পানাজি, 26 জানুয়ারি : চলতি আইএসএল একেবারেই ভাল যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের ৷ 13 ম্যাচের মধ্যে মাত্র 1টি জয়, এই মুহূর্তে লিগ টেবিলে সবার নীচে রয়েছে পদ্মাপাড়ের ক্লাব ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মোহনবাগানের কাছে হেরেছে তারা ৷ সামনে ফের ডার্বির দ্বিতীয় লেগ ৷ তার আগে মাঝমাঠের শক্তি বাড়াল মারিও রিভেরার দল (East Bengal sign Spanish midfielder Jose Sota) ৷
স্লোভানিয়ার মিডফিল্ডার দের্ভিসেভিচকে বাতিল করে স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান্সিসকো জোসে সোটাকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল । দলবদলের দ্বিতীয় উইন্ডোতে এই নিয়ে দু'জন বিদেশিকে দলে নিল তারা । আগেই স্ট্রাইকার ড্যানিয়েল চিমার বদলে নেওয়া হয়েছিল ব্রাজিলিয়ান মার্সেলো রিবেইরো ডস স্যান্টোসকে । ইতিমধ্যে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নেমেও পড়েছেন রিবেইরা । পরিবর্ত হিসেবে মাঠে নেমে গোল না পেলেও পেনাল্টি আদায় করেছেন ।
-
🚨𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓🚨
— SC East Bengal (@sc_eastbengal) January 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
We are happy to announce the signing of versatile Spanish midfielder 𝐅𝐫𝐚𝐧𝐜𝐢𝐬𝐜𝐨 𝐉𝐨𝐬é 𝐒𝐨𝐭𝐚 on a short term deal that will see him turn out for the red and gold brigade till the end of the season.#JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/u4FHeGFbNG
">🚨𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓🚨
— SC East Bengal (@sc_eastbengal) January 25, 2022
We are happy to announce the signing of versatile Spanish midfielder 𝐅𝐫𝐚𝐧𝐜𝐢𝐬𝐜𝐨 𝐉𝐨𝐬é 𝐒𝐨𝐭𝐚 on a short term deal that will see him turn out for the red and gold brigade till the end of the season.#JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/u4FHeGFbNG🚨𝐀𝐍𝐍𝐎𝐔𝐍𝐂𝐄𝐌𝐄𝐍𝐓🚨
— SC East Bengal (@sc_eastbengal) January 25, 2022
We are happy to announce the signing of versatile Spanish midfielder 𝐅𝐫𝐚𝐧𝐜𝐢𝐬𝐜𝐨 𝐉𝐨𝐬é 𝐒𝐨𝐭𝐚 on a short term deal that will see him turn out for the red and gold brigade till the end of the season.#JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/u4FHeGFbNG
এখন দেখার, দের্ভিসেভিচের বদলি হিসেবে লাল-হলুদে সই করা ফ্রান্সিসকো জোসে সোটা নিজেকে মেলে ধরতে পারেন কি না । 29 জানুয়ারি বড় ম্যাচ । হায়দরাবাদ এফসির বিরুদ্ধে চার গোলে হারের পরে লাল-হলুদ শিবির কার্যত ব্যাকফুটে । রক্ষণ এবং আক্রমণের ভারসাম্য ঠিক রাখাই এখন কোচ মারিও রিভেরার কাছে বড় চ্যালেঞ্জ । গত ম্যাচে নির্বাসন কাটিয়ে একাদশে ফিরেছেন পেরোসেভিচ ৷ যদিও বলের যোগানের অভাবে ভুগেছেন গোটা ম্যাচে । 31 বছর বয়সী সোটা সেই অভাব পূরণ করবে বলেই আশাবাদী লাল-হলুদ সমর্থকরা ৷
আরও পড়ুন : ওগবেচের হ্যাটট্রিকে ফের আঁধারে লাল-হলুদ
প্রসঙ্গত, এর আগে ইস্টবেঙ্গলকে কোচিং করালেও আই লিগে লাল-হলুদের ডাগআউটে বসা হয়নি স্প্যানিশ কোচের । করোনার প্রভাবে স্থগিত হয়ে গিয়েছিল আই লিগ ।
-
We would like to thank 𝐀𝐦𝐢𝐫 𝐃𝐞𝐫𝐯𝐢𝐬𝐞𝐯𝐢𝐜 for his time at SC East Bengal and wish him all the very best in his future endeavours.
— SC East Bengal (@sc_eastbengal) January 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank you for everything, 𝓐𝓶𝓲𝓻!#JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/CPtqHnWX8v
">We would like to thank 𝐀𝐦𝐢𝐫 𝐃𝐞𝐫𝐯𝐢𝐬𝐞𝐯𝐢𝐜 for his time at SC East Bengal and wish him all the very best in his future endeavours.
— SC East Bengal (@sc_eastbengal) January 25, 2022
Thank you for everything, 𝓐𝓶𝓲𝓻!#JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/CPtqHnWX8vWe would like to thank 𝐀𝐦𝐢𝐫 𝐃𝐞𝐫𝐯𝐢𝐬𝐞𝐯𝐢𝐜 for his time at SC East Bengal and wish him all the very best in his future endeavours.
— SC East Bengal (@sc_eastbengal) January 25, 2022
Thank you for everything, 𝓐𝓶𝓲𝓻!#JoyEastBengal #WeAreSCEB #আমাগোক্লাব pic.twitter.com/CPtqHnWX8v