ETV Bharat / sports

Emiliano Martinez: মার্টিনেজের হাত ধরে মারাদোনা গেটের উদ্বোধন, ডিবুর প্রতীক্ষায় বাগান - মার্টিনেজ কলকাতায় আসছেন 4 জুলাই

এমিলিয়ানো মার্টিনেজ কলকাতায় আসছেন 4 জুলাই। সেদিনই মোহনবাগান তাঁবুতে পা রাখবেন লিওনেল মেসির প্রিয় সতীর্থ। উদ্বোধন করবেন মারাদোনা গেটের ৷

Emiliano Martinez
মোহনবাগানে মারাদোনা গেটের উদ্বোধন
author img

By

Published : May 23, 2023, 9:30 PM IST

কলকাতা, 23 মে: বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের গোলরক্ষক মার্টিনেজের হাত দিয়েই উদ্বোধন হবে মোহনবাগানের দিয়েগো মারাদোনা, পেলে, গ্যারি সোবার্সের নামাঙ্কিত প্রবেশদ্বার। আগামী 4 জুলাই শহরে আসছেন আর্জেন্তিনার বিশ্বজয়ী দলের দূর্গের শেষ প্রহরী। চুনী গোস্বামীর নামাঙ্কিত ক্লাবের মূল প্রবেশদ্বার চলতি বছরে বারপুজোর দিন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরের হাত দিয়ে উদ্বোধন হয়েছে। মূল প্রবেশদ্বারের পাশে এবার খেলোয়াড়দের প্রবেশদ্বারটি পেলে, গ্যারি সোবার্স, দিয়েগো মারাদোনার নামাঙ্কিত করে উদ্বোধন করা হবে।

4 জুলাই এই প্রবেশদ্বারের উদ্বোধন উপলক্ষ্যে ক্লাবে এখন তৎপরতা তুঙ্গে। মঙ্গলবার কার্যকরী কমিটির বৈঠকের শেষে সচিব দেবাশিস দত্ত জানান, কলকাতা সফরে আসছেন আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কলকাতা সফরের সময় মোহনবাগানেও আসবেন তিনি। তাঁর হাত দিয়েই মূল প্রবেশদ্বারের পাশে মারাদোনা, পেলে, গ্যারি সোবার্সের নামাঙ্কিত গেটের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ওইদিন মোহনবাগান একাদশ এবং পুলিশ কমিশনার একাদশ প্রদর্শনী ম্যাচ খেলবে। সেই ম্যাচটি দেখবেন মার্টিনেজ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন মার্টিনেজ।

মোহনবাগান একাদশের কোচ নির্বাচিত হয়েছেন দুই প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য এবং সত্যজিৎ চট্টোপাধ্যায়। পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সের ফুটবলার এই ম্যাচে খেলবেন। বিশ্বকাপ জয়ের পরে প্রথম কোনও ফুটবলার এই শহরে পা দিচ্ছেন। যা ফুটবল ভক্তদের বড় প্রাপ্তি। আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী দলের গোলরক্ষকের কলকাতা সফরের মধ্যেই ঘরোয়া মরশুমের ফুটবল নিয়েই তৎপরতা সবুজ-মেরুনে। ডুরান্ড কাপ, কলকাতা লিগ দরজায় কড়া নাড়ছে।

আরও পড়ুন: মোহনবাগানে মার্টিনেজ ! গঙ্গাপাড়ে আসছেন লিও'কে কাপ দেওয়া ডিবু

দুই মরশুম পরে কলকাতা লিগে ফিরতে চলেছে সবুজ-মেরুন। এই মরশুমে কলকাতার তিন প্রধান অংশ নিচ্ছে । ফলে পুরনো মেজাজে হতে চলেছে লিগ। মোহনবাগান সচিব জানিয়েছেন, ডেভলপমেন্ট লিগে যে দল খেলেছে সেই দলই লিগ এবং ডুরান্ডে খেলবে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এদিন ইস্টবেঙ্গলের ক্রাউড ফান্ডিং করে অর্থ সংগ্রহের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। খারাপ সময়ের মধ্যে দিয়ে চলা ইস্টবেঙ্গল যদি সদস্য সমর্থকদের থেকে সাহায্য নিয়ে থাকে তাহলে অন্যায় নয়। এই উদ্যোগে যদি বিরাট পরিমাণ অর্থ জোগাড় হয় তাহলে তা ভারতীয় ক্লাব ফুটবলে পাথ ফাইন্ডার হয়ে থাকবে।

কলকাতা, 23 মে: বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের গোলরক্ষক মার্টিনেজের হাত দিয়েই উদ্বোধন হবে মোহনবাগানের দিয়েগো মারাদোনা, পেলে, গ্যারি সোবার্সের নামাঙ্কিত প্রবেশদ্বার। আগামী 4 জুলাই শহরে আসছেন আর্জেন্তিনার বিশ্বজয়ী দলের দূর্গের শেষ প্রহরী। চুনী গোস্বামীর নামাঙ্কিত ক্লাবের মূল প্রবেশদ্বার চলতি বছরে বারপুজোর দিন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকরের হাত দিয়ে উদ্বোধন হয়েছে। মূল প্রবেশদ্বারের পাশে এবার খেলোয়াড়দের প্রবেশদ্বারটি পেলে, গ্যারি সোবার্স, দিয়েগো মারাদোনার নামাঙ্কিত করে উদ্বোধন করা হবে।

4 জুলাই এই প্রবেশদ্বারের উদ্বোধন উপলক্ষ্যে ক্লাবে এখন তৎপরতা তুঙ্গে। মঙ্গলবার কার্যকরী কমিটির বৈঠকের শেষে সচিব দেবাশিস দত্ত জানান, কলকাতা সফরে আসছেন আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কলকাতা সফরের সময় মোহনবাগানেও আসবেন তিনি। তাঁর হাত দিয়েই মূল প্রবেশদ্বারের পাশে মারাদোনা, পেলে, গ্যারি সোবার্সের নামাঙ্কিত গেটের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ওইদিন মোহনবাগান একাদশ এবং পুলিশ কমিশনার একাদশ প্রদর্শনী ম্যাচ খেলবে। সেই ম্যাচটি দেখবেন মার্টিনেজ। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন মার্টিনেজ।

মোহনবাগান একাদশের কোচ নির্বাচিত হয়েছেন দুই প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য এবং সত্যজিৎ চট্টোপাধ্যায়। পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সের ফুটবলার এই ম্যাচে খেলবেন। বিশ্বকাপ জয়ের পরে প্রথম কোনও ফুটবলার এই শহরে পা দিচ্ছেন। যা ফুটবল ভক্তদের বড় প্রাপ্তি। আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী দলের গোলরক্ষকের কলকাতা সফরের মধ্যেই ঘরোয়া মরশুমের ফুটবল নিয়েই তৎপরতা সবুজ-মেরুনে। ডুরান্ড কাপ, কলকাতা লিগ দরজায় কড়া নাড়ছে।

আরও পড়ুন: মোহনবাগানে মার্টিনেজ ! গঙ্গাপাড়ে আসছেন লিও'কে কাপ দেওয়া ডিবু

দুই মরশুম পরে কলকাতা লিগে ফিরতে চলেছে সবুজ-মেরুন। এই মরশুমে কলকাতার তিন প্রধান অংশ নিচ্ছে । ফলে পুরনো মেজাজে হতে চলেছে লিগ। মোহনবাগান সচিব জানিয়েছেন, ডেভলপমেন্ট লিগে যে দল খেলেছে সেই দলই লিগ এবং ডুরান্ডে খেলবে। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এদিন ইস্টবেঙ্গলের ক্রাউড ফান্ডিং করে অর্থ সংগ্রহের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। খারাপ সময়ের মধ্যে দিয়ে চলা ইস্টবেঙ্গল যদি সদস্য সমর্থকদের থেকে সাহায্য নিয়ে থাকে তাহলে অন্যায় নয়। এই উদ্যোগে যদি বিরাট পরিমাণ অর্থ জোগাড় হয় তাহলে তা ভারতীয় ক্লাব ফুটবলে পাথ ফাইন্ডার হয়ে থাকবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.