দোহা, 27 নভেম্বর: ঘানার বিরুদ্ধে গত বৃহস্পতিবার জাতীয় দলের জার্সি গায়ে আরও একটি ব্যক্তিগত মাইলস্টোনের মালিক হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন সিআর সেভেন ৷ এ বার তাঁর পরবর্তী লক্ষ্য দেশের হয়ে বিশ্বকাপ জয় ৷ যা নিয়ে ঘানার ম্যাচ জয়ের পর, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, ‘‘এটা সবে শুরু ৷ এখানে কোনও কিছুই অসম্ভব নয় ৷’’ তবে, পর্তুগালের হয়ে একার ক্ষমতায় যে বিশ্বকাপ যেতা সম্ভব নয়, তা খুব ভালো করেই জানেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর দলের কোচ ফার্নান্দো স্যান্টোস ৷
ফিফা বিশ্বকাপ 2022 (FIFA World Cup 2022)-এর প্রথম ম্যাচে নামার আগের দিন রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাতিল করেছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ৷ বিশ্বকাপের পর কোন ক্লাবে খেলবেন, তাও জানেন না রোনাল্ডো ৷ কিন্তু, সেসব মোটেই ভাবাচ্ছে না সিআর সেভেনকে ৷ বর্তমানে তাঁর নজর বিশ্বকাপে (Cristiano Ronaldo Eyes World Cup Glory) ৷ তবে, এই বিশ্বকাপ জয় একা রোনাল্ডোর ভরসায় যে সম্ভব নয়, তা জানেন ফার্নান্দো স্যান্টোস ৷ তবে, তাঁর ঝোলায় তুরুপের তাসের অভাব নেই ৷ রিয়াল মাদ্রিদ থেকে সম্প্রতি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যাওয়া ব্রুনো ফার্নান্দেজ, সিটি মিডফিল্ডার বের্নার্ডো সিলভা, জোয়াও ফেলিক্স এবং রাফায়েল লিয়াও এর মতো ফুটবলাররা ফার্নান্দো স্যান্টোসের বড় ভরসা ৷
আরও পড়ুন: বিশ্বকাপে ফুটবলের রাজপুত্রকে স্পর্শ মেসির
ঘানার বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 1-0 গোলে পর্তুগালকে এগিয়ে দিলেও, 10 মিনিটের মধ্যে সেই গোল পরিশোধ করে দেয় প্রতিপক্ষ ৷ সেখান থেকে পর্তুগালকে 3-1 করতে সাহায্য করেছিলেন জোয়াও ফেলিক্স এবং রাফায়েল লিয়াও ৷ যেখানে ফেলিক্সের গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট ছিল রোনাল্ডোর ৷ প্রসঙ্গত, ফার্নান্দো স্যান্টোসের সবচেয়ে বড় সুবিধা রোনাল্ডোর মতো ভয়ঙ্কর স্ট্রাইকার প্রতিপক্ষের ডিফেন্সে ঘোরাঘুরি করলে, বাকি খেলোয়াড়রা নজরের বাইরে চলে যান ৷ ফলে সেখানেই পর্তুগালের গোলের দরজা খুলে যায় ৷
আরও পড়ুন: বিশ্বকাপে তিকিতাকার বিরুদ্ধে টিকে থাকার লড়াই জার্মানির
পাশাপাশি, রোনাল্ডো যে নিচে নেমে খেলা তৈরিও করতে পারেন, তা 2016 ইউরোর পর ঘানার বিরুদ্ধে ম্যাচেও দেখা গিয়েছে ৷ রোনাল্ডোর ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি, দলকে ম্যাচ জেতানোর খিদে এখনও তাঁর মধ্যে রয়েছে ৷ যা আর বেশি করে স্বস্তি দিচ্ছে ফার্নান্দো স্যান্টোসকে ৷ সোমবার পর্তুগালের পরবর্তী ম্যাচ উরুগুয়ের বিরুদ্ধে ৷ যেখানে তাঁর প্রতিপক্ষ হিসেবে থাকবেন লুই সুয়ারেজ ৷ খুব সম্ভবত এটা সুয়ারেজেও শেষ বিশ্বকাপ ৷ লা লিগায় রিয়াল মাদ্রিদে খেলার সময় রোনাল্ডোর অন্যতম প্রতিপক্ষ ক্লাব বার্সেলোনায় খেলতেন লুই সুয়ারেজ ৷ লা লিগার পর এবার কাতার বিশ্বকাপে সুয়ারেজের মুখোমুখি হবেন সিআর সেভেন ৷