ETV Bharat / sports

FC Goa vs ATK Mohun Bagan : মনবীরের জোড়া গোলে গোয়া জয়, লিগ টেবিলে দু’নম্বরে এটিকে মোহনবাগান

author img

By

Published : Feb 16, 2022, 10:14 AM IST

এফসি গোয়াকে হারিয়ে আইএসএল’র পয়েন্ট টেবিলে দু’নম্বরে উঠে এলো এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan Reach 2nd Position in Points Table) ৷ মঙ্গলবার গোয়াকে তাদের ঘরের মাঠে 0-2 গোলে হারিয়েছে জুয়ান ফেরান্দোর দল (ATK Mohun Bagan Win Against FC Goa) ৷

FC Goa vs ATK Mohun Bagan Match Report
FC Goa vs ATK Mohun Bagan Match Report

বাম্বোলিম (গোয়া), 16 ফেব্রুয়ারি : ফের ছন্দে এটিকে মোহনবাগান ৷ হারিয়ে ফেলা দাপট ফিরেছে সবুজ মেরুন শিবিরে ৷ এফসি গোয়াকে 2-0 গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে জুয়ান ফেরান্দোর দল (ATK Mohun Bagan Win Against FC Goa) ৷ আর এই অসাধারণ প্রত্যাবর্তনের কাহিনীতে বিদেশি নির্ভরতার বদলে ভারতীয় ফুটবলারদের ভূমিকা বেশি ৷ যা মেরিনার্সদের তৃপ্তি দিতে পারে ৷ মঙ্গলবার রাতের ম্যাচে দু’টি গোলই করেছেন মনবীর সিং ৷

এই মুহূর্তে এটিকে মোহনবাগানের ঝুলিতে 15 ম্যাচে 29 পয়েন্ট রয়েছে (ATK Mohun Bagan Reach 2nd Position in Points Table) ৷ এ বার লক্ষ্য লিগ টেবিলের শীর্ষে ওঠা ৷ তবে, তার জন্য বাড়তি চাপ নয় বরং পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে চান সবুজ মেরুন কোচ ৷ শুক্রবার এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স ৷

মঙ্গলবার ম্যাচের শুরুতেই লিস্টন কোলাসোর নেওয়া কর্নারে মাথা ছুইয়ে গোল করেন মনবীর সিং । তাও ম্যাচের 3 মিনিটে ৷ চোট থাকায় জনি কাউকো এবং তিরি ছাড়া কোনও বিদেশি ফুটবলারকে একাদশে রাখতে পারেননি জুয়ান ফেরান্দো । তবুও, তা সত্ত্বেও গোটা ম্যাচে দাপট দেখাল এটিকে মোহনবাগানের ভারতীয় খেলোয়াড়রা ৷ পাশাপাশি গোলের সুযোগ হাতছাড়া করেনি সবুজ-মেরুন দল ৷ পিছিয়ে পড়ে খেলায় ফেরার মরিয়া চেষ্টা করেছিল এফসি গোয়া (FC Goa vs ATK Mohun Bagan) ৷ শেষ ম্যাচে পাঁচ গোলে জয় পাওয়ায় গোয়া ফের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল ৷ কিন্তু, ম্যাচের রাশ ধরে রাখলেও গোলমুখে ব্যর্থতা গোয়াকে ম্যাচে ফিরতে দেয়নি ৷

আরও পড়ুন : KBFC beat SCEB : হেরেই চলেছে লাল-হলুদ, পুষ্পার কায়দায় গোল সেলিব্রেট সিপোভিচের

অন্যদিকে, বহুদিন পর ফের আইএসএলে আলো বিভ্রাট হতে দেখা গেল ৷ প্রথমঅর্ধের কিছুক্ষণ আগে বাতিস্তম্ভের আলো নিভে যায় ৷ আলো ফিরলে খেলা শুরু হয় ৷ তখন দুই দলই একটি করে শট নেয় গোলে লক্ষ্য করে ৷ কিন্তু, সেখানেও টার্গেটে রাখতে পারেনি কোনও দলই ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে ফের এগিয়ে যায় এটিকে মোহনবাগান ৷ এ বারেও লিস্টন কোলাসো এবং মনবীর সিংয়ের যুগলবন্দী । 46 মিনিটে ম্যাচের দ্বিতীয় তথা শেষ গোলটি করে ব্যবধান 2-0 করে ফেলে মোহনবাগান ৷

আরও পড়ুন : ATK Mohun Bagan vs FC Goa : লক্ষ্য শীর্ষস্থান, তবে গোয়ার বিরুদ্ধে নামার আগে সাবধানী ফেরান্দো

এটিকে মোহনবাগানের লেফট উইঙ্গার লিস্টন কোলাসো জীবনের সেরা ছন্দে রয়েছেন ৷ দ্বিতীয় গোলের রাস্তা মনবীরের জন্য তিনিই তৈরি করে দেন ৷ তবে, জুয়ার ফেরান্দো এটিকে-র কোচ হয়ে আসার পর, লিস্টনের খেলার পজিশন বদল হতে দেখা গিয়েছে ৷ সম্প্রতি ওড়িশার বিরুদ্ধে ম্যাচের মাঝেই নিজের পজিশন বদলে রাইট উইঙ্গে খেলতে দেখা গিয়েছিল কোলাসোকে ৷ পরের আরও দু’টি ম্যাচে এমনটা করতে দেখা যায় তাঁকে ৷

এ দিন হ্যাটট্রিক করার সহজ সুযোগ পেয়েছিলেন মনবীর ৷ কিন্তু, সেই সুযোগ হাতছাড়া করেন তিনি ৷ দলের বিদেশি ফুটবলারদের চোট আঘাত সত্ত্বেও সাফল্য এসেছে ৷ সেই সঙ্গে এ দিন এটিকে’র কাছে আরও একটি খুশির খবর ছিল ৷ চোট সারিয়ে মাঠে ফিরে পুরো সময় খেললেন সন্দেশ ঝিঙ্গান ৷ তার সুস্থ হওয়া সবুজ মেরুন রক্ষণের জন্য অনেকবড় সুখবর ৷ তাই এটিকে মোহনবাগানের সেমিফাইনালে ওঠার রাস্তা আরও কিছুটা সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

বাম্বোলিম (গোয়া), 16 ফেব্রুয়ারি : ফের ছন্দে এটিকে মোহনবাগান ৷ হারিয়ে ফেলা দাপট ফিরেছে সবুজ মেরুন শিবিরে ৷ এফসি গোয়াকে 2-0 গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে জুয়ান ফেরান্দোর দল (ATK Mohun Bagan Win Against FC Goa) ৷ আর এই অসাধারণ প্রত্যাবর্তনের কাহিনীতে বিদেশি নির্ভরতার বদলে ভারতীয় ফুটবলারদের ভূমিকা বেশি ৷ যা মেরিনার্সদের তৃপ্তি দিতে পারে ৷ মঙ্গলবার রাতের ম্যাচে দু’টি গোলই করেছেন মনবীর সিং ৷

এই মুহূর্তে এটিকে মোহনবাগানের ঝুলিতে 15 ম্যাচে 29 পয়েন্ট রয়েছে (ATK Mohun Bagan Reach 2nd Position in Points Table) ৷ এ বার লক্ষ্য লিগ টেবিলের শীর্ষে ওঠা ৷ তবে, তার জন্য বাড়তি চাপ নয় বরং পরবর্তী ম্যাচ নিয়ে ভাবতে চান সবুজ মেরুন কোচ ৷ শুক্রবার এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স ৷

মঙ্গলবার ম্যাচের শুরুতেই লিস্টন কোলাসোর নেওয়া কর্নারে মাথা ছুইয়ে গোল করেন মনবীর সিং । তাও ম্যাচের 3 মিনিটে ৷ চোট থাকায় জনি কাউকো এবং তিরি ছাড়া কোনও বিদেশি ফুটবলারকে একাদশে রাখতে পারেননি জুয়ান ফেরান্দো । তবুও, তা সত্ত্বেও গোটা ম্যাচে দাপট দেখাল এটিকে মোহনবাগানের ভারতীয় খেলোয়াড়রা ৷ পাশাপাশি গোলের সুযোগ হাতছাড়া করেনি সবুজ-মেরুন দল ৷ পিছিয়ে পড়ে খেলায় ফেরার মরিয়া চেষ্টা করেছিল এফসি গোয়া (FC Goa vs ATK Mohun Bagan) ৷ শেষ ম্যাচে পাঁচ গোলে জয় পাওয়ায় গোয়া ফের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল ৷ কিন্তু, ম্যাচের রাশ ধরে রাখলেও গোলমুখে ব্যর্থতা গোয়াকে ম্যাচে ফিরতে দেয়নি ৷

আরও পড়ুন : KBFC beat SCEB : হেরেই চলেছে লাল-হলুদ, পুষ্পার কায়দায় গোল সেলিব্রেট সিপোভিচের

অন্যদিকে, বহুদিন পর ফের আইএসএলে আলো বিভ্রাট হতে দেখা গেল ৷ প্রথমঅর্ধের কিছুক্ষণ আগে বাতিস্তম্ভের আলো নিভে যায় ৷ আলো ফিরলে খেলা শুরু হয় ৷ তখন দুই দলই একটি করে শট নেয় গোলে লক্ষ্য করে ৷ কিন্তু, সেখানেও টার্গেটে রাখতে পারেনি কোনও দলই ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে ফের এগিয়ে যায় এটিকে মোহনবাগান ৷ এ বারেও লিস্টন কোলাসো এবং মনবীর সিংয়ের যুগলবন্দী । 46 মিনিটে ম্যাচের দ্বিতীয় তথা শেষ গোলটি করে ব্যবধান 2-0 করে ফেলে মোহনবাগান ৷

আরও পড়ুন : ATK Mohun Bagan vs FC Goa : লক্ষ্য শীর্ষস্থান, তবে গোয়ার বিরুদ্ধে নামার আগে সাবধানী ফেরান্দো

এটিকে মোহনবাগানের লেফট উইঙ্গার লিস্টন কোলাসো জীবনের সেরা ছন্দে রয়েছেন ৷ দ্বিতীয় গোলের রাস্তা মনবীরের জন্য তিনিই তৈরি করে দেন ৷ তবে, জুয়ার ফেরান্দো এটিকে-র কোচ হয়ে আসার পর, লিস্টনের খেলার পজিশন বদল হতে দেখা গিয়েছে ৷ সম্প্রতি ওড়িশার বিরুদ্ধে ম্যাচের মাঝেই নিজের পজিশন বদলে রাইট উইঙ্গে খেলতে দেখা গিয়েছিল কোলাসোকে ৷ পরের আরও দু’টি ম্যাচে এমনটা করতে দেখা যায় তাঁকে ৷

এ দিন হ্যাটট্রিক করার সহজ সুযোগ পেয়েছিলেন মনবীর ৷ কিন্তু, সেই সুযোগ হাতছাড়া করেন তিনি ৷ দলের বিদেশি ফুটবলারদের চোট আঘাত সত্ত্বেও সাফল্য এসেছে ৷ সেই সঙ্গে এ দিন এটিকে’র কাছে আরও একটি খুশির খবর ছিল ৷ চোট সারিয়ে মাঠে ফিরে পুরো সময় খেললেন সন্দেশ ঝিঙ্গান ৷ তার সুস্থ হওয়া সবুজ মেরুন রক্ষণের জন্য অনেকবড় সুখবর ৷ তাই এটিকে মোহনবাগানের সেমিফাইনালে ওঠার রাস্তা আরও কিছুটা সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.