ETV Bharat / sports

FIFA Video Game : আবেগে ইতি ! তিন দশক পর আলাদা হচ্ছে ফিফা-ইএ স্পোর্টস

এই বছরের শেষের দিকে ফিফার সঙ্গে অংশীদারিত্বে ভিডিয়ো গেমের শেষ সংস্করণ মার্কেটে এনেছিল সংস্থা ৷ এই বছরের শেষের দিকে ফিফার সঙ্গে অংশীদারিত্বে ভিডিয়ো গেমের শেষ সংস্করণ মার্কেটে এনেছিল সংস্থা (EA Sports partnership ends with FIFA) ৷

EA Sports partnership ends
তিন দশক পর আলাদা হচ্ছে ফিফা-ইএ স্পোর্টস
author img

By

Published : May 11, 2022, 12:47 PM IST

জুরিখ, 11 মে : ‘ইএ স্পোর্টস, ইটস ইন দ্য গেম’ ৷ নব্বইয়ের দশকের ছেলে-মেয়েদের কাছে অ্যান্ড্রু অ্যান্টনির ভরাট গলায় এই লাইনটা রীতিমতো আবেগের জায়গা ৷ সেই আবেগেই এবার ইতি পড়তে চলেছে ৷ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা'র সঙ্গে নতুন লাইসেন্সিং চুক্তি করে উঠতে পারেনি ইএ স্পোর্টস ৷ ফলে আগামী বছর দেখে আর দেখা যাবে ‘ফিফা ভিডিয়ো গেম’কে (FIFA video game to disappear) ৷

এই বছরের শেষের দিকে ফিফার সঙ্গে অংশীদারিত্বে ভিডিয়ো গেমের শেষ সংস্করণ মার্কেটে এনেছিল সংস্থা ৷ চুক্তি শেষের পরে 2023 থেকে চালু হবে ইএ স্পোর্টস এফসি। অনেক ফুটবল ভক্তের কাছে ফিফাই একটি খেলা, ক্রীড়া রাজনৈতিক প্রতিষ্ঠান নয় । যার মূলে রয়েছে ইএ স্পোর্টস ৷ প্রায় তিন দশক ধরে ফিফা ভিডিয়ো গেম তৈরি করে আসছে সংস্থাটি ৷

আরও পড়ুন : এই স্টেডিয়ামেই হবে 2022 ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

ইএ স্পোর্টসের সিইও অ্যান্ড্রু উইলসন বলেন, "ফিফার সঙ্গে আমাদের বহু বছরের দুর্দান্ত অংশীদারিত্বের জন্য আমরা কৃতজ্ঞ ৷ বিশ্বে ফুটবলের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল ৷ ইএ স্পোর্টসকে সেই খেলার কেন্দ্রবিন্দুতে রাখার জন্য ধন্যবাদ ৷ ফুটবলে আরও উদ্ভাবনী এবং নতুন ধারণা আনার অবিশ্বাস্য সুযোগ রয়েছে ।’’

জুরিখ, 11 মে : ‘ইএ স্পোর্টস, ইটস ইন দ্য গেম’ ৷ নব্বইয়ের দশকের ছেলে-মেয়েদের কাছে অ্যান্ড্রু অ্যান্টনির ভরাট গলায় এই লাইনটা রীতিমতো আবেগের জায়গা ৷ সেই আবেগেই এবার ইতি পড়তে চলেছে ৷ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা'র সঙ্গে নতুন লাইসেন্সিং চুক্তি করে উঠতে পারেনি ইএ স্পোর্টস ৷ ফলে আগামী বছর দেখে আর দেখা যাবে ‘ফিফা ভিডিয়ো গেম’কে (FIFA video game to disappear) ৷

এই বছরের শেষের দিকে ফিফার সঙ্গে অংশীদারিত্বে ভিডিয়ো গেমের শেষ সংস্করণ মার্কেটে এনেছিল সংস্থা ৷ চুক্তি শেষের পরে 2023 থেকে চালু হবে ইএ স্পোর্টস এফসি। অনেক ফুটবল ভক্তের কাছে ফিফাই একটি খেলা, ক্রীড়া রাজনৈতিক প্রতিষ্ঠান নয় । যার মূলে রয়েছে ইএ স্পোর্টস ৷ প্রায় তিন দশক ধরে ফিফা ভিডিয়ো গেম তৈরি করে আসছে সংস্থাটি ৷

আরও পড়ুন : এই স্টেডিয়ামেই হবে 2022 ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ

ইএ স্পোর্টসের সিইও অ্যান্ড্রু উইলসন বলেন, "ফিফার সঙ্গে আমাদের বহু বছরের দুর্দান্ত অংশীদারিত্বের জন্য আমরা কৃতজ্ঞ ৷ বিশ্বে ফুটবলের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল ৷ ইএ স্পোর্টসকে সেই খেলার কেন্দ্রবিন্দুতে রাখার জন্য ধন্যবাদ ৷ ফুটবলে আরও উদ্ভাবনী এবং নতুন ধারণা আনার অবিশ্বাস্য সুযোগ রয়েছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.