কলকাতা, 4 ফেব্রুয়ারি: লাল-হলুদ জার্সির সঙ্গে মিশে রয়েছে অনেক গরিমা, অনেক ত্যাগের ইতিহাস ৷ গতকাল কোচের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডাগ-আউটে ফিরে সেই জার্সি ছুড়ে ফেলার পর অঙ্কিত মুখোপাধ্যায়ের পাশে কেউ নেই বললেই চলে ৷ ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনেই কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine) জানিয়ে দিয়েছিলেন, ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত গ্রহণ করবে জানি না, তবে তাঁর দলে অঙ্কিতের আর স্থান নেই ৷ চারপাশে ক্ষোভের গনগনে আঁচ টের পেয়ে জার্সি-বিতর্কে ক্ষমা চাইলেন অঙ্কিত মুখোপাধ্যায় (East Bengal RB Ankit Mukherjee apologises amid jersey controversy)।
শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে এই রাইট-ব্যাক লেখেন, "আমি আজ যতটুকু যা হতে পেরেছি ইস্টবেঙ্গল ক্লাবের জন্যই পেরেছি। এই ক্লাবেই আমি পেশাদার ফুটবলজীবন শুরু করেছিলাম। আমার গোটা পরিবার ইস্টবেঙ্গল ক্লাবের কাছে কৃতজ্ঞ, ঋণী। এই ক্লাবকে অসম্মান করার কথা আমি ভাবতেও পারি না।" তাঁর দাবি, রাগের মাথায় তাৎক্ষণিকভাবে ওই প্রতিক্রিয়া দেখানোর জন্য তিনি লজ্জিত।
অন্যদিকে, বিষয়টি নিয়ে একপ্রস্থ আলোচনা করলেও অঙ্কিতকে শাস্তি দেওয়ার বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে রোষের সৃষ্টি হয়েছে। সবাই বাঙালি ফুটবলারকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। কোচের বিরূপ মনোভাবের সমর্থনে তারা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণেই অঙ্কিত ছন্দে ছিলেন না গতকালের ম্যাচে। তাঁর দুর্বলতার সুযোগে হায়দরাবাদ চেপে ধরেছিল লাল-হলুদকে। সেই চাপ সামাল দিতেই অঙ্কিতকে তুলে নিয়েছিলেন কনস্ট্যানটাইন।
আরও পড়ুন: জন্মদিনে পদ্মাপাড়ে আলো জ্বাললেন ক্লেইটন, জার্সি ছুঁড়ে বহিষ্কারের মুখে অঙ্কিত
এদিকে হায়দরাবাদ এফসি'র বিরুদ্ধে দুরন্ত জয়ে ইস্টবেঙ্গলে এখন ফিল গুড আবহাওয়া। আইএসএলের বাকি ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স মেলে ধরে পয়েন্ট টেবিলে অবস্থানের উন্নতি করতে চাইছেন কোচ। ক্লেটন সিলভার গোলের থেকেও বড় কথা নবাগত জ্যাক জারভিস ভরসা জুগিয়েছেন।ক্লেটন সিলভা বলছেন, বল ধরে পাস বাড়ানোর লোক পেয়েছেন তিনি। তবে টানা চার ম্যাচ হারের পরে জয়ের রোশনাইয়ে চোনা অঙ্কিতের জার্সি বিতর্ক।