কলকাতা, 23 জুলাই: রয় কৃষ্ণ, ভাস্কর রায়ের পরে এবার ডেশর্ন ব্রাউন । ফের ফুটবলার হাতছাড়া ইস্টবেঙ্গলের । নর্থ-ইস্ট ইউনাইটেড থেকে নতুন মরশুমে লাল-হলুদ জার্সি পরার কথা থাকলেও সিদ্ধান্ত বদলালেন ডেশর্ন । পদ্মাপাড়ের ক্লাবের বদলে যোগ দিলেন আমেরিকার ক্লাব রিপাবলিক এফসিতে । এখনও ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির চূড়ান্ত চুক্তি হয়নি । ফলে আর অপেক্ষা না করে আমেরিকার ক্লাবে সই করলেন ব্রাউন । রিপাবলিক এফসি-র পক্ষ থেকে টুইট করে জানান হয়েছে এই খবর (East Bengal problem continues )।
2020 মরশুমে বেঙ্গালুরু এফসি হয়ে খেললেও ভালো কিছু করতে পারেননি ব্রাউন । 17 ম্যাচে মাত্র 3 গোল করেন তিনি । যদিও তারপরেই জন আব্রাহামের নর্থ-ইস্টে যোগ দিয়েই নিজের জাত চেনান । অর্ধেক মরশুমেই একডজন গোল করে ফেলেন । হ্যাটট্রিকও ছিল মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ৷ ফলে নতুন মরশুমে ব্রাউনকে দলে নিতে পারলে লাভ হত ইস্টবেঙ্গলের ।
অন্যদিকে, ট্রান্সফার ব্যান উঠে যাওয়ায় নতুন ফুটবলার নিতে আর বাধা নেই ইস্টবেঙ্গলের । যদিও আইএসএল , কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের জন্য দল গঠনে সমস্যা থেকেই যাচ্ছে । এখনও ফেডারেশনের পাওনা মেটাতে পারেনি ইস্টবেঙ্গল । বকেয়া টাকার পরিমাণ সাত লক্ষ । যদিও তার সঙ্গে ট্রান্সফার ব্যানের কোনও সম্পর্ক নেই । কিন্তু সাত লক্ষ টাকা না মেটালে কী সমস্যা হতে পারে, সেটা কারও জানা নেই ।
ইমামির সঙ্গে চুক্তি করে নতুন কোম্পানি তৈরি চলেছে । ইতিমধ্যেই তার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে । নতুন করে ক্লাব লাইসেন্সিং-এর জন্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে আবেদন করতে হবে ইস্টবেঙ্গলকে । আর সেই সময়ই এই বকেয়া টাকা নিয়ে প্রশ্ন উঠবে । আর তাই দ্রুত এই সাত লক্ষ টাকা মিটিয়ে দিতে হবে ইস্টবেঙ্গলকে । তবে কে দেবে এই টাকা ? শ্রী সিমেন্টের কাছে এই টাকা দেওয়ার আবেদন করেছেন কর্তারা । তবে শ্রী সিমেন্ট কর্তাদের দাবি, এই টাকা তাদের দেওয়ার কিছু নেই । কারণ এটা ক্লাবের ব্যাপার । ফলে এই সাত লক্ষ টাকা নিয়েও নতুন করে সমাধান সূত্র খুঁজতে হবে ক্লাবকে ।
আরও পড়ুন : কলকাতার তিন প্রধানকে বঙ্গবিভূষণ দিচ্ছে রাজ্য সরকার
ইমামির সঙ্গে এখনও চুক্তি হয়নি ইস্টবেঙ্গলের । কোচ-ফুটবলার কারও সঙ্গেই সরকারিভাবে চুক্তি হয়নি ইস্টবেঙ্গলের । ফলে নতুন ফুটবলার পাওয়া নিয়েও ঝামেলায় পড়তে হবে ইস্টবেঙ্গলকে । কর্তারা বলছেন, দ্রুত প্র্যাকটিস শুরু হবে । 23 দিন পরে ভারতীয় ক্লাব ফুটবলের মরশুম শুরু হচ্ছে । প্রথম টুর্নামেন্ট হিসেবে সামনেই ডুরান্ড কাপ । যার উদ্বোধনী ম্যাচ আবার ডার্বি । 16 অগস্ট এই ম্যাচ হওয়ার কথা । দল তৈরি না থাকায় ডুরান্ডের এই ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করেছে ইস্টবেঙ্গল । তবে তা নিয়ে কোনও সিদ্ধান্তের কথা এখনও জানানো হয়নি ডুরান্ড কাপ আয়োজকদের তরফ থেকে ।