ETV Bharat / sports

EXCLUSIVE (Tokyo Olympics): মিক্সড ডাবলসে পদক জয়ের সম্ভাবনা দেখছেন শরথ কমল - টিটি খেলোয়াড় শরথ কমল সাক্ষাৎকার

ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কয়েকটি নতুন কৌশলের কথা ভাগ করে নিয়েছেন শরথ ৷

EXCLUSIVE
EXCLUSIVE
author img

By

Published : Jun 28, 2021, 10:53 PM IST

হায়দরাবাদ, 28 জুন : সোনিপতের জাতীয় ক্যাম্পে নিয়ম করে 12 অন্তত ঘণ্টার অনুশীলন ৷ টোকিয়োর উদ্দেশে রওনা দেওয়ার আগে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না দেশের সেরা টেবিল টেনিস খেলোয়াড় অচিন্ত্য শরথ কমল ৷ সেই 16 বছর বয়সে কেরিয়ার শুরুর সময় থেকেই অলিম্পিকস পদক জয়ের স্বপ্ন দেখতেন ৷ অলিম্পিকস পদক জয়ের স্বপ্নটা এখনও ফিকে হয়ে যায়নি 38-এর শরথ কমলের ৷ টোকিয়ো অলিম্পিকসের মেগা আসরে মিক্সড ডাবলসে পদক জয়ের লক্ষ্য নিয়ে নামবেন শরথ ৷ সঙ্গী হবেন দেশের টেবিল টেনিসের পোস্টার গার্ল মণিকা বাত্রা ৷

ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কয়েকটি নতুন কৌশলের কথা ভাগ করে নিয়েছেন শরথ ৷ টোকিয়োয় নিজের সেরাটা উজাড় করে দিতে সেই কৌশলগুলি কাজে লাগাবেন তিনি ৷ মণিকা বাত্রার সঙ্গে মিশ্র বিভাগে পদক জয়ের প্রস্তুতি কীভাবে নিচ্ছেন তা জানিয়েছেন তিনি ৷

প্রশ্ন : সোনিপতে জাতীয় ক্যাম্পে থেকে প্রস্তুতি কতটা সাহায্য করছে ?

শরথ : সোনিপতের জাতীয় ক্যাম্পের জৈব সুরক্ষা বলয়ে রয়েছি ৷ তাই করোনার এই কঠিন সময়েও সম্পূর্ণভাবে খেলায় মনোযোগ দিতে পারছি ৷ এখনও রোজ 12 ঘণ্টা অনুশীলনের পিছনে ব্যায় করি ৷ ফিটনেসের দিকে মনোযোগ দিই ৷

প্রশ্ন : মণিকা বাত্রার সঙ্গে অনুশীলন কেমন চলছে ? আপনারা কি খেলার কোনও বিশেষ দিকে ফোকাস করছেন ?

শরথ : জাতীয় ক্যাম্পে এখন মিক্সড ডাবলসের ট্রেনিং চলছে ৷ আমরা বেশি বেশি ম্যাচ খেলার, কৌশল তৈরি করা এবং ম্যাচ চলাকালীন একে অপরের সঙ্গে সমন্বয় রাখার দিকে বিশেষ মনোনিবেশ করছি ৷

প্রশ্ন : চোট পাওয়ার পর নিজের খেলায় ব্যাকহ্যান্ডের কৌশল নিয়ে এসেছিলেন ৷ অলিম্পিকসকে সামনে রেখে আপনার মাথায় কি অন্য কোনও কৌশল রয়েছে ?

শরথ : আরও নিখুঁত হতে চাইছি ৷ এছাড়া আমার খেলায় আরও কয়েকটি নতুন সার্ভ নিয়ে আসার চেষ্টা করছি ৷

প্রশ্ন : ভারতের বাইরে খেলার আপনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারেনি । অলিম্পিকসের প্রস্তুতিতে এটা কী বড় ধাক্কা ? বিদেশি খেলোয়াড়দের বিরুদ্ধে লড়াই দেওয়ার জন্য একটি জাতীয় ক্যাম্পে থেকে প্রস্তুতি কতটা সাহায্য করতে পারে ?

শরথ : সিঙ্গলসের প্রস্তুতির জন্য ইউরোপে প্রস্তুতি সারতে চেয়েছিলাম ৷ কিন্তু করোনা পরিস্থিতির জন্য তা সম্ভব হয়নি ৷ ভারত রেড জ়োনে পৌঁছে গিয়েছিল ৷ আমি ভিসা পেলাম না ৷ ফলে এখানে থেকে অনুশীলন চালিয়ে যেতে হয়েছে ৷ তবে জাতীয় ক্যাম্পে প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল ৷ সেটা ইউরোপ যেতে পারলেও হত ৷

প্রশ্ন : কিছু সময়ের জন্য ভারতীয় দলের হেড কোচ ছিল না ৷ আপনি টেবিল টেনিসে দীর্ঘদিন ধরে দেশকে প্রতিনিধিত্ব করছেন ৷ দলের জন্য কোনটা ভাল তা আপনি খুব ভাল বোঝেন ৷ আপনি কি মনে করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও গুরুত্ব সহকারে এগিয়ে যাওয়া উচিত ?

শরথ : হেড কোচের খুব প্রয়োজন ৷ যদি আমাদের কাছে কোচ থাকত তাহলে অনেক কিছুই ঠিক জায়গায় থাকত ৷ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রাক্তন কোচ ম্যাসিমো কোস্তানতিনি মাঝপথে ছেড়ে চলে গেলেন ৷ নতুন কোচ খোঁজার সময়ও পায়নি ৷ আশা করছি অলিম্পিকসের পর নতুন কোচ খুঁজে পাব ৷

প্রশ্ন : এবার অলিম্পিকসে দেশের সবচেয়ে বড় ভারতীয় টেবিল টেনিস দল যাচ্ছে ।

শরথ : রিও গেমসের জন্য কোয়ালিফাই করার পর থেকে ফেডারেশন আমাদের জন্য খুব ভাল কাজ করেছে ৷ টেবিল টেনিসের পরিকাঠামো এবং খেলোয়াড়দের উন্নতি সাধন হয়েছে ৷ যে কারণে অনেক খেলোয়াড় উঠে এসেছে ৷

প্রশ্ন : অলিম্পিকসে ভারতীয় অনুরাগীদের আপনার থেকে কী প্রত্যাশা থাকতে পারে ?

শরথ : অবশ্যই থাকবে ৷ মিক্সড ডাবলসে পদক জয়ের পূর্ণ সুযোগ রয়েছে ৷ আমরা শেষ ষোলোর রাউন্ড থেকে শুরু করব ৷ পদক জিততে তিনটে ম্যাচ ভালোভাবে খেলতে হবে ৷ কিন্তু এই রাউন্ডগুলো বেশ কঠিন ৷ এই ধরনের বড় মঞ্চে প্রত্যেকের উপর চাপ থাকে ৷ আমার মনে হয় চাপের মধ্যে আমি আর মণিকা ভাল খেলি ৷ এটাই আমাদের শক্তি ৷ দেশের হয়ে খেলা যখন শুরু করি তখন থেকেই অলিম্পিকসে পদক জয়ের স্বপ্ন দেখি ৷ আশা করছি এবার সেই স্বপ্ন পূরণ হবে ৷

সাক্ষাৎকারটি নিয়েছেন ইটিভি ভারতের প্রতিনিধি আয়ুষ্মান পাণ্ডে

হায়দরাবাদ, 28 জুন : সোনিপতের জাতীয় ক্যাম্পে নিয়ম করে 12 অন্তত ঘণ্টার অনুশীলন ৷ টোকিয়োর উদ্দেশে রওনা দেওয়ার আগে প্রস্তুতিতে খামতি রাখতে চাইছেন না দেশের সেরা টেবিল টেনিস খেলোয়াড় অচিন্ত্য শরথ কমল ৷ সেই 16 বছর বয়সে কেরিয়ার শুরুর সময় থেকেই অলিম্পিকস পদক জয়ের স্বপ্ন দেখতেন ৷ অলিম্পিকস পদক জয়ের স্বপ্নটা এখনও ফিকে হয়ে যায়নি 38-এর শরথ কমলের ৷ টোকিয়ো অলিম্পিকসের মেগা আসরে মিক্সড ডাবলসে পদক জয়ের লক্ষ্য নিয়ে নামবেন শরথ ৷ সঙ্গী হবেন দেশের টেবিল টেনিসের পোস্টার গার্ল মণিকা বাত্রা ৷

ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কয়েকটি নতুন কৌশলের কথা ভাগ করে নিয়েছেন শরথ ৷ টোকিয়োয় নিজের সেরাটা উজাড় করে দিতে সেই কৌশলগুলি কাজে লাগাবেন তিনি ৷ মণিকা বাত্রার সঙ্গে মিশ্র বিভাগে পদক জয়ের প্রস্তুতি কীভাবে নিচ্ছেন তা জানিয়েছেন তিনি ৷

প্রশ্ন : সোনিপতে জাতীয় ক্যাম্পে থেকে প্রস্তুতি কতটা সাহায্য করছে ?

শরথ : সোনিপতের জাতীয় ক্যাম্পের জৈব সুরক্ষা বলয়ে রয়েছি ৷ তাই করোনার এই কঠিন সময়েও সম্পূর্ণভাবে খেলায় মনোযোগ দিতে পারছি ৷ এখনও রোজ 12 ঘণ্টা অনুশীলনের পিছনে ব্যায় করি ৷ ফিটনেসের দিকে মনোযোগ দিই ৷

প্রশ্ন : মণিকা বাত্রার সঙ্গে অনুশীলন কেমন চলছে ? আপনারা কি খেলার কোনও বিশেষ দিকে ফোকাস করছেন ?

শরথ : জাতীয় ক্যাম্পে এখন মিক্সড ডাবলসের ট্রেনিং চলছে ৷ আমরা বেশি বেশি ম্যাচ খেলার, কৌশল তৈরি করা এবং ম্যাচ চলাকালীন একে অপরের সঙ্গে সমন্বয় রাখার দিকে বিশেষ মনোনিবেশ করছি ৷

প্রশ্ন : চোট পাওয়ার পর নিজের খেলায় ব্যাকহ্যান্ডের কৌশল নিয়ে এসেছিলেন ৷ অলিম্পিকসকে সামনে রেখে আপনার মাথায় কি অন্য কোনও কৌশল রয়েছে ?

শরথ : আরও নিখুঁত হতে চাইছি ৷ এছাড়া আমার খেলায় আরও কয়েকটি নতুন সার্ভ নিয়ে আসার চেষ্টা করছি ৷

প্রশ্ন : ভারতের বাইরে খেলার আপনার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারেনি । অলিম্পিকসের প্রস্তুতিতে এটা কী বড় ধাক্কা ? বিদেশি খেলোয়াড়দের বিরুদ্ধে লড়াই দেওয়ার জন্য একটি জাতীয় ক্যাম্পে থেকে প্রস্তুতি কতটা সাহায্য করতে পারে ?

শরথ : সিঙ্গলসের প্রস্তুতির জন্য ইউরোপে প্রস্তুতি সারতে চেয়েছিলাম ৷ কিন্তু করোনা পরিস্থিতির জন্য তা সম্ভব হয়নি ৷ ভারত রেড জ়োনে পৌঁছে গিয়েছিল ৷ আমি ভিসা পেলাম না ৷ ফলে এখানে থেকে অনুশীলন চালিয়ে যেতে হয়েছে ৷ তবে জাতীয় ক্যাম্পে প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা আগে থেকেই ছিল ৷ সেটা ইউরোপ যেতে পারলেও হত ৷

প্রশ্ন : কিছু সময়ের জন্য ভারতীয় দলের হেড কোচ ছিল না ৷ আপনি টেবিল টেনিসে দীর্ঘদিন ধরে দেশকে প্রতিনিধিত্ব করছেন ৷ দলের জন্য কোনটা ভাল তা আপনি খুব ভাল বোঝেন ৷ আপনি কি মনে করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও গুরুত্ব সহকারে এগিয়ে যাওয়া উচিত ?

শরথ : হেড কোচের খুব প্রয়োজন ৷ যদি আমাদের কাছে কোচ থাকত তাহলে অনেক কিছুই ঠিক জায়গায় থাকত ৷ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রাক্তন কোচ ম্যাসিমো কোস্তানতিনি মাঝপথে ছেড়ে চলে গেলেন ৷ নতুন কোচ খোঁজার সময়ও পায়নি ৷ আশা করছি অলিম্পিকসের পর নতুন কোচ খুঁজে পাব ৷

প্রশ্ন : এবার অলিম্পিকসে দেশের সবচেয়ে বড় ভারতীয় টেবিল টেনিস দল যাচ্ছে ।

শরথ : রিও গেমসের জন্য কোয়ালিফাই করার পর থেকে ফেডারেশন আমাদের জন্য খুব ভাল কাজ করেছে ৷ টেবিল টেনিসের পরিকাঠামো এবং খেলোয়াড়দের উন্নতি সাধন হয়েছে ৷ যে কারণে অনেক খেলোয়াড় উঠে এসেছে ৷

প্রশ্ন : অলিম্পিকসে ভারতীয় অনুরাগীদের আপনার থেকে কী প্রত্যাশা থাকতে পারে ?

শরথ : অবশ্যই থাকবে ৷ মিক্সড ডাবলসে পদক জয়ের পূর্ণ সুযোগ রয়েছে ৷ আমরা শেষ ষোলোর রাউন্ড থেকে শুরু করব ৷ পদক জিততে তিনটে ম্যাচ ভালোভাবে খেলতে হবে ৷ কিন্তু এই রাউন্ডগুলো বেশ কঠিন ৷ এই ধরনের বড় মঞ্চে প্রত্যেকের উপর চাপ থাকে ৷ আমার মনে হয় চাপের মধ্যে আমি আর মণিকা ভাল খেলি ৷ এটাই আমাদের শক্তি ৷ দেশের হয়ে খেলা যখন শুরু করি তখন থেকেই অলিম্পিকসে পদক জয়ের স্বপ্ন দেখি ৷ আশা করছি এবার সেই স্বপ্ন পূরণ হবে ৷

সাক্ষাৎকারটি নিয়েছেন ইটিভি ভারতের প্রতিনিধি আয়ুষ্মান পাণ্ডে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.