লন্ডন, 10 জুলাই: প্রতিযোগিতার তৃতীয় বাছাই হয়ে ফাইনালে প্রবেশ । উলটোদিকে ব়্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী । শনিবার অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে পরিষ্কার ফেভারিট হয়েই নেমেছিলেন তিউনিশিয়ার ওন্স জাবেউর । দাপটের সঙ্গে প্রথম সেট জিতেও নিয়েছিলেন । কিন্তু উপসংহারটা লেখা ছিল অন্যভাবে । এগিয়ে গিয়েও পারলেন না জাবেউর । দ্বিতীয় এবং তৃতীয় সেটে স্বপ্নের প্রত্যাবর্তন ঘটিয়ে শতবর্ষে উইম্বলডনের নতুন রানি এলেনা রিবাকিনা । গতবছর রোলা গারোঁর কোয়ার্টারে পৌঁছনো রাশিয়াজাত কাজাখস্তান তরুণীর এটাই প্রথম গ্র্যান্ড স্ল্যাম (Elena Rybakina beats Ons Jabeur to clinch her first grand slam at Wimbledon)।
দু'ঘণ্টার কিছু কম সময়ের লড়াইয়ে শেষ হাসি হাসা রিবাকিনার পক্ষে ম্যাচের ফল 3-6, 6-2, 6-2 । ম্যাচের ফল দেখেই পরিষ্কার যে প্রথম সেট সহজেই ঝুলিতে ভরে নিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের দিকে এক পা বাড়িয়ে দিয়েছিলেন জাবেউর । যা দেখে কেউই কল্পনা করতে পারেনি পরের দু'টি সেটে একপ্রকার উড়ে যাবেন তিউনিশিয়ান । বাস্তবে সেটাই করে দেখালেন প্রাক্তন পয়লা নম্বর সিমোনা হালেপকে হারিয়ে ফাইনালে প্রবেশ করা রিবাকিনা । প্রথম সেটে কোনও ব্রেক পয়েন্ট জোগাড় করতে না-পারলেও দ্বিতীয় এবং তৃতীয় সেটে চারবার প্রতিদ্বন্দ্বীর সার্ভিস ব্রেক করলেন তিনি ।
ফল যা হওয়ার তাই হল । 'তিউনিশিয়া বিপ্লব'-এর সাক্ষী হওয়া থেকে বঞ্চিত হল এসডব্লিউ 19 । 3-6 প্রথম সেট খোয়াতে হলেও 6-2 ব্যবধানে পরের দুটি সেট পকেটে পুরে এশিয়ার প্রথম প্লেয়ার হিসেবে অল ইংল্যান্ড ক্লাবে খেতাব জিতলেন রিবাকিনা । মাত্রারিতিক্ত আনফোর্সড এররই গ্র্যান্ড স্ল্যাম জয়ের পথে কাঁটা বিছিয়ে দিল জাবেউরের ।
-
Elena Rybakina rises to the occasion ✨
— Wimbledon (@Wimbledon) July 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
In its centenary year, Centre Court crowns a new Ladies’ Singles champion#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/Wabfr0GTdS
">Elena Rybakina rises to the occasion ✨
— Wimbledon (@Wimbledon) July 9, 2022
In its centenary year, Centre Court crowns a new Ladies’ Singles champion#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/Wabfr0GTdSElena Rybakina rises to the occasion ✨
— Wimbledon (@Wimbledon) July 9, 2022
In its centenary year, Centre Court crowns a new Ladies’ Singles champion#Wimbledon | #CentreCourt100 pic.twitter.com/Wabfr0GTdS
আরও পড়ুন: অষ্টমবার উইম্বলডন ফাইনালে পৌঁছে ফেডেরারকে টপকালেন জকোভিচ
ম্যাচ হেরে জাবেউর বলেন, "আমি সত্যিই হতাশ । কিন্তু কিছু করার নেই, এটাই টেনিস। এখানে একজনই বিজেতা হবেন ।" অন্যদিকে ঘাসের কোর্টের নতুন তারা রিবাকিনা প্রথম মেজর ট্রফি হাতে বলেন, "এমনটা স্বপ্নেও প্রত্যাশা করিনি কখনও ।" পাশাপাশি তাঁর কেরিয়ারে পৃষ্ঠপোষকতার কারণে কাজাখস্তান রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান রিবাকিনা ।