ETV Bharat / sports

বুমোসকে নিয়ে বাগানে দোলাচল, আই লিগের স্ট্রাইকারে নজর ইস্টবেঙ্গলে - East Bengal

East Bengal is eyeing the striker: সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টের ভরসা ছয় বিদেশি। তাঁদের পারফরম্যান্স শেষবারের মত দেখে নেওয়ার সুযোগ থাকছে। এদিকে ম্যানেজমেন্টের একটি সূত্র বলছে, নেতৃত্বের ব্যাটন হাতে পড়লে বুমোস ভালো খেলেন। তাছাড়া বুমোসের সঙ্গে চুক্তি আরও কয়েক বছর বাকি। ছাড়তে গেলে প্রচুর টাকা মেটাতে হবে। তাই ধন্ধ অব্যাহত।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 11:00 PM IST

কলকাতা, 5 জানুয়ারি: সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টের নেতৃত্বের ব্যাটন কার হাত ? প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের মধ্যে । কারণ শুভাশিস বসু জাতীয় শিবিরে । জেসন কামিন্সের চোট । এই অবস্থায় সুপার কাপে নেতৃত্বের ব্যাটন কার হাতে তুলে দেওয়া হবে তা নিয়ে ধন্ধে সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। এই অবস্থায় হুগো বুমোস সঠিক লোক ! কিন্তু তাঁর পারফরম্যান্স এবছর আতস কাঁচের তলায়। ফরাসি মিডফিল্ডারকে ছেড়ে দেওয়া হবে এইরকম কানাঘুসো রয়েছে । এই জল্পনায় ইন্ধন যোগাচ্ছে হাবাস বনাম বুমোসের পুরনো তিক্ত সম্পর্ক।

কিন্তু সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টের ভরসা ছয় বিদেশি। তাঁদের পারফরম্যান্স শেষ বারের মত দেখে নেওয়ার সুযোগ থাকছে। এদিকে ম্যানেজমেন্টের একটি সূত্র বলছে নেতৃত্বের ব্যাটন হাতে পড়লে বুমোস ভালো খেলেন । তাছাড়া বুমোসের সঙ্গে চুক্তি আরও কয়েক বছর বাকি । ছাড়তে গেলে প্রচুর টাকা মেটাতে হবে । তাই ধন্ধ অব্যাহত । এই অবস্থায় হাবাস কী বলেন তার ওপর পুরো বিষয়টা নির্ভর করছে । এদিকে শনিবার ছয় জানুয়ারি থেকে অনুশীলন শুরু ইস্টবেঙ্গল এফসির । সূত্রের খবর, কোচ কার্লেস কুয়াদ্রাত নাকি নতুন বিদেশি স্ট্রাইকারকে সঙ্গে করে কলকাতায় পা দিতে চলেছেন। তবে বিদেশি ফুটবলার নেওয়ার ব্যাপারে অদ্ভুত গোপনীয়তা রক্ষা করা হচ্ছে লাল-হলুদে।

শুক্রবার ইস্টবেঙ্গলের একটি সূত্র জানিয়েছে, আইজল এফসি থেকে ভারতীয় স্ট্রাইকার লালরিনজুয়ালা লালবিয়াকনিয়াকে সই করাতে পারে ইস্টবেঙ্গল। মহামেডানের হয়ে কলকাতা লিগে সবচেয়ে বেশি গোল করা ডেভিডের ইস্টবেঙ্গলে আসা নতুন মরশুমের আগে সম্ভব নয়। তাই আইএসএলের কথা মাথায় রেখে আইজলের স্ট্রাইকারকে পাওয়ার চেষ্টায় লাল-হলুদ । 23 বছর বয়সি আইজল এফসির সেন্টার ফরওয়ার্ড লালবিয়াকনিয়া আই লিগে 9 ম্যাচে করেছেন 11টা গোল করেছেন। এই ব্যাপারে সাহায্য করছেন প্রাক্তন ফুটবলার জেজে। ইস্টবেঙ্গল দল এবারের আইএসএল-এ ভালো ছন্দে রয়েছে। পাঁচ ম্যাচে অপরাজিত। কিন্তু গোল করতে খরায় ভুগতে হচ্ছে লাল-হলুদকে। ভিপি সুহেরকে পরিবর্ত হিসেবেও নামাচ্ছেন না কোচ।

আরও এক ভারতীয় নাওরেম মহেশ সিংকে উইংয়ের বদলে মিডফিল্ডে ব্যবহার করতে হচ্ছে গোলের জন্য। ফলে তিনিও পরিচিত ছন্দে নেই অনভ্যস্ত জায়গায় খেলতে হওয়ায়। এবারে ডুরান্ড কাপে গোল পেলেও, নাওরেম মহেশ সিং আইএসএল-এ গোল পাচ্ছেন না। ফলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আই লিগে নজরকাড়া মিজো স্ট্রাইকারকে সই করিয়ে সমস্যা মেটাতে চাইছে ইস্টবেঙ্গল। দলবদলের বাজারদর অনুযায়ী, লালবিয়াকনিয়ার স্যালারি 1 কোটি 13 লক্ষ টাকা। ইস্টবেঙ্গল তাঁকে সই করাতে চাইলে আরও কিছু টাকা বেশি দিতে হবে। তবে অর্থ নয়, ফুটবলার সই করাতে বর্তমান লগ্নিকারীর সবুজ সংকেত এবং ক্লাবের সহায়তার বিষয়টি মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে ৷

আরও পড়ুন

  1. 16 কোটি টাকা প্রতারণার শিকার ধোনি, আদালতের দ্বারস্থ বিশ্বজয়ী অধিনায়ক
  2. ভিসার আবেদন হাবাসের, দু'দিনের প্রস্তুতিতে সুপার কাপে ইস্টবেঙ্গল
  3. আফগানদের বিরুদ্ধে টি-20 সিরিজে ফেরার সম্ভাবনা বিরাটের, নেতৃত্বে রোহিত ? জল্পনা তুঙ্গে

কলকাতা, 5 জানুয়ারি: সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টের নেতৃত্বের ব্যাটন কার হাত ? প্রশ্নটা এখন ঘুরপাক খাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের মধ্যে । কারণ শুভাশিস বসু জাতীয় শিবিরে । জেসন কামিন্সের চোট । এই অবস্থায় সুপার কাপে নেতৃত্বের ব্যাটন কার হাতে তুলে দেওয়া হবে তা নিয়ে ধন্ধে সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। এই অবস্থায় হুগো বুমোস সঠিক লোক ! কিন্তু তাঁর পারফরম্যান্স এবছর আতস কাঁচের তলায়। ফরাসি মিডফিল্ডারকে ছেড়ে দেওয়া হবে এইরকম কানাঘুসো রয়েছে । এই জল্পনায় ইন্ধন যোগাচ্ছে হাবাস বনাম বুমোসের পুরনো তিক্ত সম্পর্ক।

কিন্তু সুপার কাপে মোহনবাগান সুপার জায়ান্টের ভরসা ছয় বিদেশি। তাঁদের পারফরম্যান্স শেষ বারের মত দেখে নেওয়ার সুযোগ থাকছে। এদিকে ম্যানেজমেন্টের একটি সূত্র বলছে নেতৃত্বের ব্যাটন হাতে পড়লে বুমোস ভালো খেলেন । তাছাড়া বুমোসের সঙ্গে চুক্তি আরও কয়েক বছর বাকি । ছাড়তে গেলে প্রচুর টাকা মেটাতে হবে । তাই ধন্ধ অব্যাহত । এই অবস্থায় হাবাস কী বলেন তার ওপর পুরো বিষয়টা নির্ভর করছে । এদিকে শনিবার ছয় জানুয়ারি থেকে অনুশীলন শুরু ইস্টবেঙ্গল এফসির । সূত্রের খবর, কোচ কার্লেস কুয়াদ্রাত নাকি নতুন বিদেশি স্ট্রাইকারকে সঙ্গে করে কলকাতায় পা দিতে চলেছেন। তবে বিদেশি ফুটবলার নেওয়ার ব্যাপারে অদ্ভুত গোপনীয়তা রক্ষা করা হচ্ছে লাল-হলুদে।

শুক্রবার ইস্টবেঙ্গলের একটি সূত্র জানিয়েছে, আইজল এফসি থেকে ভারতীয় স্ট্রাইকার লালরিনজুয়ালা লালবিয়াকনিয়াকে সই করাতে পারে ইস্টবেঙ্গল। মহামেডানের হয়ে কলকাতা লিগে সবচেয়ে বেশি গোল করা ডেভিডের ইস্টবেঙ্গলে আসা নতুন মরশুমের আগে সম্ভব নয়। তাই আইএসএলের কথা মাথায় রেখে আইজলের স্ট্রাইকারকে পাওয়ার চেষ্টায় লাল-হলুদ । 23 বছর বয়সি আইজল এফসির সেন্টার ফরওয়ার্ড লালবিয়াকনিয়া আই লিগে 9 ম্যাচে করেছেন 11টা গোল করেছেন। এই ব্যাপারে সাহায্য করছেন প্রাক্তন ফুটবলার জেজে। ইস্টবেঙ্গল দল এবারের আইএসএল-এ ভালো ছন্দে রয়েছে। পাঁচ ম্যাচে অপরাজিত। কিন্তু গোল করতে খরায় ভুগতে হচ্ছে লাল-হলুদকে। ভিপি সুহেরকে পরিবর্ত হিসেবেও নামাচ্ছেন না কোচ।

আরও এক ভারতীয় নাওরেম মহেশ সিংকে উইংয়ের বদলে মিডফিল্ডে ব্যবহার করতে হচ্ছে গোলের জন্য। ফলে তিনিও পরিচিত ছন্দে নেই অনভ্যস্ত জায়গায় খেলতে হওয়ায়। এবারে ডুরান্ড কাপে গোল পেলেও, নাওরেম মহেশ সিং আইএসএল-এ গোল পাচ্ছেন না। ফলে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে আই লিগে নজরকাড়া মিজো স্ট্রাইকারকে সই করিয়ে সমস্যা মেটাতে চাইছে ইস্টবেঙ্গল। দলবদলের বাজারদর অনুযায়ী, লালবিয়াকনিয়ার স্যালারি 1 কোটি 13 লক্ষ টাকা। ইস্টবেঙ্গল তাঁকে সই করাতে চাইলে আরও কিছু টাকা বেশি দিতে হবে। তবে অর্থ নয়, ফুটবলার সই করাতে বর্তমান লগ্নিকারীর সবুজ সংকেত এবং ক্লাবের সহায়তার বিষয়টি মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে ৷

আরও পড়ুন

  1. 16 কোটি টাকা প্রতারণার শিকার ধোনি, আদালতের দ্বারস্থ বিশ্বজয়ী অধিনায়ক
  2. ভিসার আবেদন হাবাসের, দু'দিনের প্রস্তুতিতে সুপার কাপে ইস্টবেঙ্গল
  3. আফগানদের বিরুদ্ধে টি-20 সিরিজে ফেরার সম্ভাবনা বিরাটের, নেতৃত্বে রোহিত ? জল্পনা তুঙ্গে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.