ETV Bharat / sports

East Bengal: আরও একবছর লাল-হলুদে ক্লেইটন, দোলাচলে স্টিফেনের ভাগ্য - ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা

আগামী মরশুমের জন্য দল গোছাতে শুরু করে দিল ইস্টবেঙ্গল । কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের ভাগ্য নিশ্চিত না-হলেও চুক্তি বাড়ল ক্লেইটন সিলভা, মহেশ নওরেম সিং, লালচুননুঙ্গার (East Bengal start assembling their team for next season) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 2, 2023, 10:20 PM IST

কলকাতা, 2 মার্চ: নতুন মরশুমে লাল-হলুদ জার্সিতেই থাকছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা । বৃহস্পতিবার সরকারিভাবে তাঁকে আরও এক মরশুম দলে রাখার কথা ঘোষণা করা হয়েছে । সদ্য শেষ হয়েছে আইএসএল-এর গ্রুপ পর্বের খেলা । প্লে-অফ পর্ব শুক্রবার থেকে শুরু হবে । আইএসএলে দশ নম্বরে শেষ করা ইস্টবেঙ্গলে কয়েকদিন ছুটির মেজাজ (East Bengal start assembling their team for next season) ।

সামনে রয়েছে সুপার কাপ । সাফল্যের সুযোগ রয়েছে । সেই লক্ষ্যেই চলতি মাসের 18 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হবে । এপ্রিল মাসে সুপার কাপের প্রস্তুতির পাশাপাশি ইস্টবেঙ্গলে এখন নতুন মরশুমের দল গোছানোর কাজ শুরু হয়েছে । ক্লেইটন সিলভাকে আরও এক মরশুমের জন্য দলে নেওয়া সেই দল গোছানোরই ইঙ্গিত । ব্রাজিলিয়ান স্ট্রাইকারই প্রথম বিদেশি, যাকে নতুন মরশুমের জন্য সই করাল পদ্মপাড়ের ক্লাব (East Bengal extended the contract of Brazilian striker Cleiton Silva) ।

আইএসএলে 20 ম্যাচে 12টি গোল রয়েছে ক্লেইটনের । নিজেও আরও একটি মরশুমের জন্য লাল-হলুদ জার্সি পড়ার সুযোগ পেয়ে খুশি । ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএলে খেলেছিলেন । সেখানেও তাঁর স্কোরিং বুট সচল ছিল । তাইল্যান্ডের বেকতেরো সাসানোর হয়েও সেই দেশের লিগে খেলেছেন । ক্লেইটনকে নতুন মরশুমের জন্য সই করানোর আগে ভারতীয় ডিফেন্ডার লালচুননুঙ্গাকে 3 বছরের জন্য নেওয়ার কথা আগেই জানানো হয়েছিল । পাশাপাশি মহেশ নওরেম সিংয়ের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে বলে ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে ।

East Bengal
আরও একবছর লাল-হলুদে ক্লেইটন

এরমধ্যেই দলগঠনের প্রক্রিয়ার মধ্যে কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে জল্পনা তুঙ্গে । ইতিমধ্যে ফুটবলার এবং কোচ দেশে ফিরে গিয়েছেন । বর্তমান ব্রিটিশ কোচের অধীনে সুপার কাপে ভালো ফল করা সম্ভব নয় বলে সদস্য-সমর্থকরা সরব হয়েছেন । যদিও আইএসএলের খারাপ ফলের ময়নাতদন্ত করতে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের বোর্ড এখনও আলোচনায় বসেনি । কারণ বোর্ড সদস্যরা সকলেই দেশের বাইরে । তাই দল নিয়ে যে একটা সমস্যা রয়েছে তা সকলে মানলেও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ।

আরও পড়ুন: পয়েন্ট টেবিলে 10 নম্বরে দল ! কনস্ট্যান্টাইনের মতে, এই সাফল্য আগামীর ভিত্তিস্থাপন

ম্যানেজমেন্ট স্টিফেন কনস্ট্যান্টাইনকে থাকার ব্যাপারে প্রাথমিক কথাবার্তা বললেও এখনও চুক্তিপত্র দেয়নি । তাই 25 ফেব্রুয়ারি ডার্বিতে পরাজয়ের পর নিজে লাল-হলুদ ডাগ-আউটে বসার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন দলের হেডস্যর । ডার্বির হার এবং আইএসএলে 10 নম্বর স্থানে শেষ করার পরে লাল-হলুদ ম্যানেজমেন্ট নতুন মরশুমে নতুনভাবে দল সাজানোর চিন্তা-ভাবনা শুরু করেছে । যার ইঙ্গিত বোর্ডের অন্যতম ডিরেক্টর সন্দীপ আগরওয়াল আগেই দিয়েছিলেন । প্রয়োজনে দলের বাজেট বাড়ানোর ইঙ্গিতও ছিল তাঁর কথায় । ভালো দল গড়তে প্রয়োজনে ট্রান্সফার ফি দিয়ে অন্য দল থেকে ফুটবলার নিয়ে আসতে রাজি থাকার কথাও বলেছেন তিনি । ক্লেইটন সিলভাকে দলে রাখা, মহেশ-লালচুননুঙ্গার সঙ্গে চুক্তি সেই ভাবনারই ফসল । মাঝে স্টিফেন কনস্ট্যান্টাইনের বিদায় চলতি বছরের মে মাসের শেষে হবে না তার আগে ঘটবে, তার জন্য অপেক্ষাই পথ ।

কলকাতা, 2 মার্চ: নতুন মরশুমে লাল-হলুদ জার্সিতেই থাকছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা । বৃহস্পতিবার সরকারিভাবে তাঁকে আরও এক মরশুম দলে রাখার কথা ঘোষণা করা হয়েছে । সদ্য শেষ হয়েছে আইএসএল-এর গ্রুপ পর্বের খেলা । প্লে-অফ পর্ব শুক্রবার থেকে শুরু হবে । আইএসএলে দশ নম্বরে শেষ করা ইস্টবেঙ্গলে কয়েকদিন ছুটির মেজাজ (East Bengal start assembling their team for next season) ।

সামনে রয়েছে সুপার কাপ । সাফল্যের সুযোগ রয়েছে । সেই লক্ষ্যেই চলতি মাসের 18 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হবে । এপ্রিল মাসে সুপার কাপের প্রস্তুতির পাশাপাশি ইস্টবেঙ্গলে এখন নতুন মরশুমের দল গোছানোর কাজ শুরু হয়েছে । ক্লেইটন সিলভাকে আরও এক মরশুমের জন্য দলে নেওয়া সেই দল গোছানোরই ইঙ্গিত । ব্রাজিলিয়ান স্ট্রাইকারই প্রথম বিদেশি, যাকে নতুন মরশুমের জন্য সই করাল পদ্মপাড়ের ক্লাব (East Bengal extended the contract of Brazilian striker Cleiton Silva) ।

আইএসএলে 20 ম্যাচে 12টি গোল রয়েছে ক্লেইটনের । নিজেও আরও একটি মরশুমের জন্য লাল-হলুদ জার্সি পড়ার সুযোগ পেয়ে খুশি । ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার আগে বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএলে খেলেছিলেন । সেখানেও তাঁর স্কোরিং বুট সচল ছিল । তাইল্যান্ডের বেকতেরো সাসানোর হয়েও সেই দেশের লিগে খেলেছেন । ক্লেইটনকে নতুন মরশুমের জন্য সই করানোর আগে ভারতীয় ডিফেন্ডার লালচুননুঙ্গাকে 3 বছরের জন্য নেওয়ার কথা আগেই জানানো হয়েছিল । পাশাপাশি মহেশ নওরেম সিংয়ের সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে বলে ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে ।

East Bengal
আরও একবছর লাল-হলুদে ক্লেইটন

এরমধ্যেই দলগঠনের প্রক্রিয়ার মধ্যে কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের ভবিষ্যৎ কোন পথে, তা নিয়ে জল্পনা তুঙ্গে । ইতিমধ্যে ফুটবলার এবং কোচ দেশে ফিরে গিয়েছেন । বর্তমান ব্রিটিশ কোচের অধীনে সুপার কাপে ভালো ফল করা সম্ভব নয় বলে সদস্য-সমর্থকরা সরব হয়েছেন । যদিও আইএসএলের খারাপ ফলের ময়নাতদন্ত করতে ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের বোর্ড এখনও আলোচনায় বসেনি । কারণ বোর্ড সদস্যরা সকলেই দেশের বাইরে । তাই দল নিয়ে যে একটা সমস্যা রয়েছে তা সকলে মানলেও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি ।

আরও পড়ুন: পয়েন্ট টেবিলে 10 নম্বরে দল ! কনস্ট্যান্টাইনের মতে, এই সাফল্য আগামীর ভিত্তিস্থাপন

ম্যানেজমেন্ট স্টিফেন কনস্ট্যান্টাইনকে থাকার ব্যাপারে প্রাথমিক কথাবার্তা বললেও এখনও চুক্তিপত্র দেয়নি । তাই 25 ফেব্রুয়ারি ডার্বিতে পরাজয়ের পর নিজে লাল-হলুদ ডাগ-আউটে বসার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন দলের হেডস্যর । ডার্বির হার এবং আইএসএলে 10 নম্বর স্থানে শেষ করার পরে লাল-হলুদ ম্যানেজমেন্ট নতুন মরশুমে নতুনভাবে দল সাজানোর চিন্তা-ভাবনা শুরু করেছে । যার ইঙ্গিত বোর্ডের অন্যতম ডিরেক্টর সন্দীপ আগরওয়াল আগেই দিয়েছিলেন । প্রয়োজনে দলের বাজেট বাড়ানোর ইঙ্গিতও ছিল তাঁর কথায় । ভালো দল গড়তে প্রয়োজনে ট্রান্সফার ফি দিয়ে অন্য দল থেকে ফুটবলার নিয়ে আসতে রাজি থাকার কথাও বলেছেন তিনি । ক্লেইটন সিলভাকে দলে রাখা, মহেশ-লালচুননুঙ্গার সঙ্গে চুক্তি সেই ভাবনারই ফসল । মাঝে স্টিফেন কনস্ট্যান্টাইনের বিদায় চলতি বছরের মে মাসের শেষে হবে না তার আগে ঘটবে, তার জন্য অপেক্ষাই পথ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.