কলকাতা, 30 জুন: এমিলিয়ানো মার্তিনেজের আগমন ঘিরে উন্মাদনা তৈরি হচ্ছে কলকাতায় ৷ বিশ্বকাপ জয়ের এক বছরের মধ্যে কলকাতায় আসছেন আর্জেন্তাইন গোলরক্ষক ৷ 4 জুলাই মঙ্গলবার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মোহবাগান ক্লাবে আসবেন ৷ সেখানে গ্যারি সোবার্স, পেলে ও মারাদোনার নামাঙ্কিত প্রবেশদ্বারের উদ্বোধন করবেন তিনি ৷ বিকেল সাড়ে 4টের সময় মোহনবাগান ক্লাবে পৌঁছবেন তিনি ৷ এরপর কলকাতা শহরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে ৷
বিকেল পাঁচটা থেকে এমিলিয়ানো মার্তিনেজের সম্মানে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছে ৷ যেখানে পুলিশ কমিশনার একাদশ বনাম মোহনবাগান প্রাক্তনী একাদশ পরস্পরের মুখোমুখি হবে ৷ ইতিমধ্যে, এই অনুষ্ঠানের পাস কীভাবে পাওয়া যাবে, তা নিয়ে সোশাল মিডিয়ায় খোঁজখবর শুরু হয়েছে ৷ আগামিকাল থেকে অর্থাৎ, শনিবার ও রবিবার সবুজ-মেরুন সমর্থকরা দু’টি করে টিকিট সংগ্রহ করতে পারবেন ৷ দুপুর 2 টো থেকে সন্ধ্যে সাড়ে 6টা পর্যন্ত টিকিট দেওয়া হবে ৷
বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের গোলরক্ষককে নিয়ে আসছে শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ নামের একটি সংস্থা ৷ তারা 4 জুলাই ‘তাহাদের কথা’ নামের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে মিলন মেলা প্রাঙ্গনে ৷ কলকাতা শহরে কিংবদন্তি ফুটবলারদের আসা নতুন নয় ৷ পেলে, মারাদোনা, মেসি, জিকো, ববি মুর, রুমেনিগে, গার্ড মুলার, অলিভার কান, রোমারিও, গুলিত এবং কাফুর মতো ফুটবলাররা এসেছেন কলকাতায় ৷ 1986 সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের সিংহভাগ ফুটবলার, তার 2 বছর আগে 1984 সালে নেহরু গোল্ডকাপে খেলে গিয়েছিলেন ৷
আরও পড়ুন: কেরলের মাঠে খেলবেন মেসিরা ! আগ্রহ প্রকাশ আর্জেন্তিনা দলের ম্যানেজারের
তবে, বিশ্বকাপ জয়ের একবছরের মধ্যে আর্জেন্তিনা দলের গোলরক্ষক আসছেন, তা নিয়ে উন্মাদনা রয়েছে ৷ ইতিমধ্যে, তাঁর অভ্যর্থনার জন্য বিশেষ ব্যবস্থা করেছে আয়োজকরা ৷ এমিলিয়ানো মার্তিনেজকে বাঙালি খানায় অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে ৷ যেহেতু আর্জেন্তিনার খাবারের সঙ্গে বাঙালির খাবারের মিল রয়েছে ৷ তাই আলু পোস্ত, ইলিশ মাছ, চিতল মাছের মুইঠ্যা, চিংড়ি মাছের পদ থাকছে ৷ এছাড়াও তরমুজ, ফেটা সিডের স্যালাড, মাংসের টার্ট, লিচুর পায়েস, আম সন্দেশ ও রসগোল্লা থাকছে মার্তিনেজের খাবারের তালিকায় ৷ আয়োজকরা জানিয়েছে, বাঙালিয়ানায় কলকাতায় বরণ করতে চান বিশ্বকাপ জয়ী গোলরক্ষককে ৷