ETV Bharat / sports

Chibuzor Nwakanma Dies : ইস্টবেঙ্গল-মহামেডানের প্রাক্তনী চিমার সতীর্থ চিবুজোর প্রয়াত - Ex East Bengal Mohammedan Sporting footballer Chibuzor Nwakanma Dies

শুক্রবার সকালে নিজের দেশেই প্রয়াত হন কলকাতার তিন ক্লাবে খেলে যাওয়া প্রাক্তন নাইজেরিয়ান ফুটবলার (Ex East Bengal Mohammedan Sporting footballer Chibuzor Nwakanma Dies) ৷ কিংবদন্তি চিমা ওকেরি এবং এমেকার সঙ্গে চিবুজোরের জুটি বেশ জনপ্রিয় হয়েছিল ময়দানে ৷

Chibuzor Nwakanma
ইস্টবেঙ্গল-মহামেডানের প্রাক্তনী চিমার সতীর্থ চিবুজোর প্রয়াত
author img

By

Published : Apr 8, 2022, 5:03 PM IST

Updated : Apr 8, 2022, 5:08 PM IST

কলকাতা, 8 এপ্রিল : প্রয়াত ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানে একসময় দাপিয়ে খেলা চিবুজোর ৷ শুক্রবার সকালে নিজের দেশেই প্রয়াত হন কলকাতার তিন প্রধানে খেলে যাওয়া প্রাক্তন নাইজেরিয়ান ফুটবলার (Ex East Bengal Mohammedan Sporting footballer Chibuzor Nwakanma Dies) ৷ কিংবদন্তি চিমা ওকেরি এবং এমেকার সঙ্গে চিবুজোরের জুটি বেশ জনপ্রিয় হয়েছিল ময়দানে ৷ চিমার কাছের বন্ধুও ছিলেন তিনি ৷ শোনা যায় চিমার কারণেই কলকাতায় পা রেখেছিলেন চিবুজোর ৷ এমনকী এক দশকের বেশি সময় কলকাতায় কাটানোর পরেও যোগাযোগ রেখেছিলেন সমসাময়িক ফুটবলারদের সঙ্গে ৷ স্বভাবতই চিবুজোরের মৃত্যুতে শোকের ছায়া ময়দানে ৷

চিবুজোরের ধর্মের প্রতি অনুরক্ত হওয়া কলকাতাতেই ৷ ফুটবল থেকে সন্ন্যাসের পর গীর্জার ফাদার হয়ে যান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিংয়ে খেলা নাইজেরিয়ান ৷ আশির দশকের মাঝামাঝি ইস্টবেঙ্গল ফুটবলার হিসেবে কলকাতায় পা রেখেছিলেন চিবুজোর ৷ 1986-87 ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন তিনি ৷ ময়দানে সে সময় চিমা ওকোরির দাপট ৷ তার মধ্যেই মাঝারি উচ্চতার নাইজেরিয়ান স্ট্রাইকার চিবুজোর ক্ষিপ্র গতি এবং জোরালো শটে ভর করে ডিফেন্ডারদের ত্রাস হয়ে উঠেছিলেন ৷ সে সময় চিমা এবং চিবুজোরের দ্বৈরথও চর্চার বিষয় হয়ে উঠেছিল ৷ বড় ম্যাচে নিয়মিত গোল করা অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন তিনি।

আরও পড়ুন : শ্রীলঙ্কান প্রতিপক্ষ ব্লু স্টারকে হালকাভাবে নিতে নারাজ জুয়ান ফেরান্দো

1993 সবুজ-মেরুনের হয়ে খেললেও ময়দানি ফুটবলে চিবুজোরের বেশিরভাগটাই কেটেছে সাদা-কালো জার্সিতে। তাঁর গোল করার ক্ষমতা আরও ধারাল হয় প্রয়াত কিংবদন্তি অমল দত্তের কোচিংয়ে ৷ বাড়তি সময় অনুশীলন করিয়ে চিবুজোরকে কুশলী স্ট্রাইকারে পরিণত করেছিলেন 'ডায়মন্ড কোচ'। 1987-97 দীর্ঘ টালিগঞ্জে খেলেছিলেন। 1998 চার্চিলে খেলে অবসর নেন চিবুজোর। স্বাভাবিকভাবেই চিবুজারের মৃত্যুতে শোকের ছায়া ময়দানজুড়ে। ক্লাবের পতাকা অর্ধনমিত রেখেছে মহমেডান স্পোর্টিং।

কলকাতা, 8 এপ্রিল : প্রয়াত ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানে একসময় দাপিয়ে খেলা চিবুজোর ৷ শুক্রবার সকালে নিজের দেশেই প্রয়াত হন কলকাতার তিন প্রধানে খেলে যাওয়া প্রাক্তন নাইজেরিয়ান ফুটবলার (Ex East Bengal Mohammedan Sporting footballer Chibuzor Nwakanma Dies) ৷ কিংবদন্তি চিমা ওকেরি এবং এমেকার সঙ্গে চিবুজোরের জুটি বেশ জনপ্রিয় হয়েছিল ময়দানে ৷ চিমার কাছের বন্ধুও ছিলেন তিনি ৷ শোনা যায় চিমার কারণেই কলকাতায় পা রেখেছিলেন চিবুজোর ৷ এমনকী এক দশকের বেশি সময় কলকাতায় কাটানোর পরেও যোগাযোগ রেখেছিলেন সমসাময়িক ফুটবলারদের সঙ্গে ৷ স্বভাবতই চিবুজোরের মৃত্যুতে শোকের ছায়া ময়দানে ৷

চিবুজোরের ধর্মের প্রতি অনুরক্ত হওয়া কলকাতাতেই ৷ ফুটবল থেকে সন্ন্যাসের পর গীর্জার ফাদার হয়ে যান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিংয়ে খেলা নাইজেরিয়ান ৷ আশির দশকের মাঝামাঝি ইস্টবেঙ্গল ফুটবলার হিসেবে কলকাতায় পা রেখেছিলেন চিবুজোর ৷ 1986-87 ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন তিনি ৷ ময়দানে সে সময় চিমা ওকোরির দাপট ৷ তার মধ্যেই মাঝারি উচ্চতার নাইজেরিয়ান স্ট্রাইকার চিবুজোর ক্ষিপ্র গতি এবং জোরালো শটে ভর করে ডিফেন্ডারদের ত্রাস হয়ে উঠেছিলেন ৷ সে সময় চিমা এবং চিবুজোরের দ্বৈরথও চর্চার বিষয় হয়ে উঠেছিল ৷ বড় ম্যাচে নিয়মিত গোল করা অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন তিনি।

আরও পড়ুন : শ্রীলঙ্কান প্রতিপক্ষ ব্লু স্টারকে হালকাভাবে নিতে নারাজ জুয়ান ফেরান্দো

1993 সবুজ-মেরুনের হয়ে খেললেও ময়দানি ফুটবলে চিবুজোরের বেশিরভাগটাই কেটেছে সাদা-কালো জার্সিতে। তাঁর গোল করার ক্ষমতা আরও ধারাল হয় প্রয়াত কিংবদন্তি অমল দত্তের কোচিংয়ে ৷ বাড়তি সময় অনুশীলন করিয়ে চিবুজোরকে কুশলী স্ট্রাইকারে পরিণত করেছিলেন 'ডায়মন্ড কোচ'। 1987-97 দীর্ঘ টালিগঞ্জে খেলেছিলেন। 1998 চার্চিলে খেলে অবসর নেন চিবুজোর। স্বাভাবিকভাবেই চিবুজারের মৃত্যুতে শোকের ছায়া ময়দানজুড়ে। ক্লাবের পতাকা অর্ধনমিত রেখেছে মহমেডান স্পোর্টিং।

Last Updated : Apr 8, 2022, 5:08 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.