ETV Bharat / sports

CFL 2023: কলকাতা লিগে ডায়মন্ড হারবারকে 4 গোল ইস্টবেঙ্গলের, নায়ক মহীতোষ

সিএফএলের ম্যাচে ডায়মন্ড হারবার এফসিকে 4 গোল দিল ইস্টবেঙ্গল ৷ তবে এই ম্যাচ 4-1 গোলে জিতে লিগ হাতছাড়া করার দুঃখে কিছুটা হলেও সান্ত্বনা ইস্টবেঙ্গলের ।

Etv Bharat
কলকাতা লিগে ডায়মন্ড হারবারকে 4 গোল ইস্টবেঙ্গলের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 7:30 AM IST

কলকাতা, 31 অক্টোবর: ইডেনে বিশ্বকাপের ম্যাচ ৷ মোহনবাগান ক্লাবে আইএসএলের প্রেস কনফারেন্স । মধ্য কলকাতার ঐতিহ্যশালী তারকা হোটেলে নতুন ফুটবলার অন্বেষণে প্রাক্তন ফুটবলারদের অ্যাপ উদ্বোধন । শারদ উৎসবের রেশ ক্রমশ নিভু নিভু হতেই কলকাতা ময়দানে ফিরছে খেলাধুলো । শেষ না-হওয়া কলকাতা লিগের বাকি খেলা শেষ করার কাজ চলছে দ্রুতলয়ে । তবে খেতাবের ভাগ্য নির্ধারণ আগেই হয়ে গিয়েছে । ফলে সোমবার দুপুরে লাল-হলুদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি ম্যাচটা ছিল একেবারেই নিয়মরক্ষার পাশাপাশি মর্যাদার ।

বাকি দুই প্রধানকে কলকাতা লিগে হারালেও ইস্টবেঙ্গলের কাছে পরাজিত ডায়মন্ড হারবার এফসি । 4-1 গোলে ম্যাচ জিতে লিগ হাতছাড়া করার দুঃখে কিছুটা হলেও সান্ত্বনা ইস্টবেঙ্গলের । গোল করে এবং করিয়ে নায়ক মিডফিল্ডার মহীতোষ রায় । শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে ভর দিয়ে ডায়মন্ড হারবার এফসি রাশ তুলে নিতে চেয়েছিল । নিজেদের ভুল এবং লাল-হলুদ গোলরক্ষক আদিত্য পাত্রের দুরন্ত গোলরক্ষায় কিবু ভিকুনার ছাত্ররা ব্যর্থ । 36 মিনিটে এই আদিত্যর থেকে বল পেয়েই প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়েন জেসিন টিকে । অনায়াসে তিন ফুটবলারকে কাটিয়ে বলটা জালে জড়িয়ে দেন তিনি । প্রথমার্ধে জেসিন টিকের দুরন্ত গোলে এগিয়ে থাকার সুবিধা হাতছাড়া হয় ইস্টবেঙ্গলের । ডায়মন্ড হারবার এফসির সুপ্রতীপ বারুইয়ের শট রাহুলের পায়ে লেগে গোলে ঢুকে যায় ।

বিরতির পরে খেলার রাশ তুলে নিতে বিনো জর্জ তন্ময় দাস, মহম্মদ রোশালদের নামান । এরপরই আক্রমণে জোর বাড়ে লাল-হলুদের । 58 মিনিটে রোশালের আদায় করা পেনাল্টি কাজে লাগিয়ে ইস্টবেঙ্গলকে ফের এগিয়ে দেন মহীতোষ । ইস্টবেঙ্গলের শেষ দু’টি গোল করলেন দুই 'সুপারসাব' তুহিন দাস ও অভিষেক কুঞ্জম । দু'টো গোলেরই পথ গড়লেন মহীতোষ । অসুস্থতা আর চোটে গত মরশুম থেকেই ভুগছেন এই বাঙালি মিডিও । তবে সমস্যা মিটিয়ে মাঠে ফিরেই ধারাবাহিকভাবে ভালো খেলছেন তিনি । বোঝালেন আস্থা রাখলেও মর্যাদা দিতে জানেন । 78 মিনিটে তাঁর বাড়িয়ে দেওয়া বল টেনে নিয়ে 3-1 করেন তুহিন । 90 মিনিটে অভিষেকের গোলের পাসটিও এসেছিল মহীতোষের পা থেকেই । মাঝে বেশ কিছুদিন বন্ধ ছিল কলকাতা লিগ । তবুও অনুশীলনে ছেদ ছিল না লাল-হলুদে । সেই অনুশীলন যে বিফলে যায়নি তা এই জয়ে প্রমাণিত ।

আরও পড়ুন : ‘মেসি ইজ ইনফিনিটি’, দিয়েগোর জন্মদিনে লিও’র ঝুলিতে অষ্টম ব্যালন ডি’অর

কলকাতা, 31 অক্টোবর: ইডেনে বিশ্বকাপের ম্যাচ ৷ মোহনবাগান ক্লাবে আইএসএলের প্রেস কনফারেন্স । মধ্য কলকাতার ঐতিহ্যশালী তারকা হোটেলে নতুন ফুটবলার অন্বেষণে প্রাক্তন ফুটবলারদের অ্যাপ উদ্বোধন । শারদ উৎসবের রেশ ক্রমশ নিভু নিভু হতেই কলকাতা ময়দানে ফিরছে খেলাধুলো । শেষ না-হওয়া কলকাতা লিগের বাকি খেলা শেষ করার কাজ চলছে দ্রুতলয়ে । তবে খেতাবের ভাগ্য নির্ধারণ আগেই হয়ে গিয়েছে । ফলে সোমবার দুপুরে লাল-হলুদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি ম্যাচটা ছিল একেবারেই নিয়মরক্ষার পাশাপাশি মর্যাদার ।

বাকি দুই প্রধানকে কলকাতা লিগে হারালেও ইস্টবেঙ্গলের কাছে পরাজিত ডায়মন্ড হারবার এফসি । 4-1 গোলে ম্যাচ জিতে লিগ হাতছাড়া করার দুঃখে কিছুটা হলেও সান্ত্বনা ইস্টবেঙ্গলের । গোল করে এবং করিয়ে নায়ক মিডফিল্ডার মহীতোষ রায় । শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে ভর দিয়ে ডায়মন্ড হারবার এফসি রাশ তুলে নিতে চেয়েছিল । নিজেদের ভুল এবং লাল-হলুদ গোলরক্ষক আদিত্য পাত্রের দুরন্ত গোলরক্ষায় কিবু ভিকুনার ছাত্ররা ব্যর্থ । 36 মিনিটে এই আদিত্যর থেকে বল পেয়েই প্রতিপক্ষ বক্সে ঢুকে পড়েন জেসিন টিকে । অনায়াসে তিন ফুটবলারকে কাটিয়ে বলটা জালে জড়িয়ে দেন তিনি । প্রথমার্ধে জেসিন টিকের দুরন্ত গোলে এগিয়ে থাকার সুবিধা হাতছাড়া হয় ইস্টবেঙ্গলের । ডায়মন্ড হারবার এফসির সুপ্রতীপ বারুইয়ের শট রাহুলের পায়ে লেগে গোলে ঢুকে যায় ।

বিরতির পরে খেলার রাশ তুলে নিতে বিনো জর্জ তন্ময় দাস, মহম্মদ রোশালদের নামান । এরপরই আক্রমণে জোর বাড়ে লাল-হলুদের । 58 মিনিটে রোশালের আদায় করা পেনাল্টি কাজে লাগিয়ে ইস্টবেঙ্গলকে ফের এগিয়ে দেন মহীতোষ । ইস্টবেঙ্গলের শেষ দু’টি গোল করলেন দুই 'সুপারসাব' তুহিন দাস ও অভিষেক কুঞ্জম । দু'টো গোলেরই পথ গড়লেন মহীতোষ । অসুস্থতা আর চোটে গত মরশুম থেকেই ভুগছেন এই বাঙালি মিডিও । তবে সমস্যা মিটিয়ে মাঠে ফিরেই ধারাবাহিকভাবে ভালো খেলছেন তিনি । বোঝালেন আস্থা রাখলেও মর্যাদা দিতে জানেন । 78 মিনিটে তাঁর বাড়িয়ে দেওয়া বল টেনে নিয়ে 3-1 করেন তুহিন । 90 মিনিটে অভিষেকের গোলের পাসটিও এসেছিল মহীতোষের পা থেকেই । মাঝে বেশ কিছুদিন বন্ধ ছিল কলকাতা লিগ । তবুও অনুশীলনে ছেদ ছিল না লাল-হলুদে । সেই অনুশীলন যে বিফলে যায়নি তা এই জয়ে প্রমাণিত ।

আরও পড়ুন : ‘মেসি ইজ ইনফিনিটি’, দিয়েগোর জন্মদিনে লিও’র ঝুলিতে অষ্টম ব্যালন ডি’অর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.