কলকাতা, 6 অগস্ট: শেষ মুহূর্তের ছোট ভুলে নিশ্চিত জয় হাতছাড়া করার রোগ নয়া মরশুমেও বর্তমান ইস্টবেঙ্গলে। 2-0 অবস্থা থেকে 2-2 গোলে জয় হাতছাড়া হওয়ার ধাক্কা ডার্বির আগে কার্লস কুয়াদ্রাত কীভাবে সামলান সেটাই দেখার। অথচ এমনটা যে হতে পারে, তা বোধহয় রবিবাসরীয় সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে আশা করতে পারেননি কোচ ৷
প্রথমবার ডাগআউটে কার্লস কুয়াদ্রাত বসেছিলেন। তাঁর পরিকল্পনায় যে ডার্বির অংক রয়েছে তা দল সাজানো থেকে ফুটবলার পরিবর্তনে ধরা পড়েছে। কিন্তু অনেক সময় পরিবর্তন বিপদ ডেকে নিয়ে আসে। এদিন হলও ঠিক তাই ৷ প্রথম একাদশে সাউল ক্রেসপো এবং সিভেরিওকে তোরোকে দেখে নিতে চেয়েছিলেন। হরমনজোৎ সিং খাবরা, নিশুকুমার, মন্দার দেশাই, নন্দকুমারদের প্রথম একাদশে রেখে ডার্বি-সহ পুরো টুর্নামেন্টের জন্যই দলকে দেখে নিতে চেয়েছেন। পরিকল্পনায় ভুল ছিল না। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে পাঁচ গোলে পরাজিত বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের শুরুটা যথেষ্ট আশাপ্রদ।
আরও পড়ুন: ফের গোল পেলেন সবুজ-মেরুনের নয়া গোলমেশিন, ইউনাইটেড স্পোর্টসকে হারাল বাগান
মাঝমাঠে ক্রেসপো, গুইতে, খাবরারা তখন দাপিয়ে বেড়াচ্ছিলেন। একের পর এক লাল-হলুদ আক্রমণে বাংলাদেশ আর্মি দল তখন ব্যাকফুটে। ছয় মিনিটে সিভেরিয়োর গোল হ্যান্ডবলের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল গোল পেল 33 মিনিটে। নিশুকুমারকে বক্সের মধ্যে টেনে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। গোল করতে ভুল করেননি ক্রেসপো। বিরতির আগে ফের গোল ইস্টবেঙ্গলের। এবার গোলদাতা সিভেরিও। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যেতে দেখে সমর্থকরা আরও গোলের অপেক্ষায়।
-
Full-time#EmamiEastBengal #DurandCup #EEBFCBAFT pic.twitter.com/4ZBJOifGQB
— East Bengal FC (@eastbengal_fc) August 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Full-time#EmamiEastBengal #DurandCup #EEBFCBAFT pic.twitter.com/4ZBJOifGQB
— East Bengal FC (@eastbengal_fc) August 6, 2023Full-time#EmamiEastBengal #DurandCup #EEBFCBAFT pic.twitter.com/4ZBJOifGQB
— East Bengal FC (@eastbengal_fc) August 6, 2023
কিন্তু খেলা যত গড়ায় ততই লাল-হলুদ ফুটবলাররা বৃষ্টিভেজা মাঠে স্লথ হয়ে পড়েন। তারই সুযোগ নেয় বাংলাদেশের সেনা দল। 88 মিনিটে মহম্মদ শাহরিয়ার ইমন 2-1 করেন। শেষ মিনিটে খাবরার ভুল পাস কাজে লাগিয়ে সমতায় ফেরে বাংলাদেশ। এবার গোলদাতা মিরাজ প্রধান। ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত ম্যাচ শেষে জানান, ছোট ভুলে বড় ধাক্কা খেতে হল দলকে ৷ পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে ডার্বি নিয়ে দুশ্চিন্তা করছেন না।
আরও পড়ুন: ডুরান্ড কাপেও কোচ বাস্তব, জুনিয়র-সিনিয়র মিলিয়ে দল সাজাচ্ছে মোহনবাগান