ETV Bharat / sports

East Bengal: দলগঠন করতে দ্রুত ইমামির সঙ্গে চুক্তি সইয়ে জোর ইস্টবেঙ্গলের - ইমামি

ইমামি গ্রুপের সঙ্গে দ্রুত চুক্তি স্বাক্ষর করতে জোর দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal Insists Investor Emami for Final Agreement) ৷ আর এ নিয়ে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, চুক্তির বিষয়টি নিয়ে দ্রুত কাজ করছে লগ্নিকারী সংস্থা ৷

east-bengal-insists-for-signing-agreement-quickly-with-emami-group
east-bengal-insists-for-signing-agreement-quickly-with-emami-group
author img

By

Published : Jul 13, 2022, 9:58 AM IST

কলকাতা, 13 জুলাই: লগ্নিকারী ইমামি গ্রুপের তরফেও ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বাস্তবায়নে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে (East Bengal Insists Investor Emami for Final Agreement) । এমনটাই জানালেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷ তিনি জানিয়েছেন, ক্লাবের সঙ্গে চুক্তির শর্তাবলী নিয়ে কোনও মতভেদ নেই ইমামির ৷ একটি বিষয়ে সামান্য যা সমস্যা ছিল সেটাও সমাধান হয়ে গিয়েছে ৷

গত শুক্রবার ফুটবল কোম্পানি গঠনের জন্য ইস্টবেঙ্গলের কাছে সম্মতি চেয়েছিল লগ্নিকারী সংস্থা ইমামি ৷ দেবব্রত সরকার জানিয়েছেন, ইস্টবেঙ্গলের তরফে সে সম্মতি দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে এ নিয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শীর্ষকর্তা ৷ চুক্তি রূপায়ণের পরবর্তী ধাপ কীভাবে সম্পাদিত করা হবে, তা নিয়ে চলতি সপ্তাহে ফের আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন তিনি ৷ আর এ নিয়ে ইমামি গ্রুপ পরিস্থিতি বুঝে দ্রুত সব ব্যবস্থা করছে বলে জানান তিনি ৷

কিন্তু, ক্লাবের সদস্য থেকে সমর্থক সকলে দলগঠন এবং লিগ-সহ বাকি টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে জানতে আগ্রহী ৷ দেবব্রত সরকার জানান, লিগে অংশগ্রহণের ব্যাপারে আইএফএ-কে পরিস্থিতি জানানো হয়েছে ইস্টবেঙ্গলের তরফে ৷ এ নিয়ে আইএফএ ইস্টবেঙ্গল ক্লাবের অসুবিধার কথা বুঝবে বলে মনে করেন তিনি ৷ আর সেই মতো পরিস্থিতি বিবেচনা করবে বলেই বিশ্বাস দেবব্রত সরকারের ৷

একই সঙ্গে ডুরান্ড কাপে খেলার বিষয়টিও ক্লাব কর্তৃপক্ষ মাথায় রাখছে বলে জানান তিনি ৷ কারণ কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ একইসঙ্গে চলবে ৷ এদিকে ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের উপর আরোপিত ফিফার নিষেধাজ্ঞার বিষয়টি নিয়েও ধোঁয়াশা রয়েছে ৷ কারণ, একমাত্র ইরানের ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার উমেদ সিংয়ের বকেয়া টাকা দেওয়া যাচ্ছে না, ভারতের বিদেশনীতির জন্য ৷ বিষয়টি এআইএফএফ-এর দেখা উচিৎ বলে মনে করে ইস্টবেঙ্গল ৷

দলগঠন করতে দ্রুত ইমামির সঙ্গে চুক্তি সইয়ে জোর ইস্টবেঙ্গলের

আরও পড়ুন: East Bengal: ইচ্ছে থাকলেও কলকাতা লিগে অংশগ্রহণ এখন বড়সড় চ্যালেঞ্জ লাল-হলুদের কাছে

এ দিন ক্লাবের শতবর্ষ পালনের সমাপ্তি অনুষ্ঠান নিয়েও আলোচনা হয়েছে ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির বৈঠকে ৷ স্বপন সেনগুপ্ত এবং গৌতম সরকারকে জীবনকৃতী সম্মান দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে ৷ তবে, সবার আগে দ্রুত দলগঠন এবং ফুটবল চুক্তি বাস্তবায়নই পাখির চোখ বলে জানিয়েছেন দেবব্রত সরকার ৷

কলকাতা, 13 জুলাই: লগ্নিকারী ইমামি গ্রুপের তরফেও ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি বাস্তবায়নে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা হচ্ছে (East Bengal Insists Investor Emami for Final Agreement) । এমনটাই জানালেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার ৷ তিনি জানিয়েছেন, ক্লাবের সঙ্গে চুক্তির শর্তাবলী নিয়ে কোনও মতভেদ নেই ইমামির ৷ একটি বিষয়ে সামান্য যা সমস্যা ছিল সেটাও সমাধান হয়ে গিয়েছে ৷

গত শুক্রবার ফুটবল কোম্পানি গঠনের জন্য ইস্টবেঙ্গলের কাছে সম্মতি চেয়েছিল লগ্নিকারী সংস্থা ইমামি ৷ দেবব্রত সরকার জানিয়েছেন, ইস্টবেঙ্গলের তরফে সে সম্মতি দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে এ নিয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শীর্ষকর্তা ৷ চুক্তি রূপায়ণের পরবর্তী ধাপ কীভাবে সম্পাদিত করা হবে, তা নিয়ে চলতি সপ্তাহে ফের আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন তিনি ৷ আর এ নিয়ে ইমামি গ্রুপ পরিস্থিতি বুঝে দ্রুত সব ব্যবস্থা করছে বলে জানান তিনি ৷

কিন্তু, ক্লাবের সদস্য থেকে সমর্থক সকলে দলগঠন এবং লিগ-সহ বাকি টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে জানতে আগ্রহী ৷ দেবব্রত সরকার জানান, লিগে অংশগ্রহণের ব্যাপারে আইএফএ-কে পরিস্থিতি জানানো হয়েছে ইস্টবেঙ্গলের তরফে ৷ এ নিয়ে আইএফএ ইস্টবেঙ্গল ক্লাবের অসুবিধার কথা বুঝবে বলে মনে করেন তিনি ৷ আর সেই মতো পরিস্থিতি বিবেচনা করবে বলেই বিশ্বাস দেবব্রত সরকারের ৷

একই সঙ্গে ডুরান্ড কাপে খেলার বিষয়টিও ক্লাব কর্তৃপক্ষ মাথায় রাখছে বলে জানান তিনি ৷ কারণ কলকাতা লিগ এবং ডুরান্ড কাপ একইসঙ্গে চলবে ৷ এদিকে ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের উপর আরোপিত ফিফার নিষেধাজ্ঞার বিষয়টি নিয়েও ধোঁয়াশা রয়েছে ৷ কারণ, একমাত্র ইরানের ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার উমেদ সিংয়ের বকেয়া টাকা দেওয়া যাচ্ছে না, ভারতের বিদেশনীতির জন্য ৷ বিষয়টি এআইএফএফ-এর দেখা উচিৎ বলে মনে করে ইস্টবেঙ্গল ৷

দলগঠন করতে দ্রুত ইমামির সঙ্গে চুক্তি সইয়ে জোর ইস্টবেঙ্গলের

আরও পড়ুন: East Bengal: ইচ্ছে থাকলেও কলকাতা লিগে অংশগ্রহণ এখন বড়সড় চ্যালেঞ্জ লাল-হলুদের কাছে

এ দিন ক্লাবের শতবর্ষ পালনের সমাপ্তি অনুষ্ঠান নিয়েও আলোচনা হয়েছে ইস্টবেঙ্গলের কার্যকরী কমিটির বৈঠকে ৷ স্বপন সেনগুপ্ত এবং গৌতম সরকারকে জীবনকৃতী সম্মান দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে ৷ তবে, সবার আগে দ্রুত দলগঠন এবং ফুটবল চুক্তি বাস্তবায়নই পাখির চোখ বলে জানিয়েছেন দেবব্রত সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.