ETV Bharat / sports

East Bengal Meeting: পয়লা বৈশাখের আগেই নয়া কোচ ঘোষণা ইস্টবেঙ্গলের - meeting on East Bengal team formation

নতুন কোচ ও দলগঠন নিয়ে শনিবার বৈঠকে বসেন ইস্টবেঙ্গলের কর্তারা ৷ এই বৈঠকে ছিলেন লগ্নিকারী সংস্থার প্রতিনিধিরাও (meeting on East Bengal team formation) ৷

ETV Bharat
ইস্টবেঙ্গলের বৈঠক
author img

By

Published : Mar 25, 2023, 10:10 PM IST

দলগঠন নিয়ে বৈঠকে ইস্টবেঙ্গল

কলকাতা, 25 মার্চ: বার পুজোর আগেই নতুন কোচের নাম ঘোষণা করবে ইস্টবেঙ্গল । শনিবার ক্লাব তাঁবুতে নতুন মরসুমের দলগঠনের রূপরেখা নিয়ে আলোচনায় বসেছিলেন লাল-হলুদে লগ্নিকারী সংস্থার তরফে দেবব্রত মুখোপাধ্যায়, সন্দীপ আগরওয়াল ও ইস্টবেঙ্গলের দুই শীর্ষকর্তা দেবব্রত সরকার, সৈকত গঙ্গোপাধ্যায় (Meeting of East Bengal)।

এদিন প্রায় ঘণ্টা তিনেকের আলোচনা শেষে লগ্নিকারীদের তরফে দেবব্রত মুখোপাধ্যায় জানান, তারা একযোগে নতুন মরশুমে ভালো দল গঠনের জন্য কাজ করবেন । সেজন্য ভালো ফুটবলার নেওয়ার চেষ্টা হবে। ক্লেইটন সিলভা এবং ইভান গঞ্জালেস রয়েছেন । ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে রাখা নিশ্চিত করলেও ইভানকে রাখার বিষয়টি নতুন কোচের ওপর নির্ভর করবে। ছয় বিদেশির মধ্যে দু'জন রয়েছেন । আরও চারজন বিদেশি ফুটবলার নেওয়ার চেষ্টা করা হবে । পাশাপাশি, এগারো জনের দলে যাতে সাত জন ভালোমানের ভারতীয় ফুটবলার রাখা যায় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে ।

দু'দিন আগে প্রথম বোর্ড মিটিংয়ের পরে বলা হয়েছিল শনিবার দলগঠনের ব্যাপারে ক্লাব তাঁবুতে বৈঠক হবে । তাই ইস্টবেঙ্গলের এদিনের বৈঠক নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে । কোন ধরনের ফুটবলার এবং কোচ নেওয়া হতে পারে সেই ব্যাপারেও আগ্রহ ছিল। সন্দীপ আগরওয়াল, রজত গুহ, সদানন্দ মুখোপাধ্যায়কে পাশে নিয়ে দেবব্রত মুখোপাধ্যায় জানান, আইএসএল-এর অভিজ্ঞতা সম্পন্ন কোচই তাঁদের প্রথম পছন্দ। সে সফল হতে পারে আবার নাও হতে পারে । কিন্তু তাঁর আইএসএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কি না, তা প্রাধান্য পাবে ।

ইতিমধ্যেই এই নিয়ে ক্লাবের তরফে পছন্দের তালিকা পাঠানো হয়েছিল । দেবব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, সেই তালিকা নিয়ে আলোচনা হয়েছে । এবার কথাবার্তা শুরু হলে কাকে পাওয়া যাবে বা যাচ্ছে তার ওপর নির্ভর করবে সবকিছু । কোচের তালিকায় স্প্যানিশ নাম যেমন রয়েছেন তেমন অন্য দেশের কোচও রয়েছেন ।

আরও পড়ুন: নীতুর পর পোডিয়াম শীর্ষে সুইটি, বিশ্বচ্যাম্পিয়নশিপে একইদিনে ভারতের ঘরে জোড়া সোনা

জানা গিয়েছে, পনেরো দিনের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে ৷ সেইসময় ইস্টবেঙ্গল সুপার কাপে খেলতে ব্যস্ত থাকবে । ফলে নতুন কোচের নাম ঘোষণায় পারফরম্যান্সে প্রভাব পড়ার শঙ্কা থাকে। যদিও বলা হচ্ছে পেশাদারি দুনিয়ায় এই বিষয়টি বড় ঘটনা নয়। তাই পারফরম্যান্স প্রভাবিত হওয়ার কারণ নেই। মঙ্গলবার ফের বৈঠক । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, ইতিবাচক আলোচনা হলেও তা কতটা ফলপ্রসূ, তা কাজের মধ্যে দিয়ে বোঝা যাবে । তবে বেশ কয়েকটি বিষয়ে যে ঐক্যমত্যে পৌঁছনো গিয়েছে তা মানছেন তিনি। দলগঠনে অর্থ বড় প্রভাব ফেলে। লগ্নিকারীর তরফে বলা হচ্ছে দলগঠনে অর্থের প্রভাবের চেয়ে পরিকল্পনা বেশি জরুরি। ড্রাফটিংয়ের দাবি ফের তুলেছেন তাঁরা । পাশাপাশি ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা বলেছেন তারা কো-স্পনসর জোগাড় করার ব্যাপারে উদ্যোগ নেবেন।

দলগঠন নিয়ে বৈঠকে ইস্টবেঙ্গল

কলকাতা, 25 মার্চ: বার পুজোর আগেই নতুন কোচের নাম ঘোষণা করবে ইস্টবেঙ্গল । শনিবার ক্লাব তাঁবুতে নতুন মরসুমের দলগঠনের রূপরেখা নিয়ে আলোচনায় বসেছিলেন লাল-হলুদে লগ্নিকারী সংস্থার তরফে দেবব্রত মুখোপাধ্যায়, সন্দীপ আগরওয়াল ও ইস্টবেঙ্গলের দুই শীর্ষকর্তা দেবব্রত সরকার, সৈকত গঙ্গোপাধ্যায় (Meeting of East Bengal)।

এদিন প্রায় ঘণ্টা তিনেকের আলোচনা শেষে লগ্নিকারীদের তরফে দেবব্রত মুখোপাধ্যায় জানান, তারা একযোগে নতুন মরশুমে ভালো দল গঠনের জন্য কাজ করবেন । সেজন্য ভালো ফুটবলার নেওয়ার চেষ্টা হবে। ক্লেইটন সিলভা এবং ইভান গঞ্জালেস রয়েছেন । ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে রাখা নিশ্চিত করলেও ইভানকে রাখার বিষয়টি নতুন কোচের ওপর নির্ভর করবে। ছয় বিদেশির মধ্যে দু'জন রয়েছেন । আরও চারজন বিদেশি ফুটবলার নেওয়ার চেষ্টা করা হবে । পাশাপাশি, এগারো জনের দলে যাতে সাত জন ভালোমানের ভারতীয় ফুটবলার রাখা যায় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে ।

দু'দিন আগে প্রথম বোর্ড মিটিংয়ের পরে বলা হয়েছিল শনিবার দলগঠনের ব্যাপারে ক্লাব তাঁবুতে বৈঠক হবে । তাই ইস্টবেঙ্গলের এদিনের বৈঠক নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে । কোন ধরনের ফুটবলার এবং কোচ নেওয়া হতে পারে সেই ব্যাপারেও আগ্রহ ছিল। সন্দীপ আগরওয়াল, রজত গুহ, সদানন্দ মুখোপাধ্যায়কে পাশে নিয়ে দেবব্রত মুখোপাধ্যায় জানান, আইএসএল-এর অভিজ্ঞতা সম্পন্ন কোচই তাঁদের প্রথম পছন্দ। সে সফল হতে পারে আবার নাও হতে পারে । কিন্তু তাঁর আইএসএলে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কি না, তা প্রাধান্য পাবে ।

ইতিমধ্যেই এই নিয়ে ক্লাবের তরফে পছন্দের তালিকা পাঠানো হয়েছিল । দেবব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, সেই তালিকা নিয়ে আলোচনা হয়েছে । এবার কথাবার্তা শুরু হলে কাকে পাওয়া যাবে বা যাচ্ছে তার ওপর নির্ভর করবে সবকিছু । কোচের তালিকায় স্প্যানিশ নাম যেমন রয়েছেন তেমন অন্য দেশের কোচও রয়েছেন ।

আরও পড়ুন: নীতুর পর পোডিয়াম শীর্ষে সুইটি, বিশ্বচ্যাম্পিয়নশিপে একইদিনে ভারতের ঘরে জোড়া সোনা

জানা গিয়েছে, পনেরো দিনের মধ্যে নতুন কোচের নাম ঘোষণা করা হতে পারে ৷ সেইসময় ইস্টবেঙ্গল সুপার কাপে খেলতে ব্যস্ত থাকবে । ফলে নতুন কোচের নাম ঘোষণায় পারফরম্যান্সে প্রভাব পড়ার শঙ্কা থাকে। যদিও বলা হচ্ছে পেশাদারি দুনিয়ায় এই বিষয়টি বড় ঘটনা নয়। তাই পারফরম্যান্স প্রভাবিত হওয়ার কারণ নেই। মঙ্গলবার ফের বৈঠক । ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, ইতিবাচক আলোচনা হলেও তা কতটা ফলপ্রসূ, তা কাজের মধ্যে দিয়ে বোঝা যাবে । তবে বেশ কয়েকটি বিষয়ে যে ঐক্যমত্যে পৌঁছনো গিয়েছে তা মানছেন তিনি। দলগঠনে অর্থ বড় প্রভাব ফেলে। লগ্নিকারীর তরফে বলা হচ্ছে দলগঠনে অর্থের প্রভাবের চেয়ে পরিকল্পনা বেশি জরুরি। ড্রাফটিংয়ের দাবি ফের তুলেছেন তাঁরা । পাশাপাশি ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা বলেছেন তারা কো-স্পনসর জোগাড় করার ব্যাপারে উদ্যোগ নেবেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.