ETV Bharat / sports

EB Coach Stephen Constantine: 'আমি হারতে আসিনি', অনুশীলন শুরুর দিনেই হুঙ্কার কনস্ট্যান্টাইনের

'আমি এখানে হারতে আসিনি।' লাল-হলুদের দায়িত্ব নিয়েই প্রত্যয়ের সুর স্টিফেন কনস্ট্যানটাইনের গলায়। বৃহস্পতিবার সকালেই কোচ 'স্যর' পা দিয়েছেন কলকাতায়। দুপুরে চলে এলেন ক্লাবে। দল নিয়ে মাঠে নেমেও পড়লেন ইমামি ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (EB Startes Practice Session Under New Coach Stephen Constantine)।

EB Coach Stephen Constantine
লাল-হলুদের দায়িত্ব নিয়েই প্রত্যয়ের সুর স্টিফেন কনস্ট্যানটাইনের গলায়
author img

By

Published : Aug 4, 2022, 9:11 PM IST

কলকাতা, 4 অগস্ট: আজই এলেন কলকাতায় ৷ এসেই লেট নয় ৷ একেবারে সোজা মাঠে নামলেন দল নিয়ে ৷ ফুটবলারদের দ্রুত ম্যাচ ফিট করে তোলাই লক্ষ্য হবে ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (EB Startes Practice Session Under New Coach Stephen Constantine)। দীর্ঘ বিমান যাত্রার শারীরিক ক্লান্তি থাকলেও চোখে মুখে ছাপ দেখা গেল না তাঁর ।

রীতিমতো হুঙ্কারের সুরে লাল-হলুদের বর্তমান কোচ বলেন, "আমি হারতে আসিনি। এর আগে ভারতীয় দলের কোচিং করিয়েছি। এখানে নতুন প্রতিভা তুলে আনার কাজও করব। কোচ হিসেবে অ্যাকাডেমি ও রিজার্ভ টিম থেকে ফুটবলার তুলে আনার দায়িত্ব আমার।"

আরও পড়ুন: 'সভ্য-সমর্থকদের অন্ধকারে রেখে ওদের ক্লাব হস্তান্তর হয়েছে', চুক্তি সেরে বাগানকে ঠুকলেন লাল-হলুদের নীতু

চুক্তি সই, দল গঠন, তাঁর দায়িত্ব নেওয়া এই সমস্ত কিছুর মাঝে পেরিয়ে গিয়েছে বেশ কয়েকমাস। অনেকদিন আগেই খুলে গিয়েছে ট্রান্সফার উইন্ডো। তবুও চুক্তি জটে আটকে থাকা লাল-হলুদ কোনও ফুটবলারকে সই করাতে পারেনি। স্বদেশি থেকে শুরু করে ভালোমানের বিদেশি ফুটবলার সই করিয়ে নিয়েছে আইএসএল-এর অন্য দলগুলি। তবুও এই স্বল্প সময়ের মধ্যে ইমামি ইস্টবেঙ্গল যে দল গড়ছে তাতে লড়াই করার মশলা রয়েছে বলে মনে করেন কোচ স্টিফেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "সাফল্য পেতে হলে আগে অনেক কাজ করতে হয়। তবেই সাফল্য আসে। আমাদের অনেক কাজ করা বাকি রয়েছে।" তিনি দলের বাস্তব পরিস্থিতি স্বীকার করেছেন। এই মরশুমে যে লাল-হলুদ আইএসএল জিতছেই এমনটা ধরে নেওয়ার কোনও কারণ দেখছেন না তিনি ৷ কোচ স্টিফেন আরও বলেন, "আমাদের দৃষ্টিভঙ্গী বদল করতে হবে। অন্যান্য দলগুলি ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে। আমাদের হাতে খুব বেশি বিকল্প ফুটবলার নেই। তবে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব। আমি বলছি না, আমরা এই বছরেই আইএসএল জিতে যাব। কিন্তু প্রতিপক্ষ আমাদের সঙ্গে খেলতে ভয় পাবে এমন দল গড়ব।"

অনুশীলন শুরুর দিনেই হুঙ্কারের সুরে লাল-হলুদের কোচ কনস্ট্যান্টাইন

আরও পড়ুন: সঞ্জীব ভাইয়ার সঙ্গে কথা বলেই এসেছি, লাল-হলুদের সঙ্গে গাঁটছড়া প্রসঙ্গে জানালেন আদিত্য আগরওয়াল

এদিন স্টিফেনের প্রথম দিনের অনুশীলন দেখতে প্রচুর সমর্থক মাঠে ভিড় জমিয়েছিলেন। ছিলেন প্রাক্তন ফুটবলার ও কর্মকর্তারাও। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলেন স্টিফেন। তারপর নেমে পড়েন অনুশীলনে। ফ্যানদের মাঠে ফিরতে দেখে স্বভাবতই বেশ খুশি লাল-হলুদ কোচ। তিনি বলেন, "কোভিডের পর ফ্যানরা মাঠে ফিরছে এটা দেখতে দারুণ লাগছে।"

কলকাতা, 4 অগস্ট: আজই এলেন কলকাতায় ৷ এসেই লেট নয় ৷ একেবারে সোজা মাঠে নামলেন দল নিয়ে ৷ ফুটবলারদের দ্রুত ম্যাচ ফিট করে তোলাই লক্ষ্য হবে ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (EB Startes Practice Session Under New Coach Stephen Constantine)। দীর্ঘ বিমান যাত্রার শারীরিক ক্লান্তি থাকলেও চোখে মুখে ছাপ দেখা গেল না তাঁর ।

রীতিমতো হুঙ্কারের সুরে লাল-হলুদের বর্তমান কোচ বলেন, "আমি হারতে আসিনি। এর আগে ভারতীয় দলের কোচিং করিয়েছি। এখানে নতুন প্রতিভা তুলে আনার কাজও করব। কোচ হিসেবে অ্যাকাডেমি ও রিজার্ভ টিম থেকে ফুটবলার তুলে আনার দায়িত্ব আমার।"

আরও পড়ুন: 'সভ্য-সমর্থকদের অন্ধকারে রেখে ওদের ক্লাব হস্তান্তর হয়েছে', চুক্তি সেরে বাগানকে ঠুকলেন লাল-হলুদের নীতু

চুক্তি সই, দল গঠন, তাঁর দায়িত্ব নেওয়া এই সমস্ত কিছুর মাঝে পেরিয়ে গিয়েছে বেশ কয়েকমাস। অনেকদিন আগেই খুলে গিয়েছে ট্রান্সফার উইন্ডো। তবুও চুক্তি জটে আটকে থাকা লাল-হলুদ কোনও ফুটবলারকে সই করাতে পারেনি। স্বদেশি থেকে শুরু করে ভালোমানের বিদেশি ফুটবলার সই করিয়ে নিয়েছে আইএসএল-এর অন্য দলগুলি। তবুও এই স্বল্প সময়ের মধ্যে ইমামি ইস্টবেঙ্গল যে দল গড়ছে তাতে লড়াই করার মশলা রয়েছে বলে মনে করেন কোচ স্টিফেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "সাফল্য পেতে হলে আগে অনেক কাজ করতে হয়। তবেই সাফল্য আসে। আমাদের অনেক কাজ করা বাকি রয়েছে।" তিনি দলের বাস্তব পরিস্থিতি স্বীকার করেছেন। এই মরশুমে যে লাল-হলুদ আইএসএল জিতছেই এমনটা ধরে নেওয়ার কোনও কারণ দেখছেন না তিনি ৷ কোচ স্টিফেন আরও বলেন, "আমাদের দৃষ্টিভঙ্গী বদল করতে হবে। অন্যান্য দলগুলি ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে। আমাদের হাতে খুব বেশি বিকল্প ফুটবলার নেই। তবে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব। আমি বলছি না, আমরা এই বছরেই আইএসএল জিতে যাব। কিন্তু প্রতিপক্ষ আমাদের সঙ্গে খেলতে ভয় পাবে এমন দল গড়ব।"

অনুশীলন শুরুর দিনেই হুঙ্কারের সুরে লাল-হলুদের কোচ কনস্ট্যান্টাইন

আরও পড়ুন: সঞ্জীব ভাইয়ার সঙ্গে কথা বলেই এসেছি, লাল-হলুদের সঙ্গে গাঁটছড়া প্রসঙ্গে জানালেন আদিত্য আগরওয়াল

এদিন স্টিফেনের প্রথম দিনের অনুশীলন দেখতে প্রচুর সমর্থক মাঠে ভিড় জমিয়েছিলেন। ছিলেন প্রাক্তন ফুটবলার ও কর্মকর্তারাও। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলেন স্টিফেন। তারপর নেমে পড়েন অনুশীলনে। ফ্যানদের মাঠে ফিরতে দেখে স্বভাবতই বেশ খুশি লাল-হলুদ কোচ। তিনি বলেন, "কোভিডের পর ফ্যানরা মাঠে ফিরছে এটা দেখতে দারুণ লাগছে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.