ETV Bharat / sports

EB Coach Stephen Constantine: মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বহীন ম্যাচে পরীক্ষা চলবে স্টিফেনের - Stephen Constantine

মুম্বই সিটি এফসি-র মত শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হলেও পরীক্ষা নিরীক্ষার পথ থেকে সরছেন না স্টিফেন কনস্ট্যানটাইন (EB Coach Stephen Constantine) ৷ মাঠে নামবে দল সম্মান রক্ষার্থে ৷ আসলে অন্দরে চলবে আইএসএলে মাঠে নামার অনুশীলন ৷ শুক্রবার এমনটাই জানালেন লাল-হলুদের কোচ ৷

EB Coach Stephen Constantine
মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বহীন ম্যাচে পরীক্ষা চলবে স্টিফেনের
author img

By

Published : Sep 2, 2022, 10:55 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: আপাতত ডুরান্ড কাপে অভিযান শেষ! দুই পয়েন্ট ঝুলিতে নিয়ে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা শেষ হতেই লাল হলুদ কোচ দলকে তৈরির দিকে মন দিয়েছেন। কারণ সামনেই যে আইএসএল (EB Coach Stephen Constantine on ISL) ৷

শনিবার সকাল সাড়ে দশটায় ইমামি ইস্টবেঙ্গলের ছয় নম্বর বিদেশি জর্ডন ডোহার্টি শহরে পা রাখছেন। 7 অক্টোবর আইএসএলে (ISL) বল গড়ানো শুরু। প্রথম দিনেই নামছে লাল হলুদ (East Bengal)। 35 দিন আগে পুরো দল হাতে পাচ্ছেন কোচ স্টিফেন। তিনি শুক্রবার জানান, দেখুন আমরা মাত্র আড়াই সপ্তাহ অনুশীলন করছি। কয়েকজন ফুটবলার তাঁর থেকেও কম দিন প্র্যাকটিস করেছেন। পুরো দলটাই গড়ে ওঠার পর্বের মধ্যে চলেছে। আশা করব আইএসএলের আগে দল তৈরি হয়ে যাবে ৷

আরও পড়ুন: লাল-হলুদে এসে রাজনৈতিক মতাদর্শমুক্ত ফেডারেশন গড়ার ডাক বাইচুং'য়ের

প্রথম একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত শুক্রবার অনুশীলনের পরে ক্লাব ছাড়ার আগে জানিয়ে দিলেন তিনি। বলেন, "অনিকেত যাদব, সুমিত পাসিরাও কয়েকটি ম্যাচে একাধিক জায়গায় খেলেছেন। প্রত্যেককেই একাধিক জায়গায় খেলানো হয়েছে। এইভাবেই সবাইকে তৈরি করা হচ্ছে।" তিন ফুটবলার ইতিমধ্যেই চোটের কবলে। তাঁদের মাঠে ফিরতে আরও পাঁচ থেকে ছয় দিন দরকার বলে জানানো হয়েছে ক্লাবের তরফে।

তাই ডুরান্ড কাপের গুরুত্বহীন গ্রুপ লিগের ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী হলেও পরীক্ষার রাস্তায় হাঁটার কথা জানিয়ে দিলেন লাল-হলুদ কোচ। প্রসঙ্গত, 7 পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি পরের পর্বে যাওয়া নিশ্চিত করেছে। তাই গুরুত্বহীন ম্যাচে সম্মান রক্ষার লড়াই হলেও পরীক্ষার পথ থেকে সরছেন না স্টিফেন কনস্ট্যানটাইন এবং তাঁর দল।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবেই, সমর্থকদের ধৈর্য ধরার পরামর্শ বাইচুংয়ের

কলকাতা, 2 সেপ্টেম্বর: আপাতত ডুরান্ড কাপে অভিযান শেষ! দুই পয়েন্ট ঝুলিতে নিয়ে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা শেষ হতেই লাল হলুদ কোচ দলকে তৈরির দিকে মন দিয়েছেন। কারণ সামনেই যে আইএসএল (EB Coach Stephen Constantine on ISL) ৷

শনিবার সকাল সাড়ে দশটায় ইমামি ইস্টবেঙ্গলের ছয় নম্বর বিদেশি জর্ডন ডোহার্টি শহরে পা রাখছেন। 7 অক্টোবর আইএসএলে (ISL) বল গড়ানো শুরু। প্রথম দিনেই নামছে লাল হলুদ (East Bengal)। 35 দিন আগে পুরো দল হাতে পাচ্ছেন কোচ স্টিফেন। তিনি শুক্রবার জানান, দেখুন আমরা মাত্র আড়াই সপ্তাহ অনুশীলন করছি। কয়েকজন ফুটবলার তাঁর থেকেও কম দিন প্র্যাকটিস করেছেন। পুরো দলটাই গড়ে ওঠার পর্বের মধ্যে চলেছে। আশা করব আইএসএলের আগে দল তৈরি হয়ে যাবে ৷

আরও পড়ুন: লাল-হলুদে এসে রাজনৈতিক মতাদর্শমুক্ত ফেডারেশন গড়ার ডাক বাইচুং'য়ের

প্রথম একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত শুক্রবার অনুশীলনের পরে ক্লাব ছাড়ার আগে জানিয়ে দিলেন তিনি। বলেন, "অনিকেত যাদব, সুমিত পাসিরাও কয়েকটি ম্যাচে একাধিক জায়গায় খেলেছেন। প্রত্যেককেই একাধিক জায়গায় খেলানো হয়েছে। এইভাবেই সবাইকে তৈরি করা হচ্ছে।" তিন ফুটবলার ইতিমধ্যেই চোটের কবলে। তাঁদের মাঠে ফিরতে আরও পাঁচ থেকে ছয় দিন দরকার বলে জানানো হয়েছে ক্লাবের তরফে।

তাই ডুরান্ড কাপের গুরুত্বহীন গ্রুপ লিগের ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী হলেও পরীক্ষার রাস্তায় হাঁটার কথা জানিয়ে দিলেন লাল-হলুদ কোচ। প্রসঙ্গত, 7 পয়েন্ট নিয়ে মুম্বই সিটি এফসি পরের পর্বে যাওয়া নিশ্চিত করেছে। তাই গুরুত্বহীন ম্যাচে সম্মান রক্ষার লড়াই হলেও পরীক্ষার পথ থেকে সরছেন না স্টিফেন কনস্ট্যানটাইন এবং তাঁর দল।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াবেই, সমর্থকদের ধৈর্য ধরার পরামর্শ বাইচুংয়ের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.