ETV Bharat / sports

Last Rites of Pele: শেষযাত্রায় সম্রাট ! পেলেকে সম্মান জানাতে হাজির কাতারে কাতারে ব্রাজিলিয়ান - pele last rites

সোমবার প্রয়াত ফুটবল সম্রাট পেলেকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে স্যান্টোসের ভিয়া বেলমিরো (Vila Belmiro) স্টেডিয়ামে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ (Fans Mourn Pele) ৷ আজ তাঁর শেষকৃত্য হবে স্যান্টোসে (Last Rites of Pele) ৷ থাকবে সদস্য নির্বাচিত ব্রাজিল প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ৷

Last Rites of Pele ETV BHARAT
শেষযাত্রায় পেলেকে সম্মান অনুরাগীদের
author img

By

Published : Jan 3, 2023, 11:35 AM IST

Updated : Jan 3, 2023, 11:55 AM IST

স্যান্টোস (ব্রাজিল), 3 জানুয়ারি: স্কুল ছাত্র থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি, হাজার হাজার মানুষ (Fans Mourn Pele) সোমবার পেলেকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন স্যান্টোস ক্লাবের ভিয়া বেলমিরো (Vila Belmiro) স্টেডিয়ামে ৷ ব্রাজিলের শতাব্দী প্রাচীন এই স্টেডিয়ামেই পেলে নিজের ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন ৷ যে ক্লাবটিকে ব্রাজিলের সেরাদের মধ্যে একটি করে তুলছিলেন পেলে ৷ সেই স্টেডিয়ামেই সোমবার ফুটবল সম্রাট পেলের দেহ শায়িত রাখা ছিল ৷ ব্রাজিলের বিভিন্ন প্রান্ত থেকে পেলের অনুরাগীরা উপস্থিত হন, কিংবদন্তিকে শেষবারের (Last Rites of Pele) জন্য দেখতে ৷

মঙ্গলবার পেলের দেহ সমাধিস্থ করা হবে ভিয়া বেলমিরোর কবরস্থানে ৷ তার আগে ক্যাথলিকদের তরফে একটি শোকসভার আয়োজন করা হবে সেখানে ৷ আজ পেলের কফিন স্টেডিয়াম থেকে বের করার আগে ব্রাজিলের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ভিয়া বেলমিরোতে আসবেন ৷ সোমবার 16 হাজার দর্শকাসন বিশিষ্ট ভিয়া বেলমিরো স্টেডিয়াম পেলের সমর্থকদের ভিড়ে ঠাসা ছিল ৷ সেই সঙ্গে পুরো স্টেডিয়ামকে পেলের কাটআউট এবং তাঁর স্মৃতির সঙ্গে জড়িত জিনিসপত্র দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল ৷ চড়া রোদের মধ্যে অনুরাগীরা প্রিয় তারকাকে শ্রদ্ধা জানাতে প্রায় 3 ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন ৷

খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার প্রায় 45 বছর পরেও ব্রাজিলের জাতীয় ইতিহাসের কেন্দ্রবিন্দু ফুটবল সম্রাট পেলে ৷ 17 বছরের জিওভানা ​​সারমেন্তো নামে একটি মেয়ে পেলের নাম লেখা ব্রাজিলের জার্সি গায়ে ভিয়া বেলমিরোতে এসেছিলেন ৷ তিনি বলেন, ‘‘আমি স্যান্টোস ক্লাবের সমর্থক নই ৷ না আমার বাবা ৷ কিন্তু, এই লোকটা ব্রাজিলের জাতীয় দলকে এক অন্যমাত্রা দিয়েছিলেন ৷ উনি স্যান্টোসকে শক্তিশালী করে তুলেছিলেন ৷ আরও অনেক বড় করেছেন ক্লাবটিকে ৷ এই লোকটাকে কেন সম্মান জানাব না ! উনি সর্বকালের সেরাদের মধ্যে একজন ৷ আমাদের ওনাকে সম্মান জানাতেই হবে ৷’’

আরও পড়ুন: রোনাল্ডোকে আদর্শ করে টিটি বোর্ডে সাফল্যের স্বপ্ন দেখছেন মৌমা

ব্রাজিলকে বিশ্ব মঞ্চে তুলে ধরার পিছনে পেলের অবদান একবাক্যে স্বীকার করেন ব্রাজিলের বাচ্চা থেকে বুড়ো সকলে ৷ 35 বছরের কাইয়ো জালকে পেলেকে শ্রদ্ধা জানাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন ৷ তিনি বলেন, ‘‘পেলে ব্রাজিলিয়ানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ উনি ফুটবলকে ব্রাজিলিয়ানদের জীবন করে তুলেছেন ৷ আর ব্রাজিলিয়ানকে বিশ্বের কাছে তুলে ধরেছেন ৷’’ তাই পেলের নামাঙ্কিত জার্সি গায়ে লাইনে দাঁড়ানো তাঁদের কাছে কোনও সমস্যাই নয় ৷

স্যান্টোস (ব্রাজিল), 3 জানুয়ারি: স্কুল ছাত্র থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি, হাজার হাজার মানুষ (Fans Mourn Pele) সোমবার পেলেকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন স্যান্টোস ক্লাবের ভিয়া বেলমিরো (Vila Belmiro) স্টেডিয়ামে ৷ ব্রাজিলের শতাব্দী প্রাচীন এই স্টেডিয়ামেই পেলে নিজের ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন ৷ যে ক্লাবটিকে ব্রাজিলের সেরাদের মধ্যে একটি করে তুলছিলেন পেলে ৷ সেই স্টেডিয়ামেই সোমবার ফুটবল সম্রাট পেলের দেহ শায়িত রাখা ছিল ৷ ব্রাজিলের বিভিন্ন প্রান্ত থেকে পেলের অনুরাগীরা উপস্থিত হন, কিংবদন্তিকে শেষবারের (Last Rites of Pele) জন্য দেখতে ৷

মঙ্গলবার পেলের দেহ সমাধিস্থ করা হবে ভিয়া বেলমিরোর কবরস্থানে ৷ তার আগে ক্যাথলিকদের তরফে একটি শোকসভার আয়োজন করা হবে সেখানে ৷ আজ পেলের কফিন স্টেডিয়াম থেকে বের করার আগে ব্রাজিলের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ভিয়া বেলমিরোতে আসবেন ৷ সোমবার 16 হাজার দর্শকাসন বিশিষ্ট ভিয়া বেলমিরো স্টেডিয়াম পেলের সমর্থকদের ভিড়ে ঠাসা ছিল ৷ সেই সঙ্গে পুরো স্টেডিয়ামকে পেলের কাটআউট এবং তাঁর স্মৃতির সঙ্গে জড়িত জিনিসপত্র দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছিল ৷ চড়া রোদের মধ্যে অনুরাগীরা প্রিয় তারকাকে শ্রদ্ধা জানাতে প্রায় 3 ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন ৷

খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার প্রায় 45 বছর পরেও ব্রাজিলের জাতীয় ইতিহাসের কেন্দ্রবিন্দু ফুটবল সম্রাট পেলে ৷ 17 বছরের জিওভানা ​​সারমেন্তো নামে একটি মেয়ে পেলের নাম লেখা ব্রাজিলের জার্সি গায়ে ভিয়া বেলমিরোতে এসেছিলেন ৷ তিনি বলেন, ‘‘আমি স্যান্টোস ক্লাবের সমর্থক নই ৷ না আমার বাবা ৷ কিন্তু, এই লোকটা ব্রাজিলের জাতীয় দলকে এক অন্যমাত্রা দিয়েছিলেন ৷ উনি স্যান্টোসকে শক্তিশালী করে তুলেছিলেন ৷ আরও অনেক বড় করেছেন ক্লাবটিকে ৷ এই লোকটাকে কেন সম্মান জানাব না ! উনি সর্বকালের সেরাদের মধ্যে একজন ৷ আমাদের ওনাকে সম্মান জানাতেই হবে ৷’’

আরও পড়ুন: রোনাল্ডোকে আদর্শ করে টিটি বোর্ডে সাফল্যের স্বপ্ন দেখছেন মৌমা

ব্রাজিলকে বিশ্ব মঞ্চে তুলে ধরার পিছনে পেলের অবদান একবাক্যে স্বীকার করেন ব্রাজিলের বাচ্চা থেকে বুড়ো সকলে ৷ 35 বছরের কাইয়ো জালকে পেলেকে শ্রদ্ধা জানাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন ৷ তিনি বলেন, ‘‘পেলে ব্রাজিলিয়ানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ উনি ফুটবলকে ব্রাজিলিয়ানদের জীবন করে তুলেছেন ৷ আর ব্রাজিলিয়ানকে বিশ্বের কাছে তুলে ধরেছেন ৷’’ তাই পেলের নামাঙ্কিত জার্সি গায়ে লাইনে দাঁড়ানো তাঁদের কাছে কোনও সমস্যাই নয় ৷

Last Updated : Jan 3, 2023, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.