ETV Bharat / sports

SC East Bengal : হতাশ করেছেন দের্ভিসেভিচ, ডার্বির আগে ইস্টবেঙ্গলে এলেন জোসে সোটা - East Bengal sign Spanish midfielder Jose Sota

দলবদলের দ্বিতীয় উইন্ডোতে এই নিয়ে দু'জন বিদেশি পরিবর্তন করে ফেলল এসসি ইস্টবেঙ্গল । আগেই ড্যানিয়েল চিমার জায়গায় এসেছিলেন ব্রাজিলিয়ান মার্সেলো রিবেইরো ৷ এবার দের্ভিসেভিচের বদলে এলেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান্সিসকো জোসে সোটা (East Bengal sign Spanish midfielder Jose Sota) ৷

SC East Bengal
ইস্টবেঙ্গলের মাঝমাঠ শক্তিশালী করতে এলেন জোসে সোটা
author img

By

Published : Jan 26, 2022, 9:53 AM IST

পানাজি, 26 জানুয়ারি : চলতি আইএসএল একেবারেই ভাল যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের ৷ 13 ম্যাচের মধ্যে মাত্র 1টি জয়, এই মুহূর্তে লিগ টেবিলে সবার নীচে রয়েছে পদ্মাপাড়ের ক্লাব ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মোহনবাগানের কাছে হেরেছে তারা ৷ সামনে ফের ডার্বির দ্বিতীয় লেগ ৷ তার আগে মাঝমাঠের শক্তি বাড়াল মারিও রিভেরার দল (East Bengal sign Spanish midfielder Jose Sota) ৷

স্লোভানিয়ার মিডফিল্ডার দের্ভিসেভিচকে বাতিল করে স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান্সিসকো জোসে সোটাকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল । দলবদলের দ্বিতীয় উইন্ডোতে এই নিয়ে দু'জন বিদেশিকে দলে নিল তারা । আগেই স্ট্রাইকার ড্যানিয়েল চিমার বদলে নেওয়া হয়েছিল ব্রাজিলিয়ান মার্সেলো রিবেইরো ডস স্যান্টোসকে । ইতিমধ্যে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নেমেও পড়েছেন রিবেইরা । পরিবর্ত হিসেবে মাঠে নেমে গোল না পেলেও পেনাল্টি আদায় করেছেন ।

এখন দেখার, দের্ভিসেভিচের বদলি হিসেবে লাল-হলুদে সই করা ফ্রান্সিসকো জোসে সোটা নিজেকে মেলে ধরতে পারেন কি না । 29 জানুয়ারি বড় ম্যাচ । হায়দরাবাদ এফসির বিরুদ্ধে চার গোলে হারের পরে লাল-হলুদ শিবির কার্যত ব্যাকফুটে । রক্ষণ এবং আক্রমণের ভারসাম্য ঠিক রাখাই এখন কোচ মারিও রিভেরার কাছে বড় চ্যালেঞ্জ । গত ম্যাচে নির্বাসন কাটিয়ে একাদশে ফিরেছেন পেরোসেভিচ ৷ যদিও বলের যোগানের অভাবে ভুগেছেন গোটা ম্যাচে । 31 বছর বয়সী সোটা সেই অভাব পূরণ করবে বলেই আশাবাদী লাল-হলুদ সমর্থকরা ৷

আরও পড়ুন : ওগবেচের হ্যাটট্রিকে ফের আঁধারে লাল-হলুদ

প্রসঙ্গত, এর আগে ইস্টবেঙ্গলকে কোচিং করালেও আই লিগে লাল-হলুদের ডাগআউটে বসা হয়নি স্প্যানিশ কোচের । করোনার প্রভাবে স্থগিত হয়ে গিয়েছিল আই লিগ ।

পানাজি, 26 জানুয়ারি : চলতি আইএসএল একেবারেই ভাল যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের ৷ 13 ম্যাচের মধ্যে মাত্র 1টি জয়, এই মুহূর্তে লিগ টেবিলে সবার নীচে রয়েছে পদ্মাপাড়ের ক্লাব ৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মোহনবাগানের কাছে হেরেছে তারা ৷ সামনে ফের ডার্বির দ্বিতীয় লেগ ৷ তার আগে মাঝমাঠের শক্তি বাড়াল মারিও রিভেরার দল (East Bengal sign Spanish midfielder Jose Sota) ৷

স্লোভানিয়ার মিডফিল্ডার দের্ভিসেভিচকে বাতিল করে স্প্যানিশ মিডফিল্ডার ফ্রান্সিসকো জোসে সোটাকে দলে নিল এসসি ইস্টবেঙ্গল । দলবদলের দ্বিতীয় উইন্ডোতে এই নিয়ে দু'জন বিদেশিকে দলে নিল তারা । আগেই স্ট্রাইকার ড্যানিয়েল চিমার বদলে নেওয়া হয়েছিল ব্রাজিলিয়ান মার্সেলো রিবেইরো ডস স্যান্টোসকে । ইতিমধ্যে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে মাঠে নেমেও পড়েছেন রিবেইরা । পরিবর্ত হিসেবে মাঠে নেমে গোল না পেলেও পেনাল্টি আদায় করেছেন ।

এখন দেখার, দের্ভিসেভিচের বদলি হিসেবে লাল-হলুদে সই করা ফ্রান্সিসকো জোসে সোটা নিজেকে মেলে ধরতে পারেন কি না । 29 জানুয়ারি বড় ম্যাচ । হায়দরাবাদ এফসির বিরুদ্ধে চার গোলে হারের পরে লাল-হলুদ শিবির কার্যত ব্যাকফুটে । রক্ষণ এবং আক্রমণের ভারসাম্য ঠিক রাখাই এখন কোচ মারিও রিভেরার কাছে বড় চ্যালেঞ্জ । গত ম্যাচে নির্বাসন কাটিয়ে একাদশে ফিরেছেন পেরোসেভিচ ৷ যদিও বলের যোগানের অভাবে ভুগেছেন গোটা ম্যাচে । 31 বছর বয়সী সোটা সেই অভাব পূরণ করবে বলেই আশাবাদী লাল-হলুদ সমর্থকরা ৷

আরও পড়ুন : ওগবেচের হ্যাটট্রিকে ফের আঁধারে লাল-হলুদ

প্রসঙ্গত, এর আগে ইস্টবেঙ্গলকে কোচিং করালেও আই লিগে লাল-হলুদের ডাগআউটে বসা হয়নি স্প্যানিশ কোচের । করোনার প্রভাবে স্থগিত হয়ে গিয়েছিল আই লিগ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.