ETV Bharat / sports

FIFA World Cup 2022: দোহার রাস্তায় ‘মুচাকোস’-এর ছন্দে মাতছেন আর্জেন্তাইন সমর্থকরা - Argentina

দোহার রাস্তায় উৎসবের মেজাজে আর্জেন্তাইন সমর্থকরা (Argentines Flock to Qatar for Chance to Win The World Cup) ৷ বিশ্বকাপ ফাইনালের (FIFA World Cup 2022) আগে আর্জেন্তাইন সমর্থকদের আনঅফিসিয়াল অ্যান্থেম ‘মুচাকোস’-এর ছন্দ ক্রমশ বাড়ছে দোহার রাস্তায় ৷

fifa-world-cup-2022-argentines-flock-to-qatar-for-chance-to-win-the-world-cup ETV BHARAT
ছবি সৌজন্য- এপি
author img

By

Published : Dec 17, 2022, 12:15 PM IST

দোহা, 17 ডিসেম্বর: বিশ্বমানের খেলোয়াড় এবং বারবার অর্থনৈতিক সংকটের জন্য পরিচিত একটি ফুটবল-পাগল দেশ আর্জেন্তিনা ৷ আর সেই দেশের ফুটবল দলের সামনে 36 বছর পর ফের বিশ্বকাপ জয়ের হাতছানি ৷ আর সেই মুহূর্তের সাক্ষী থাকতে দোহায় উপস্থিত অসংখ্য আর্জেন্তাইন সমর্থক ৷ আর্জেন্তাইন সমর্থকদের উৎসাহ, কোলাহলের সঙ্গে ‘মুচাকোস’-এর ছন্দ ক্রমশ বাড়ছে দোহার রাস্তায় (Argentines Flock to Qatar for Chance to Win The World Cup) ৷ যা আর্জেন্তাইন সমর্থকদের আনঅফিসিয়াল অ্যান্থেম ৷ যার সুর দোহার অলিতে-গলিতে লিওনেল মেসি (Lionel Messi)-র দলের জয়ের সঙ্গে সঙ্গে আরও চড়া হয়েছে ৷

রবিবার আর্জেন্তিনা গতবারের বিশ্বজয়ী তথা এবারের ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) সবচেয়ে ধারাবাহিক দল ফ্রান্সের (Argentina vs France) মুখোমুখি হবে ৷ তার আগে দোহার সওক ওয়াকিফ বাজারে আর্জেন্তিনার নীল-সাদা জার্সি গায়ে অসংখ্য আর্জেন্তাইন সমর্থক এবং স্থানীয়দের উৎসবে মেতে থাকতে দেখা গেল ৷ সেখানেই এক যুবতীকে ইংরেজি এবং আরবিয়ান ভাষায় হাতে লেখা ব্যানারে দেখা গেল ৷ সেই ব্যানারে লুসেইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের টিকিটের জন্য অনুরোধ করেছেন ওই যুবতী ৷ সেখানে মাটিতে রাখা একটি টুপিতে রাস্তা দিয়ে যাওয়া লোকজন পয়সা রেখে যাচ্ছেন ৷

FIFA World Cup 2022 Argentines Flock to Qatar for Chance to Win The World Cup
দোহায় সমুদ্রের পারে উৎসবের আমেজে আর্জেন্তাইন সমর্থকরা

বেলেন গোডোয় নামে ওই যুবতী বলেন, ‘‘ফুটবল আমার কাছে সবকিছু ৷’’ বেলেন গত একমাস ধরে কাতারে রয়েছেন ৷ জানিয়েছেন এভাবেই তিনি আর্জেন্তিনার প্রতিটি ম্যাচের টিকিট রিসেলে কিনেছেন ৷ তিনি বলেন, ‘‘আমি পরিবারকে ছেড়ে চলে এসেছি ৷ আমার সমস্ত সঞ্চয় শেষ হয়ে গিয়েছে ৷ আমি বুয়েনস আইরেসে ফিরে যাব ৷ তবে, জানিনা কীভাবে বাড়ি ভাড়া দেব ৷ তবে, আমি যে জীবনযাপন করছি, সেটা আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না ৷’’

আরও পড়ুন: 15 রানে অল-আউট, টি-20 ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড সিডনি থান্ডারের

কাছাকাছি জায়গায়, ক্রিশ্চিয়ান মাচিনেলি গোলকধাঁধার ওই বাজারের একটি গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ৷ আর্জেন্তিনার পতাকা ও মেসি এবং প্রয়াত ফুটবলার দিয়েগো মারাদোনার ছবি নিয়ে ৷ যেখানে 1986 সালে শেষবার আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের মুহূর্ত রয়েছে ৷ মারাদোনা বিশ্বকাপ ট্রফিতে চুম্বন করছেন ৷ 34 বছরের ক্রিশ্চিয়ান মাচিনেলি বলেন, ‘‘বিশ্বকাপে আসার জন্য আমি টয়োটা ট্রাক বিক্রি করে দিয়েছি ৷ এখানে আমি অনেক টাকা খরচ করে ফেলেছি ৷ আর ফাইনালের টিকিট কেনার জন্য যথেষ্ঠ অর্থ এখনও রয়েছে আমার কাছে ৷’’ তিনি জানান, আর্জেন্তাইন সমর্থকরা ফুটবলের জন্য পাগল ৷ আর এর কোনও ব্যাখ্যা বা যুক্তি খোঁজা অর্থহীন ৷

দোহা, 17 ডিসেম্বর: বিশ্বমানের খেলোয়াড় এবং বারবার অর্থনৈতিক সংকটের জন্য পরিচিত একটি ফুটবল-পাগল দেশ আর্জেন্তিনা ৷ আর সেই দেশের ফুটবল দলের সামনে 36 বছর পর ফের বিশ্বকাপ জয়ের হাতছানি ৷ আর সেই মুহূর্তের সাক্ষী থাকতে দোহায় উপস্থিত অসংখ্য আর্জেন্তাইন সমর্থক ৷ আর্জেন্তাইন সমর্থকদের উৎসাহ, কোলাহলের সঙ্গে ‘মুচাকোস’-এর ছন্দ ক্রমশ বাড়ছে দোহার রাস্তায় (Argentines Flock to Qatar for Chance to Win The World Cup) ৷ যা আর্জেন্তাইন সমর্থকদের আনঅফিসিয়াল অ্যান্থেম ৷ যার সুর দোহার অলিতে-গলিতে লিওনেল মেসি (Lionel Messi)-র দলের জয়ের সঙ্গে সঙ্গে আরও চড়া হয়েছে ৷

রবিবার আর্জেন্তিনা গতবারের বিশ্বজয়ী তথা এবারের ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) সবচেয়ে ধারাবাহিক দল ফ্রান্সের (Argentina vs France) মুখোমুখি হবে ৷ তার আগে দোহার সওক ওয়াকিফ বাজারে আর্জেন্তিনার নীল-সাদা জার্সি গায়ে অসংখ্য আর্জেন্তাইন সমর্থক এবং স্থানীয়দের উৎসবে মেতে থাকতে দেখা গেল ৷ সেখানেই এক যুবতীকে ইংরেজি এবং আরবিয়ান ভাষায় হাতে লেখা ব্যানারে দেখা গেল ৷ সেই ব্যানারে লুসেইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের টিকিটের জন্য অনুরোধ করেছেন ওই যুবতী ৷ সেখানে মাটিতে রাখা একটি টুপিতে রাস্তা দিয়ে যাওয়া লোকজন পয়সা রেখে যাচ্ছেন ৷

FIFA World Cup 2022 Argentines Flock to Qatar for Chance to Win The World Cup
দোহায় সমুদ্রের পারে উৎসবের আমেজে আর্জেন্তাইন সমর্থকরা

বেলেন গোডোয় নামে ওই যুবতী বলেন, ‘‘ফুটবল আমার কাছে সবকিছু ৷’’ বেলেন গত একমাস ধরে কাতারে রয়েছেন ৷ জানিয়েছেন এভাবেই তিনি আর্জেন্তিনার প্রতিটি ম্যাচের টিকিট রিসেলে কিনেছেন ৷ তিনি বলেন, ‘‘আমি পরিবারকে ছেড়ে চলে এসেছি ৷ আমার সমস্ত সঞ্চয় শেষ হয়ে গিয়েছে ৷ আমি বুয়েনস আইরেসে ফিরে যাব ৷ তবে, জানিনা কীভাবে বাড়ি ভাড়া দেব ৷ তবে, আমি যে জীবনযাপন করছি, সেটা আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না ৷’’

আরও পড়ুন: 15 রানে অল-আউট, টি-20 ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড সিডনি থান্ডারের

কাছাকাছি জায়গায়, ক্রিশ্চিয়ান মাচিনেলি গোলকধাঁধার ওই বাজারের একটি গলির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ৷ আর্জেন্তিনার পতাকা ও মেসি এবং প্রয়াত ফুটবলার দিয়েগো মারাদোনার ছবি নিয়ে ৷ যেখানে 1986 সালে শেষবার আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের মুহূর্ত রয়েছে ৷ মারাদোনা বিশ্বকাপ ট্রফিতে চুম্বন করছেন ৷ 34 বছরের ক্রিশ্চিয়ান মাচিনেলি বলেন, ‘‘বিশ্বকাপে আসার জন্য আমি টয়োটা ট্রাক বিক্রি করে দিয়েছি ৷ এখানে আমি অনেক টাকা খরচ করে ফেলেছি ৷ আর ফাইনালের টিকিট কেনার জন্য যথেষ্ঠ অর্থ এখনও রয়েছে আমার কাছে ৷’’ তিনি জানান, আর্জেন্তাইন সমর্থকরা ফুটবলের জন্য পাগল ৷ আর এর কোনও ব্যাখ্যা বা যুক্তি খোঁজা অর্থহীন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.