ETV Bharat / sports

East Bengal : চুক্তি-দলগঠন একসঙ্গে চলুক, কর্তাদের বার্তায় সিঁদুরে মেঘ লাল-হলুদে - কর্তাদের বার্তায় সিঁদুরে মেঘ লাল হলুদে

সাম্প্রতিক অতীতে বারবার ইনভেস্টরদের সঙ্গে বিবাদে জড়িয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। কোয়েস-এর পর শ্রী সিমেন্টের ক্ষেত্রেও দেখা গিয়েছে একই চিত্র। বিনিয়োগকারীদের সঙ্গে শেয়ার, চুক্তি সই কিংবা দলগঠন নিয়ে মতপার্থক্য চরমে, অতঃপর বিচ্ছেদ। এই মরশুমে বিনিয়োগ করছে ইমামি গ্রুপ। যদিও এখনও চুক্তি সই হয়নি। ফলত পুরনো শঙ্কায় লাল-হলুদ জনতা (EB supporters are again in doubt about good results in upcoming season) ৷

East Bengal
কর্তাদের বার্তায় সিঁদুরে মেঘ লাল-হলুদে
author img

By

Published : Jun 22, 2022, 11:10 PM IST

কলকাতা, 22 জুন : দলগঠন প্রক্রিয়া বন্ধ না-রেখেই সমান্তরালভাবে চুক্তি রূপায়নের কাজ চলুক ৷ কার্যকরী কমিটির বৈঠকের পরে ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদারের স্বাক্ষর সম্বলিত প্রেস বিজ্ঞপ্তিতে ফের সিঁদুরে মেঘ দেখছে লাল-হলুদ জনতা ৷ একই সুর শোনা গিয়েছিল গত বছর ৷ যার খেসারত দিতে হয়েছিল আইএসএলে ৷ স্বাভাবিকভাবেই সামনে আসতে শুরু করেছে পুরনো শঙ্কা (EB supporters are again in doubt about good results in upcoming season) ৷

সাম্প্রতিক অতীতে বারবার ইনভেস্টরদের সঙ্গে বিবাদে জড়িয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। কোয়েস-এর পর শ্রী সিমেন্টের ক্ষেত্রেও দেখা গিয়েছে একই চিত্র। বিনিয়োগকারীদের সঙ্গে শেয়ার, চুক্তি সই কিংবা দলগঠন নিয়ে মতপার্থক্য চরমে, অতঃপর বিচ্ছেদ। এই মরশুমে বিনিয়োগ করছে ইমামি গ্রুপ। যদিও এখনও চুক্তি সই হয়নি। তবে ইস্টবেঙ্গল এই বিষয়ে কিছুটা নরম। এক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থার কর্ণধারদের কোনও দোষ দেখছেন না ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবব্রত সরকার বলেন, "শ্রী সিমেন্ট কর্ণধার হরিমোহন বাঙ্গুর অত্যন্ত ভাল মানুষ। তবে কিছু লোককে তারা নিয়োগ করেছিল। তাদের জন্যই আমাদের সমস্যা হয়েছে।" ইমামি কর্তাদের নিয়েও প্রশংসা তাঁর গলায়। ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা বলেন, "ইমামির দুই কর্তা মনীশ গোয়েঙ্কা ও আদিত্য আগারওয়াল খুব ভাল মানুষ। ওদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। ফলে চুক্তির বিষয় কাজ এগনো যায়নি। আসলে ফুটবল নিয়ে বা দলগঠন নিয়ে তাদের খুব বেশি ধারণা নেই। তাই একটু সমস্যা হয়েছে। সময় বেশি লাগছে।"

তবে চুক্তি জট খুব দ্রুত কেটে যাবে বলে আশাবাদী ইস্টবেঙ্গল কর্তারা। দেবব্রত বলেন, "দুটো প্রতিষ্ঠান এক জায়গায় হতে গেলে সময় লাগে। ওরাও তো বিরাট বড় সংস্থা, আইন রয়েছে। হঠাৎ বললেই তো সবটা করে দেওয়া যায় না। এক মাস সময়টাও খুব বেশি নয়। সেই জন্যই আমরা বলেছি দল গঠনের কাজ চালিয়ে যেতে। এরপর আর সময় থাকবে না। আর তার পাশাপাশি চুক্তির ব্যাপারেও কথাবার্তা চলবে।"

দলগঠন করতে সমস্যা হওয়ায় সোমবারই আইএসএল না-খেলার পরামর্শ দিয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা। সোমবার সাত প্রাক্তন ফুটবলারের স্বাক্ষরিত একটি চিঠি ক্লাব সচিবকে দেওয়া হয়েছিল। দায়সারা ভাবে দলগঠন করে আইএসএল খেলার কোনও মানেই নেই। কলকাতা লিগ, শিল্ড, ডুরান্ড কাপের মতো টুর্নামেন্টগুলোতেই খেলুক ক্লাব, এমনটাই জানিয়েছিলেন প্রাক্তন ফুটবোলাররা।

আরও পড়ুন : চুক্তির খসড়া প্রাপ্তি নিয়ে ধোঁয়াশা, লগ্নিকারী সংস্থাকে দলগঠনে নজর দিতে বললেন ইস্টবেঙ্গল কর্তারা

প্রাক্তন ফুটবলারদের এই চিঠির পরিপেক্ষিতে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "প্রাক্তন ফুটবলাররা ক্লাবের জন্য একটা সময় ঘাম ঝরিয়েছেন। তাই তাদের উদ্বেগের কথা আমরা বুঝতে পারছি। তবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কয়েকটা দিন। এখন আমাদের কঠিন সময় চলছে। দ্রুত কঠিন সময় পেরিয়ে ক্লাব সুসময়ে ফিরবে।" সুসময়ের অপেক্ষার কথা বলে ইস্টবেঙ্গল যে এবারও মন্দের ভাল দল গড়ে মাঠে নামবে, তেমনই ইঙ্গিত ক্লাবের শীর্ষকর্তার কথায় ৷ একইসঙ্গে ক্লাবের অন্দরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া বাধলে ভাল হত, এমন মতও রয়েছে।

কলকাতা, 22 জুন : দলগঠন প্রক্রিয়া বন্ধ না-রেখেই সমান্তরালভাবে চুক্তি রূপায়নের কাজ চলুক ৷ কার্যকরী কমিটির বৈঠকের পরে ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদারের স্বাক্ষর সম্বলিত প্রেস বিজ্ঞপ্তিতে ফের সিঁদুরে মেঘ দেখছে লাল-হলুদ জনতা ৷ একই সুর শোনা গিয়েছিল গত বছর ৷ যার খেসারত দিতে হয়েছিল আইএসএলে ৷ স্বাভাবিকভাবেই সামনে আসতে শুরু করেছে পুরনো শঙ্কা (EB supporters are again in doubt about good results in upcoming season) ৷

সাম্প্রতিক অতীতে বারবার ইনভেস্টরদের সঙ্গে বিবাদে জড়িয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। কোয়েস-এর পর শ্রী সিমেন্টের ক্ষেত্রেও দেখা গিয়েছে একই চিত্র। বিনিয়োগকারীদের সঙ্গে শেয়ার, চুক্তি সই কিংবা দলগঠন নিয়ে মতপার্থক্য চরমে, অতঃপর বিচ্ছেদ। এই মরশুমে বিনিয়োগ করছে ইমামি গ্রুপ। যদিও এখনও চুক্তি সই হয়নি। তবে ইস্টবেঙ্গল এই বিষয়ে কিছুটা নরম। এক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থার কর্ণধারদের কোনও দোষ দেখছেন না ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবব্রত সরকার বলেন, "শ্রী সিমেন্ট কর্ণধার হরিমোহন বাঙ্গুর অত্যন্ত ভাল মানুষ। তবে কিছু লোককে তারা নিয়োগ করেছিল। তাদের জন্যই আমাদের সমস্যা হয়েছে।" ইমামি কর্তাদের নিয়েও প্রশংসা তাঁর গলায়। ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা বলেন, "ইমামির দুই কর্তা মনীশ গোয়েঙ্কা ও আদিত্য আগারওয়াল খুব ভাল মানুষ। ওদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। ফলে চুক্তির বিষয় কাজ এগনো যায়নি। আসলে ফুটবল নিয়ে বা দলগঠন নিয়ে তাদের খুব বেশি ধারণা নেই। তাই একটু সমস্যা হয়েছে। সময় বেশি লাগছে।"

তবে চুক্তি জট খুব দ্রুত কেটে যাবে বলে আশাবাদী ইস্টবেঙ্গল কর্তারা। দেবব্রত বলেন, "দুটো প্রতিষ্ঠান এক জায়গায় হতে গেলে সময় লাগে। ওরাও তো বিরাট বড় সংস্থা, আইন রয়েছে। হঠাৎ বললেই তো সবটা করে দেওয়া যায় না। এক মাস সময়টাও খুব বেশি নয়। সেই জন্যই আমরা বলেছি দল গঠনের কাজ চালিয়ে যেতে। এরপর আর সময় থাকবে না। আর তার পাশাপাশি চুক্তির ব্যাপারেও কথাবার্তা চলবে।"

দলগঠন করতে সমস্যা হওয়ায় সোমবারই আইএসএল না-খেলার পরামর্শ দিয়েছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা। সোমবার সাত প্রাক্তন ফুটবলারের স্বাক্ষরিত একটি চিঠি ক্লাব সচিবকে দেওয়া হয়েছিল। দায়সারা ভাবে দলগঠন করে আইএসএল খেলার কোনও মানেই নেই। কলকাতা লিগ, শিল্ড, ডুরান্ড কাপের মতো টুর্নামেন্টগুলোতেই খেলুক ক্লাব, এমনটাই জানিয়েছিলেন প্রাক্তন ফুটবোলাররা।

আরও পড়ুন : চুক্তির খসড়া প্রাপ্তি নিয়ে ধোঁয়াশা, লগ্নিকারী সংস্থাকে দলগঠনে নজর দিতে বললেন ইস্টবেঙ্গল কর্তারা

প্রাক্তন ফুটবলারদের এই চিঠির পরিপেক্ষিতে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "প্রাক্তন ফুটবলাররা ক্লাবের জন্য একটা সময় ঘাম ঝরিয়েছেন। তাই তাদের উদ্বেগের কথা আমরা বুঝতে পারছি। তবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কয়েকটা দিন। এখন আমাদের কঠিন সময় চলছে। দ্রুত কঠিন সময় পেরিয়ে ক্লাব সুসময়ে ফিরবে।" সুসময়ের অপেক্ষার কথা বলে ইস্টবেঙ্গল যে এবারও মন্দের ভাল দল গড়ে মাঠে নামবে, তেমনই ইঙ্গিত ক্লাবের শীর্ষকর্তার কথায় ৷ একইসঙ্গে ক্লাবের অন্দরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া বাধলে ভাল হত, এমন মতও রয়েছে।

For All Latest Updates

TAGGED:

East Bengal
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.