (Experts Bet for Bruno Fernandez and Goncalo Ramos in Quarter) ৷ আর এর অন্যতম কারণ সুইৎজারল্যান্ড ম্যাচে স্যান্টোসের দলের পারফর্মেন্স ৷

ফুটবল বিশেষজ্ঞদের মতে, মরক্কোর বিরুদ্ধে পর্তুগিজ কোচের বাজি হবেন ব্রুনো ফার্নান্দেজ ৷ তিনি মাঝমাঠ থেকে খেলা তৈরি করার পাশাপাশি, গোল করার ক্ষমতাও রাখেন ৷ তৃতীয় কোয়ার্টার ফাইনালে ব্রুনো ফার্নান্দেজের উপর অনেকটাই নির্ভর করবে পর্তুগালদের স্কোরলাইন ৷ পাশাপাশি, গত ম্যাচে রোনাল্ডোর বদলে প্রথম একাদশে সুযোগ পাওয়া গোনজালো ব়্যামোস হ্যাটট্রিক করে গিয়েছেন ৷ ফলে কোয়ার্টারে তাঁকে প্রথম একাদশে রাখতেই হবে স্যান্টোসকে ৷

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নিতেই কোচের পদে ইস্তফা তিতের

ব়্যামোস জাতীয় দলের জার্সিতে অভিষেক ম্যাচেই দেখিয়ে দিয়েছেন, তিনি গোল চেনেন ৷ দুই উইং থেকে বাড়ানো বল, কীভাবে তেকাঠিতে ঢোকাতে হয়, সেই কৌশল তিনি সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে দেখিয়েছেন ৷ পাশাপাশি, বেনার্ড সিলভা, রাফায়েল গুরেরিয়োদের নিয়ে তৈরি পর্তুগাল মাঝমাঠ মরক্কোর বিরুদ্ধে যথেষ্ঠ শক্তিশালী ৷ পর্তুগালের প্রাক্তন তারকা লুই ফিগো জানিয়েছেন, আজকের কোয়ার্টার ফাইনালে রাফায়েল লিয়াওকে তিনি আরও আগে মাঠে চান ৷ এই রাইট উইংগার সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে শেষ 20 মিনিটে মাঠে যে খেলা দেখিয়েছেন এবং পর্তুগাল আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন ৷ তাতে রাফায়েল লিয়াও-এর উপর বাজি ধরছে প্রাক্তন এই পর্তুগিজ তারকা ৷

দোহা, 10 ডিসেম্বর: অঘটনের কাতার বিশ্বকাপে (FIFA World Cup 2022) আজ মরক্কোর মুখোমুখি ফার্নান্দো স্যান্টোসের (Fernando Santos) পর্তুগাল ৷ এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) প্রথম একাদশে থাকবেন কিনা সেটা জানতেই ফুটবলপ্রেমীদের আগ্রহ সবচেয়ে বেশি ! তবে, সেই জল্পনার মধ্যেও এই ম্যাচে পর্তুগিজদের এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা (Experts Bet for Bruno Fernandez and Goncalo Ramos in Quarter) ৷ আর এর অন্যতম কারণ সুইৎজারল্যান্ড ম্যাচে স্যান্টোসের দলের পারফর্মেন্স ৷

ফুটবল বিশেষজ্ঞদের মতে, মরক্কোর বিরুদ্ধে পর্তুগিজ কোচের বাজি হবেন ব্রুনো ফার্নান্দেজ ৷ তিনি মাঝমাঠ থেকে খেলা তৈরি করার পাশাপাশি, গোল করার ক্ষমতাও রাখেন ৷ তৃতীয় কোয়ার্টার ফাইনালে ব্রুনো ফার্নান্দেজের উপর অনেকটাই নির্ভর করবে পর্তুগালদের স্কোরলাইন ৷ পাশাপাশি, গত ম্যাচে রোনাল্ডোর বদলে প্রথম একাদশে সুযোগ পাওয়া গোনজালো ব়্যামোস হ্যাটট্রিক করে গিয়েছেন ৷ ফলে কোয়ার্টারে তাঁকে প্রথম একাদশে রাখতেই হবে স্যান্টোসকে ৷

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নিতেই কোচের পদে ইস্তফা তিতের

ব়্যামোস জাতীয় দলের জার্সিতে অভিষেক ম্যাচেই দেখিয়ে দিয়েছেন, তিনি গোল চেনেন ৷ দুই উইং থেকে বাড়ানো বল, কীভাবে তেকাঠিতে ঢোকাতে হয়, সেই কৌশল তিনি সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে দেখিয়েছেন ৷ পাশাপাশি, বেনার্ড সিলভা, রাফায়েল গুরেরিয়োদের নিয়ে তৈরি পর্তুগাল মাঝমাঠ মরক্কোর বিরুদ্ধে যথেষ্ঠ শক্তিশালী ৷ পর্তুগালের প্রাক্তন তারকা লুই ফিগো জানিয়েছেন, আজকের কোয়ার্টার ফাইনালে রাফায়েল লিয়াওকে তিনি আরও আগে মাঠে চান ৷ এই রাইট উইংগার সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে শেষ 20 মিনিটে মাঠে যে খেলা দেখিয়েছেন এবং পর্তুগাল আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন ৷ তাতে রাফায়েল লিয়াও-এর উপর বাজি ধরছে প্রাক্তন এই পর্তুগিজ তারকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.