ETV Bharat / sports

FIFA Lifts Ban on EB: ফিফার নিষেধাজ্ঞা উঠল, জারভিসকে সই করাতে বাধা রইল না ইস্টবেঙ্গলের - Jake Jervis

ট্রান্সফার ব্যানের ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা । ফলে নয়া খেলোয়াড়কে সই করাতে আর সমস্যা নেই ইস্টবেঙ্গলের (FIFA Withdraws Transfer Ban on East Bengal) ।

FIFA Lifts Ban on EB
জারভিসকে সই করাতে বাধা রইল না ইস্টবেঙ্গলের
author img

By

Published : Jan 26, 2023, 3:39 PM IST

কলকাতা, 26 জানুয়ারি: অবশেষে স্বস্তি লাল-হলুদে । নতুন ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের (East Bengal Club) নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা (Fédération Internationale De Football Association)। এর ফলে এলিয়ান্দ্রোর বদলি হিসেবে অপেক্ষারত জ্যাক জারভিসকে (Jake Jervis) সই করানোর ব্যাপারে কোনও অসুবিধা রইল না। ইস্টবেঙ্গলের তরফ থেকে শীর্ষকর্তা দেবব্রত সরকার বুধবারই জানিয়েছিলেন, তাঁরা ওমিদ সিংয়ের বকেয়া মিটিয়ে দিয়েছেন। সমস্যা মিটে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা (FIFA Withdraws Transfer Ban on East Bengal)।

শেষ পর্যন্ত বুধবার গভীর রাতে যাবতীয় সমস্যা মিটে যায়। দলবদলের দ্বিতীয় উইন্ডো শেষ হতে আর মাত্র দিনচারেক বাকি (FIFA Withdraws Transfer Ban)। বৃহস্পতিবার এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে পদ্মাপাড়ের ক্লাব । 14 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নিচের দিকে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল । বাকি ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন দলের হেডস্যর । কিন্তু তাঁর দলের ফুটবলারদের মান এবং পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে । লাল-হলুদ কোচ বারবার বলছেন, এই দলের ফুটবলারদের নেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা নেই ।

আরও পড়ুন: কাঠগড়ায় ফেরান্দোর দলের পারফরম্যান্স, চিঠি দিচ্ছে মোহনবাগান

যা নিয়ে বিতর্কও শুরু হয়েছে । কনস্ট্যানটাইন ইতিমধ্যে জানিয়েছেন, দ্বিতীয় উইন্ডোতে তিনি জারভিস ছাড়াও তিন-চারজন ফুটবলার বেছে রেখেছেন । নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সেই চার ফুটবলারকে নেওয়ার ক্ষেত্রেও বাধা থাকল না । এদিন, ইমামি ইস্টবেঙ্গলের বদলি ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। প্রশাসনিক সমস্যাগুলি সব পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করেছে ক্লাব । লাল-হলুদের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: জার্ভিস জল্পনা অব্যাহত! গোয়ায় পয়েন্টের খোঁজে ইস্টবেঙ্গল

ইমামি ইস্টবেঙ্গল এফসি'র সিইও নম্রতা পারেখ বলেন, 'এটি দল ও সমর্থকদের জন্য স্বস্তির হাওয়া নিয়ে এসেছে। একটি জটিল সমস্যা সবপক্ষকে নিয়ে সমাধান করা হয়েছে । যথেষ্ট সময় নষ্ট হয়ে গিয়েছে, তবে আমরা এখন কেবলমাত্র মরশুমের বাকি অংশে মনোযোগ দিতে পারি ।' নিষেধাজ্ঞা উঠে যাওয়াতে ইস্টবেঙ্গল এখন হিরো আইএসএল এবং হিরো সুপার কাপের জন্য নতুন খেলোয়াড় দলে নিতে পারবে।

কলকাতা, 26 জানুয়ারি: অবশেষে স্বস্তি লাল-হলুদে । নতুন ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের (East Bengal Club) নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা (Fédération Internationale De Football Association)। এর ফলে এলিয়ান্দ্রোর বদলি হিসেবে অপেক্ষারত জ্যাক জারভিসকে (Jake Jervis) সই করানোর ব্যাপারে কোনও অসুবিধা রইল না। ইস্টবেঙ্গলের তরফ থেকে শীর্ষকর্তা দেবব্রত সরকার বুধবারই জানিয়েছিলেন, তাঁরা ওমিদ সিংয়ের বকেয়া মিটিয়ে দিয়েছেন। সমস্যা মিটে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা (FIFA Withdraws Transfer Ban on East Bengal)।

শেষ পর্যন্ত বুধবার গভীর রাতে যাবতীয় সমস্যা মিটে যায়। দলবদলের দ্বিতীয় উইন্ডো শেষ হতে আর মাত্র দিনচারেক বাকি (FIFA Withdraws Transfer Ban)। বৃহস্পতিবার এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে পদ্মাপাড়ের ক্লাব । 14 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নিচের দিকে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল । বাকি ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন দলের হেডস্যর । কিন্তু তাঁর দলের ফুটবলারদের মান এবং পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে । লাল-হলুদ কোচ বারবার বলছেন, এই দলের ফুটবলারদের নেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা নেই ।

আরও পড়ুন: কাঠগড়ায় ফেরান্দোর দলের পারফরম্যান্স, চিঠি দিচ্ছে মোহনবাগান

যা নিয়ে বিতর্কও শুরু হয়েছে । কনস্ট্যানটাইন ইতিমধ্যে জানিয়েছেন, দ্বিতীয় উইন্ডোতে তিনি জারভিস ছাড়াও তিন-চারজন ফুটবলার বেছে রেখেছেন । নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সেই চার ফুটবলারকে নেওয়ার ক্ষেত্রেও বাধা থাকল না । এদিন, ইমামি ইস্টবেঙ্গলের বদলি ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। প্রশাসনিক সমস্যাগুলি সব পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করেছে ক্লাব । লাল-হলুদের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: জার্ভিস জল্পনা অব্যাহত! গোয়ায় পয়েন্টের খোঁজে ইস্টবেঙ্গল

ইমামি ইস্টবেঙ্গল এফসি'র সিইও নম্রতা পারেখ বলেন, 'এটি দল ও সমর্থকদের জন্য স্বস্তির হাওয়া নিয়ে এসেছে। একটি জটিল সমস্যা সবপক্ষকে নিয়ে সমাধান করা হয়েছে । যথেষ্ট সময় নষ্ট হয়ে গিয়েছে, তবে আমরা এখন কেবলমাত্র মরশুমের বাকি অংশে মনোযোগ দিতে পারি ।' নিষেধাজ্ঞা উঠে যাওয়াতে ইস্টবেঙ্গল এখন হিরো আইএসএল এবং হিরো সুপার কাপের জন্য নতুন খেলোয়াড় দলে নিতে পারবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.