ETV Bharat / sports

Emiliano Martinez: রূপোর তৈরি মোহনবাগান রত্ন স্মারক উপহার পাবেন মার্টিনেজ, জানালেন বাগান সচিব

আর কয়েক ঘণ্টা ৷ তারপরই অপেক্ষার অবসান ৷ শহর তিলোত্তমায় পা রাখতে চলেছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বাগান শিবিরের তরফে তাঁকে দেওয়া হচ্ছে বিশেষ সম্মান ৷ রূপো দিয়ে ঘেরা সোনার প্লেটে মোহনবাগান রত্ন স্মারক দেওয়া হবে তাঁকে ৷ নাম লেখা থাকবে 'ডিবু' ।

Emiliano Martinez
মোহনবাগান রত্ন স্মারক পাচ্ছেন মার্টিনেজ
author img

By

Published : Jul 2, 2023, 11:03 PM IST

Updated : Jul 3, 2023, 7:35 AM IST

মোহনবাগান রত্ন স্মারক পাচ্ছেন মার্টিনেজ

কলকাতা, 2 জুলাই: মোহনবাগান রত্ন নয়, তবে মোহনবাগান রত্ন স্মারক পাচ্ছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। রূপোর স্মারকে সোনার প্লেটে 'ডিবু' নাম লেখা থাকবে। একথা জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বিশ্ব ক্রীড়াসাংবাদিক দিবস উপলক্ষ্যে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে আয়োজিত অনুষ্ঠানের শেষে একথা জানান তিনি।

4 জুলাই মঙ্গলবার মোহনবাগান তাঁবুতে আসছেন বিশ্বজয়ী আর্জেন্তিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। স্বাভাবিকভাবে তাঁকে দেখার জন্য উন্মাদনা বাড়ছে। ইতিমধ্যে মোহনবাগান ক্লাবে মঙ্গলবারের অনুষ্ঠানের টিকিট নিঃশেষিত। বিশ্বকাপ জয়ের একবছরের মধ্যে কোনও ফুটবলারের আগমন এই প্রথম। সোমবার বিকেলে তিনি কলকাতায় পা দেবেন। ময়দানে মোহনবাগান ক্লাবে পা দেওয়ার পর শতবর্ষ প্রাচীন ক্লাব তাঁকে কীভাবে সংবর্ধনা জানাবেন তা নিয়ে আগ্রহ তুঙ্গে।

দেবাশিস দত্ত জানিয়েছেন, শুধু মোহনবাগান রত্নের স্মারক নয়, আরও অনেক কিছুই দেওয়ার হচ্ছে লিওনেল মেসির সতীর্থকে। তাঁকে দেওয়া হচ্ছে, 100 বছরের স্মারকও। পেলে-মারাদোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করবেন কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক। মোহনবাগান সচিবের দাবি মারাদোনার নামাঙ্কিত গেটের উদ্বোধন করা হবে আর্জেন্তিনার বর্তমান বিশ্বকাপ জয়ী দলের গোলরক্ষকের হাত দিয়ে ৷ এই পরিকল্পনা তাঁদের ছিল না। আর্জেন্তাইন গোলরক্ষকও তাঁকে এবং তার আর্জেন্তিনা ঘিরে উন্মাদনা দেখে বিস্মিত হবেন নিশ্চিতভাবে। একই ভাবে মারাদোনার নামাঙ্কিত প্রবেশদ্বার উদ্বোধনের স্মৃতিও সঙ্গে নিয়ে যাবেন।

দু'দিনের কলকাতা শহরে কর্মসূচি রয়েছে মার্টিনেজের। সবুজ-মেরুনে একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের। কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন করবেন মার্টিনেজ। পাশাপাশি একটি কলকাতা পুলিশ কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। পাশাপাশি আসবেন বাগান তাঁবুর অন্দরে ৷ কর্ম সমিতির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডিবু। উল্লেখ্য,সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দরে নামবেন মার্তিনেস। দুপুর সাড়ে ৪টে নাগাদ তাঁর বিমান কলকাতার মাটি ছোঁয়ার কথা রয়েছে। আর তারপর দিন সকাল থেকেই শুরু হয়ে যাবে ব্যস্ততা।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের ধাক্কায় লিগে পিছোচ্ছে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ

মোহনবাগান রত্ন স্মারক পাচ্ছেন মার্টিনেজ

কলকাতা, 2 জুলাই: মোহনবাগান রত্ন নয়, তবে মোহনবাগান রত্ন স্মারক পাচ্ছেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। রূপোর স্মারকে সোনার প্লেটে 'ডিবু' নাম লেখা থাকবে। একথা জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। বিশ্ব ক্রীড়াসাংবাদিক দিবস উপলক্ষ্যে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁবুতে আয়োজিত অনুষ্ঠানের শেষে একথা জানান তিনি।

4 জুলাই মঙ্গলবার মোহনবাগান তাঁবুতে আসছেন বিশ্বজয়ী আর্জেন্তিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। স্বাভাবিকভাবে তাঁকে দেখার জন্য উন্মাদনা বাড়ছে। ইতিমধ্যে মোহনবাগান ক্লাবে মঙ্গলবারের অনুষ্ঠানের টিকিট নিঃশেষিত। বিশ্বকাপ জয়ের একবছরের মধ্যে কোনও ফুটবলারের আগমন এই প্রথম। সোমবার বিকেলে তিনি কলকাতায় পা দেবেন। ময়দানে মোহনবাগান ক্লাবে পা দেওয়ার পর শতবর্ষ প্রাচীন ক্লাব তাঁকে কীভাবে সংবর্ধনা জানাবেন তা নিয়ে আগ্রহ তুঙ্গে।

দেবাশিস দত্ত জানিয়েছেন, শুধু মোহনবাগান রত্নের স্মারক নয়, আরও অনেক কিছুই দেওয়ার হচ্ছে লিওনেল মেসির সতীর্থকে। তাঁকে দেওয়া হচ্ছে, 100 বছরের স্মারকও। পেলে-মারাদোনা-সোবার্স নামাঙ্কিত মোহনবাগান গেটের উদ্বোধন করবেন কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক। মোহনবাগান সচিবের দাবি মারাদোনার নামাঙ্কিত গেটের উদ্বোধন করা হবে আর্জেন্তিনার বর্তমান বিশ্বকাপ জয়ী দলের গোলরক্ষকের হাত দিয়ে ৷ এই পরিকল্পনা তাঁদের ছিল না। আর্জেন্তাইন গোলরক্ষকও তাঁকে এবং তার আর্জেন্তিনা ঘিরে উন্মাদনা দেখে বিস্মিত হবেন নিশ্চিতভাবে। একই ভাবে মারাদোনার নামাঙ্কিত প্রবেশদ্বার উদ্বোধনের স্মৃতিও সঙ্গে নিয়ে যাবেন।

দু'দিনের কলকাতা শহরে কর্মসূচি রয়েছে মার্টিনেজের। সবুজ-মেরুনে একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের। কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপের উদ্বোধন করবেন মার্টিনেজ। পাশাপাশি একটি কলকাতা পুলিশ কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। পাশাপাশি আসবেন বাগান তাঁবুর অন্দরে ৷ কর্ম সমিতির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডিবু। উল্লেখ্য,সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দরে নামবেন মার্তিনেস। দুপুর সাড়ে ৪টে নাগাদ তাঁর বিমান কলকাতার মাটি ছোঁয়ার কথা রয়েছে। আর তারপর দিন সকাল থেকেই শুরু হয়ে যাবে ব্যস্ততা।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের ধাক্কায় লিগে পিছোচ্ছে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ

Last Updated : Jul 3, 2023, 7:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.