ETV Bharat / sports

Chibuzor Nwakanma Dies : ইস্টবেঙ্গল-মহামেডানের প্রাক্তনী চিমার সতীর্থ চিবুজোর প্রয়াত

শুক্রবার সকালে নিজের দেশেই প্রয়াত হন কলকাতার তিন ক্লাবে খেলে যাওয়া প্রাক্তন নাইজেরিয়ান ফুটবলার (Ex East Bengal Mohammedan Sporting footballer Chibuzor Nwakanma Dies) ৷ কিংবদন্তি চিমা ওকেরি এবং এমেকার সঙ্গে চিবুজোরের জুটি বেশ জনপ্রিয় হয়েছিল ময়দানে ৷

Chibuzor Nwakanma
ইস্টবেঙ্গল-মহামেডানের প্রাক্তনী চিমার সতীর্থ চিবুজোর প্রয়াত
author img

By

Published : Apr 8, 2022, 5:03 PM IST

Updated : Apr 8, 2022, 5:08 PM IST

কলকাতা, 8 এপ্রিল : প্রয়াত ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানে একসময় দাপিয়ে খেলা চিবুজোর ৷ শুক্রবার সকালে নিজের দেশেই প্রয়াত হন কলকাতার তিন প্রধানে খেলে যাওয়া প্রাক্তন নাইজেরিয়ান ফুটবলার (Ex East Bengal Mohammedan Sporting footballer Chibuzor Nwakanma Dies) ৷ কিংবদন্তি চিমা ওকেরি এবং এমেকার সঙ্গে চিবুজোরের জুটি বেশ জনপ্রিয় হয়েছিল ময়দানে ৷ চিমার কাছের বন্ধুও ছিলেন তিনি ৷ শোনা যায় চিমার কারণেই কলকাতায় পা রেখেছিলেন চিবুজোর ৷ এমনকী এক দশকের বেশি সময় কলকাতায় কাটানোর পরেও যোগাযোগ রেখেছিলেন সমসাময়িক ফুটবলারদের সঙ্গে ৷ স্বভাবতই চিবুজোরের মৃত্যুতে শোকের ছায়া ময়দানে ৷

চিবুজোরের ধর্মের প্রতি অনুরক্ত হওয়া কলকাতাতেই ৷ ফুটবল থেকে সন্ন্যাসের পর গীর্জার ফাদার হয়ে যান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিংয়ে খেলা নাইজেরিয়ান ৷ আশির দশকের মাঝামাঝি ইস্টবেঙ্গল ফুটবলার হিসেবে কলকাতায় পা রেখেছিলেন চিবুজোর ৷ 1986-87 ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন তিনি ৷ ময়দানে সে সময় চিমা ওকোরির দাপট ৷ তার মধ্যেই মাঝারি উচ্চতার নাইজেরিয়ান স্ট্রাইকার চিবুজোর ক্ষিপ্র গতি এবং জোরালো শটে ভর করে ডিফেন্ডারদের ত্রাস হয়ে উঠেছিলেন ৷ সে সময় চিমা এবং চিবুজোরের দ্বৈরথও চর্চার বিষয় হয়ে উঠেছিল ৷ বড় ম্যাচে নিয়মিত গোল করা অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন তিনি।

আরও পড়ুন : শ্রীলঙ্কান প্রতিপক্ষ ব্লু স্টারকে হালকাভাবে নিতে নারাজ জুয়ান ফেরান্দো

1993 সবুজ-মেরুনের হয়ে খেললেও ময়দানি ফুটবলে চিবুজোরের বেশিরভাগটাই কেটেছে সাদা-কালো জার্সিতে। তাঁর গোল করার ক্ষমতা আরও ধারাল হয় প্রয়াত কিংবদন্তি অমল দত্তের কোচিংয়ে ৷ বাড়তি সময় অনুশীলন করিয়ে চিবুজোরকে কুশলী স্ট্রাইকারে পরিণত করেছিলেন 'ডায়মন্ড কোচ'। 1987-97 দীর্ঘ টালিগঞ্জে খেলেছিলেন। 1998 চার্চিলে খেলে অবসর নেন চিবুজোর। স্বাভাবিকভাবেই চিবুজারের মৃত্যুতে শোকের ছায়া ময়দানজুড়ে। ক্লাবের পতাকা অর্ধনমিত রেখেছে মহমেডান স্পোর্টিং।

কলকাতা, 8 এপ্রিল : প্রয়াত ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানে একসময় দাপিয়ে খেলা চিবুজোর ৷ শুক্রবার সকালে নিজের দেশেই প্রয়াত হন কলকাতার তিন প্রধানে খেলে যাওয়া প্রাক্তন নাইজেরিয়ান ফুটবলার (Ex East Bengal Mohammedan Sporting footballer Chibuzor Nwakanma Dies) ৷ কিংবদন্তি চিমা ওকেরি এবং এমেকার সঙ্গে চিবুজোরের জুটি বেশ জনপ্রিয় হয়েছিল ময়দানে ৷ চিমার কাছের বন্ধুও ছিলেন তিনি ৷ শোনা যায় চিমার কারণেই কলকাতায় পা রেখেছিলেন চিবুজোর ৷ এমনকী এক দশকের বেশি সময় কলকাতায় কাটানোর পরেও যোগাযোগ রেখেছিলেন সমসাময়িক ফুটবলারদের সঙ্গে ৷ স্বভাবতই চিবুজোরের মৃত্যুতে শোকের ছায়া ময়দানে ৷

চিবুজোরের ধর্মের প্রতি অনুরক্ত হওয়া কলকাতাতেই ৷ ফুটবল থেকে সন্ন্যাসের পর গীর্জার ফাদার হয়ে যান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিংয়ে খেলা নাইজেরিয়ান ৷ আশির দশকের মাঝামাঝি ইস্টবেঙ্গল ফুটবলার হিসেবে কলকাতায় পা রেখেছিলেন চিবুজোর ৷ 1986-87 ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন তিনি ৷ ময়দানে সে সময় চিমা ওকোরির দাপট ৷ তার মধ্যেই মাঝারি উচ্চতার নাইজেরিয়ান স্ট্রাইকার চিবুজোর ক্ষিপ্র গতি এবং জোরালো শটে ভর করে ডিফেন্ডারদের ত্রাস হয়ে উঠেছিলেন ৷ সে সময় চিমা এবং চিবুজোরের দ্বৈরথও চর্চার বিষয় হয়ে উঠেছিল ৷ বড় ম্যাচে নিয়মিত গোল করা অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন তিনি।

আরও পড়ুন : শ্রীলঙ্কান প্রতিপক্ষ ব্লু স্টারকে হালকাভাবে নিতে নারাজ জুয়ান ফেরান্দো

1993 সবুজ-মেরুনের হয়ে খেললেও ময়দানি ফুটবলে চিবুজোরের বেশিরভাগটাই কেটেছে সাদা-কালো জার্সিতে। তাঁর গোল করার ক্ষমতা আরও ধারাল হয় প্রয়াত কিংবদন্তি অমল দত্তের কোচিংয়ে ৷ বাড়তি সময় অনুশীলন করিয়ে চিবুজোরকে কুশলী স্ট্রাইকারে পরিণত করেছিলেন 'ডায়মন্ড কোচ'। 1987-97 দীর্ঘ টালিগঞ্জে খেলেছিলেন। 1998 চার্চিলে খেলে অবসর নেন চিবুজোর। স্বাভাবিকভাবেই চিবুজারের মৃত্যুতে শোকের ছায়া ময়দানজুড়ে। ক্লাবের পতাকা অর্ধনমিত রেখেছে মহমেডান স্পোর্টিং।

Last Updated : Apr 8, 2022, 5:08 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.