লুসেইল, 10 ডিসেম্বর: দুরন্ত ফুটবল এবং মার্টিনেজের বিশ্বস্ত হাত, দুই'য়ের মিশেলে কোয়ার্টার ফাইনালে কমলা ঝড় রুখে দিয়েছে লা অ্যালবিসেলেস্তে । যদিও সেই ম্যাচ জেতার পরেই শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এল লিও মেসিদের বিরুদ্ধে । ম্যাচ চলাকালীন বিপক্ষের ফুটবলারদের সঙ্গে একাধিকবার হাতাহাতিতে জড়িয়ে পড়েন নীল-সাদা জার্সিধারীরা । যার রেশ চলেছিল ম্যাচ শেষ হওয়ার পরেও (FIFA opened a disciplinary case against Argentina) ।
এই ঘটনাতেই এবার আর্জেন্তিনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করল ফিফা । একই অভিযোগ এসেছে নেদারল্যান্ডসের বিরুদ্ধেও । তদন্তে দোষী সাব্যস্ত হলে কড়া শাস্তি হতে পারে । ফিফা জানিয়েছে, দুই দেশের ফেডারেশনকেই 15,000 সুইস ফ্রাঙ্ক ($16,000) জরিমানা হতে পারে ।
যদিও এক্ষেত্রে ফিফা বলেছে, প্রাথমিকভাবে আর্জেন্তিনাই নিয়মভঙ্গ করেছে বলে দেখা গিয়েছে । খেলা চলাকালীনই মাঠে আর্জেন্তিনার বিকল্প খেলোয়াড় এবং স্টাফেরা মাঠে প্রবেশ করেন । বিশ্বকাপের রেকর্ড 17 জন খেলোয়াড় বা কোচিং স্টাফকে হলুদ কার্ড দেখান রেফারি । ইতিমধ্যেই বিশ্বকাপ চলাকালীন দু'বার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফিফার শাস্তির মুখে পড়েছে সৌদি আরব ।
আরও পড়ুন: 'পরাজিত' নায়কের কাঁধে ভরসার হাত, চর্চার শিরোনামে পেরিসিচ-পুত্রের নেইমার-প্রীতি
ফিফা যদিও শাস্তি ঘোষণার জন্য নির্দিষ্ট দিনের কথা এখনও জানায়নি । যদিও সাধারণত পরবর্তী খেলার আগে শাস্তির ঘোষণা করা হয় না । বুধবার ভারতীয় সময় রাত 12টায় লুসেইল স্টেডিয়ামেই ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্তিনা ।