ETV Bharat / sports

FIFA World Cup 2022: তারুণ্য ও অভিজ্ঞতার ভারসাম্যে কাতার বিশ্বকাপে অন্যতম দাবিদার ব্রাজিল - FIFA

কাতার বিশ্বকাপের (Qatar World Cup) অভিযানে তারকাখচিত স্কোয়াড ব্রাজিলের ৷ এই বিশ্বকাপে (FIFA World Cup 2022) ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাঁদের রক্ষণ এবং আক্রমণ ৷ তবে, মাঝমাঠে রয়েছেন কাসেমিরো, ফ্রেড এবং এভার্টন রিবেইরো মতো তরুণ ও দক্ষ ফুটবলাররা (Brazil Team Preview) ৷

fifa-world-cup-2022-brazil-team-preview
fifa-world-cup-2022-brazil-team-preview
author img

By

Published : Nov 13, 2022, 7:04 PM IST

কলকাতা, 13 নভেম্বর: 20 নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ (Qatar World Cup) ৷ যেখানে বিশ্বের তাবড় দেশগুলি অংশ নেবে ৷ রয়েছে 5 বারের বিশ্বজয়ী ব্রাজিল ৷ সম্প্রতি ব্রাজিল তাদের দল ঘোষণা করেছে ৷ যেখানে অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্ট অভিযান শুরু করবে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি ও ইংল্যান্ডের মতো দলগুলি ৷ সেখানেই তারুণ্য ও অভিজ্ঞতায় ভরা ব্রাজিলের স্কোয়াড নিজেদের কাতার বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে তুলে ধরেছে (Brazil Team Preview) ৷

বিশ্বের সকল ফুটবল প্রেমীর জানা রয়েছে, ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022) জেতা মানে শুধু গোল করা নয় ৷ সেখানে প্রয়োজন প্রয়োজন প্রতিপক্ষকে গোল করা থেকে আটকানো ৷ আর তার থেকেও বড় কাজ তেকাঠির নিচ পর্যন্ত প্রতিপক্ষকে পৌঁছানো থেকে আটকানো ৷ পাশাপাশি, প্রতিপক্ষের তেকাঠির জালে বল জড়াতে দরকার লাগে মাঝ মাঠের নিয়ন্ত্রণ ৷ আর এসবের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণ ৷ এই সব মাপকাঠি মাঠে নেমে একশো শতাংশ পূরণ করতে পারলেই আসে সাফল্য ৷

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড খাতায়-কলমে দেখলে সেসব মাপকাঠিকে দু’শো শতাংশ পূরণ করেছে ৷ যেখানে তেকাঠির নিচে থাকবেন ইপিএল-এ লিভারপুলে খেলা গোলকিপার অ্যালিসন ৷ আর তাঁর বিকল্প হিসেবে রয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির এডারসন ৷ আর তৃতীয় গোলকিপার ওয়েভার্টন ৷

পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিলের রক্ষেণ রয়েছে ভারসাম্য তরুণ্য ও অভিজ্ঞতার ৷ ব্রাজিলের রক্ষণের সবচেয়ে বড় ভরসা অভিজ্ঞ দানিলো এবং দানি আলভেস ৷ সেই সঙ্গে রয়েছেন আলেক্স সান্দ্রো এবং ব্রেমের ৷ উল্লেখযোগ্য বিষয় হল, দানিলো, আলেক্স সান্দ্রো এবং ব্রেমের তিনজনেই জুভেন্তাসে খেলেন ৷ ফলে ক্লাব ফুটবলে একে অপরের সঙ্গে বোঝাপড়া দেশের জার্সিতে ব্রাজিলের হয়েও কাজে আসবে ৷ একই সঙ্গে থিয়াগো সিলভা, মার্কুইনহোস এবং এডের মিলিতাও’র মতো রক্ষণের ফুটবলার রয়েছে ব্রাজিলের ৷ আর আছেন আলেক্স টেলেস ৷ সব মিলিয়ে খাতায়-কলমে ব্রাজিলের রক্ষণ আপাতত বিশ্বের অন্যতম সেরা ৷

আরও পড়ুন: চোটে নেই কন্তে-পোগবা, বিশ্বকাপে ফুল ফোটাতে জিরু-বেঞ্জেমাতেই ভরসা রাখছেন দেশঁ

এবার আসা যাক মাঝমাঠের প্রসঙ্গে ৷ যেখানে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা হবে সম্প্রতি রিয়াল মাদ্রিদ থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যাওয়া কাসেমিরো ৷ রয়েছেন ফাবিনহো, ব্রুনো গুইমারায়েস, ফ্রেড, লুকাস পেকুয়েতা এবং এভার্টন রিবেইরো ৷ মাত্র 6 জনের মাঝ মাঠ নিয়ে বিশ্বকাপের স্কোয়াড সাজিয়েছে ব্রাজিল ৷ সেখানে নেইমার গ্যাব্রিয়েল জেসুসদের পাসিং লাইনে বাড়তি দায়িত্ব পড়বে কাসেমিরো, ফাবিনহো এবং ফ্রেডের উপর ৷ আর সেখানে রক্ষণ থেকে মাঝমাঠের বাড়তি দায়িত্ব নিতে হতে পারে ব্রেমের থিয়াগো সিলভা এডের মিলিতাওকে ৷

তবে, ব্রাজিলের আক্রমণ ভাগ যথেষ্ট ঈর্ষণীয় বিশ্বের যেকোনও ফুটবল দলের কাছে ৷ যেখানে নেইমার জুনিয়রের (Neymar Jr) সঙ্গে দেখা যাবে গ্যাব্রিয়েল জেসুস, অ্যান্টনি, রাফিনহা, গ্যাব্রিয়েল মার্তিনেলি এবং রদ্রিগোর মতো তারকাদের ৷ সেই সঙ্গে রয়েছেন, ভিনিসিয়াস জুনিয়র, পেদ্রো এবং রিচার্লিসন ৷ ফলে মাঝমাঠ সমস্যা হলেও আক্রমণ ভাগের অনেক ফুটবলারকে পিছনের দিকে খেলিয়ে সেই ঘাটতি অনেকটাই মেটানো সম্ভব হবে ৷ তবে, সেই পরিস্থিতি তখনই তৈরি হবে, যখন মাঝমাঠের কোনও খেলোয়াড় চোট পেলে বা কার্ড সমস্যায় বাইরে বসলে ৷

কলকাতা, 13 নভেম্বর: 20 নভেম্বর থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ (Qatar World Cup) ৷ যেখানে বিশ্বের তাবড় দেশগুলি অংশ নেবে ৷ রয়েছে 5 বারের বিশ্বজয়ী ব্রাজিল ৷ সম্প্রতি ব্রাজিল তাদের দল ঘোষণা করেছে ৷ যেখানে অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্ট অভিযান শুরু করবে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি ও ইংল্যান্ডের মতো দলগুলি ৷ সেখানেই তারুণ্য ও অভিজ্ঞতায় ভরা ব্রাজিলের স্কোয়াড নিজেদের কাতার বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে তুলে ধরেছে (Brazil Team Preview) ৷

বিশ্বের সকল ফুটবল প্রেমীর জানা রয়েছে, ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2022) জেতা মানে শুধু গোল করা নয় ৷ সেখানে প্রয়োজন প্রয়োজন প্রতিপক্ষকে গোল করা থেকে আটকানো ৷ আর তার থেকেও বড় কাজ তেকাঠির নিচ পর্যন্ত প্রতিপক্ষকে পৌঁছানো থেকে আটকানো ৷ পাশাপাশি, প্রতিপক্ষের তেকাঠির জালে বল জড়াতে দরকার লাগে মাঝ মাঠের নিয়ন্ত্রণ ৷ আর এসবের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ আক্রমণ ৷ এই সব মাপকাঠি মাঠে নেমে একশো শতাংশ পূরণ করতে পারলেই আসে সাফল্য ৷

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড খাতায়-কলমে দেখলে সেসব মাপকাঠিকে দু’শো শতাংশ পূরণ করেছে ৷ যেখানে তেকাঠির নিচে থাকবেন ইপিএল-এ লিভারপুলে খেলা গোলকিপার অ্যালিসন ৷ আর তাঁর বিকল্প হিসেবে রয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির এডারসন ৷ আর তৃতীয় গোলকিপার ওয়েভার্টন ৷

পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিলের রক্ষেণ রয়েছে ভারসাম্য তরুণ্য ও অভিজ্ঞতার ৷ ব্রাজিলের রক্ষণের সবচেয়ে বড় ভরসা অভিজ্ঞ দানিলো এবং দানি আলভেস ৷ সেই সঙ্গে রয়েছেন আলেক্স সান্দ্রো এবং ব্রেমের ৷ উল্লেখযোগ্য বিষয় হল, দানিলো, আলেক্স সান্দ্রো এবং ব্রেমের তিনজনেই জুভেন্তাসে খেলেন ৷ ফলে ক্লাব ফুটবলে একে অপরের সঙ্গে বোঝাপড়া দেশের জার্সিতে ব্রাজিলের হয়েও কাজে আসবে ৷ একই সঙ্গে থিয়াগো সিলভা, মার্কুইনহোস এবং এডের মিলিতাও’র মতো রক্ষণের ফুটবলার রয়েছে ব্রাজিলের ৷ আর আছেন আলেক্স টেলেস ৷ সব মিলিয়ে খাতায়-কলমে ব্রাজিলের রক্ষণ আপাতত বিশ্বের অন্যতম সেরা ৷

আরও পড়ুন: চোটে নেই কন্তে-পোগবা, বিশ্বকাপে ফুল ফোটাতে জিরু-বেঞ্জেমাতেই ভরসা রাখছেন দেশঁ

এবার আসা যাক মাঝমাঠের প্রসঙ্গে ৷ যেখানে ব্রাজিলের সবচেয়ে বড় ভরসা হবে সম্প্রতি রিয়াল মাদ্রিদ থেকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যাওয়া কাসেমিরো ৷ রয়েছেন ফাবিনহো, ব্রুনো গুইমারায়েস, ফ্রেড, লুকাস পেকুয়েতা এবং এভার্টন রিবেইরো ৷ মাত্র 6 জনের মাঝ মাঠ নিয়ে বিশ্বকাপের স্কোয়াড সাজিয়েছে ব্রাজিল ৷ সেখানে নেইমার গ্যাব্রিয়েল জেসুসদের পাসিং লাইনে বাড়তি দায়িত্ব পড়বে কাসেমিরো, ফাবিনহো এবং ফ্রেডের উপর ৷ আর সেখানে রক্ষণ থেকে মাঝমাঠের বাড়তি দায়িত্ব নিতে হতে পারে ব্রেমের থিয়াগো সিলভা এডের মিলিতাওকে ৷

তবে, ব্রাজিলের আক্রমণ ভাগ যথেষ্ট ঈর্ষণীয় বিশ্বের যেকোনও ফুটবল দলের কাছে ৷ যেখানে নেইমার জুনিয়রের (Neymar Jr) সঙ্গে দেখা যাবে গ্যাব্রিয়েল জেসুস, অ্যান্টনি, রাফিনহা, গ্যাব্রিয়েল মার্তিনেলি এবং রদ্রিগোর মতো তারকাদের ৷ সেই সঙ্গে রয়েছেন, ভিনিসিয়াস জুনিয়র, পেদ্রো এবং রিচার্লিসন ৷ ফলে মাঝমাঠ সমস্যা হলেও আক্রমণ ভাগের অনেক ফুটবলারকে পিছনের দিকে খেলিয়ে সেই ঘাটতি অনেকটাই মেটানো সম্ভব হবে ৷ তবে, সেই পরিস্থিতি তখনই তৈরি হবে, যখন মাঝমাঠের কোনও খেলোয়াড় চোট পেলে বা কার্ড সমস্যায় বাইরে বসলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.