ETV Bharat / sports

FIDE suspend Russia-Belarus : ফিডের নিষেধাজ্ঞা, দাবা অলিম্পিয়াডে নেই কাসপারভ-কারপভের দেশ - International Olympic Committee

শুধু দাবা অলিম্পিয়াডই নয়, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ফেডারেশন অনুমোদিত কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না রাশিয়া, বেলারুশ (FIDE suspend Russia-Belarus Chess Teams) ৷

Chess teams from Russia Belarus suspended
দাবা অলিম্পিয়াডে নেই কাসপারভ-কারপভের দেশ
author img

By

Published : Mar 17, 2022, 2:21 PM IST

চেন্নাই, 17 মার্চ : ইউক্রেন হামলায় ধীরে ধীরে কোণঠাসা হচ্ছে পুতিনের দেশ ৷ রুশ বাহিনী প্রতিরোধে শুধু ইউক্রেনীয়রাই রাস্তায় নামেনি, তাতে কাঁধ মিলিয়েছে গোটা বিশ্বও ৷ রাস্তায় না নেমেও রাশিয়াকে প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানাচ্ছে একের পর এক সংস্থা, দেশ ৷ এবার আন্তর্জাতিক দাবা সংস্থাও জানিয়ে দিল, আসন্ন দাবা অলিম্পিয়াডে অংশ নিতে পারবে না রাশিয়া, বেলারুশ ৷ শুধু দাবা অলিম্পিয়াডই নয়, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ফেডারেশন অনুমোদিত কোনও প্রতিযোগিতাতেই অংশ নিতে পারবে না দুই দেশের খেলোয়াড়েরা (FIDE suspend Russia-Belarus Chess Teams) ৷

একটি বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, ‘‘আইওসির (International Olympic Committee) সুপারিশকে বিবেচনা করে রাশিয়া এবং বেলারুশকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হল ৷ পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ফেডারেশন অনুমোদিত কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না দুই দেশের খেলোয়াড়েরা ৷’’ ফলে এই প্রথম কোনও আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে থাকবে না আনাতোলি কারপভ, গ্যারি কাসপারভ, ভ্লাদিমির ক্র্যামনিকের দেশ ৷

26 জুলাই থেকে রাশিয়ায় অলিম্পিয়াড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৷ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরেই সেদেশ থেকে টুর্নামেন্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ বিডে জিতে ভারতীয় দাবা সংস্থা জানিয়ে দিয়েছে, চেন্নাইতে বসতে চলেছে 44তম দাবা অলিম্পিয়াডের আসর ৷ পূর্ব নির্ধারিত সময়, 26 জুলাই থেকে 8 অগস্ট পর্যন্ত চলবে টুর্নামেন্ট ৷

  • IMPORTANT: Taking into account the current recommendations of the IOC, the FIDE Council suspends the national teams of Russia and Belarus from participation in official FIDE tournaments until further notice. 1/5

    — International Chess Federation (@FIDE_chess) March 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ফিফা-উয়েফার নিষেধাজ্ঞা, কাতার বিশ্বকাপে নেই রাশিয়া

এর আগে অলিম্পিক্স কমিটি, ফিফা-সহ একাধিক সংস্থা রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ কালই যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তিনি যে ভ্লাদিমির পুতিনের ঘোর বিরোধী, তা সদর্পে ঘোষণা করতে হবে রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভেকে ৷ তাহলেই দানিলের 2022 উইম্বলডনে খেলার ছাড়পত্রের বিষয়টি বিবেচনা করে দেখবে যুক্তরাজ্য সরকার ৷ ফলে আন্তর্জাতিক মহলে শুধু নয়, বিশ্বের ক্রীড়াজগতেও ক্রমশ চাপ বাড়ছে রাশিয়ার উপর ৷

চেন্নাই, 17 মার্চ : ইউক্রেন হামলায় ধীরে ধীরে কোণঠাসা হচ্ছে পুতিনের দেশ ৷ রুশ বাহিনী প্রতিরোধে শুধু ইউক্রেনীয়রাই রাস্তায় নামেনি, তাতে কাঁধ মিলিয়েছে গোটা বিশ্বও ৷ রাস্তায় না নেমেও রাশিয়াকে প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানাচ্ছে একের পর এক সংস্থা, দেশ ৷ এবার আন্তর্জাতিক দাবা সংস্থাও জানিয়ে দিল, আসন্ন দাবা অলিম্পিয়াডে অংশ নিতে পারবে না রাশিয়া, বেলারুশ ৷ শুধু দাবা অলিম্পিয়াডই নয়, পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ফেডারেশন অনুমোদিত কোনও প্রতিযোগিতাতেই অংশ নিতে পারবে না দুই দেশের খেলোয়াড়েরা (FIDE suspend Russia-Belarus Chess Teams) ৷

একটি বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, ‘‘আইওসির (International Olympic Committee) সুপারিশকে বিবেচনা করে রাশিয়া এবং বেলারুশকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হল ৷ পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ফেডারেশন অনুমোদিত কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না দুই দেশের খেলোয়াড়েরা ৷’’ ফলে এই প্রথম কোনও আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে থাকবে না আনাতোলি কারপভ, গ্যারি কাসপারভ, ভ্লাদিমির ক্র্যামনিকের দেশ ৷

26 জুলাই থেকে রাশিয়ায় অলিম্পিয়াড অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৷ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরেই সেদেশ থেকে টুর্নামেন্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ বিডে জিতে ভারতীয় দাবা সংস্থা জানিয়ে দিয়েছে, চেন্নাইতে বসতে চলেছে 44তম দাবা অলিম্পিয়াডের আসর ৷ পূর্ব নির্ধারিত সময়, 26 জুলাই থেকে 8 অগস্ট পর্যন্ত চলবে টুর্নামেন্ট ৷

  • IMPORTANT: Taking into account the current recommendations of the IOC, the FIDE Council suspends the national teams of Russia and Belarus from participation in official FIDE tournaments until further notice. 1/5

    — International Chess Federation (@FIDE_chess) March 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : ফিফা-উয়েফার নিষেধাজ্ঞা, কাতার বিশ্বকাপে নেই রাশিয়া

এর আগে অলিম্পিক্স কমিটি, ফিফা-সহ একাধিক সংস্থা রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ কালই যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তিনি যে ভ্লাদিমির পুতিনের ঘোর বিরোধী, তা সদর্পে ঘোষণা করতে হবে রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভেকে ৷ তাহলেই দানিলের 2022 উইম্বলডনে খেলার ছাড়পত্রের বিষয়টি বিবেচনা করে দেখবে যুক্তরাজ্য সরকার ৷ ফলে আন্তর্জাতিক মহলে শুধু নয়, বিশ্বের ক্রীড়াজগতেও ক্রমশ চাপ বাড়ছে রাশিয়ার উপর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.