ETV Bharat / sports

EB-Emami Agreement: উন্মোচিত নয়া লোগো, ইমামির সঙ্গে বহু প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষর লাল-হলুদের - ইমামির সঙ্গে বহু প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষর লাল হলুদের

নয়া লগ্নিকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধার ঘোষণার পর একের পর এক টালবাহানা একসময় হতাশ হয়ে পড়া লাল-হলুদ জনতাকে যেন টাটকা বাতাস দিয়ে গেল ।

EB-Emami Agreement
ইমামির সঙ্গে বহু প্রতীক্ষিত চুক্তি স্বাক্ষর লাল-হলুদের
author img

By

Published : Aug 2, 2022, 6:39 PM IST

কলকাতা, 2 অগস্ট: "আপনাদের সঙ্গে আবার দেখা হবে ট্রফি নিয়ে ।" প্রতিষ্ঠা দিবসের মঞ্চে ইমামির কর্তার এই কথাই তাতিয়ে দিয়েছিল আপামর লাল-হলুদ । রাত পোহালেই নয়া লগ্নিকারী সংস্থার সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের জন্য হয়তো কিছুটা সেলিব্রেশন তোলাও ছিল । মঙ্গলের বিকেলে ওবেরয় গ্র্যান্ডে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই স্বাক্ষরিত হল ইস্টবেঙ্গল-ইমামির চুক্তি (East Bengal have signed a much-awaited deal with investor Emami) । নয়া লগ্নিকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধার ঘোষণার পর একের পর এক টালবাহানা একসময় হতাশ হয়ে পড়া লাল-হলুদ জনতাকে যেন টাটকা বাতাস দিয়ে গেল ।

এই টাটকা বাতাস এনে দেওয়ার পিছনে চুক্তি স্বাক্ষর হওয়াই একমাত্র কারণ নয় । কিছুটা দেরিতে ট্রান্সফার মার্কেটে নেমেও শেষ কয়েকদিনে যেভাবে ভারতীয় ব্রিগেডকে শক্তিশালী করতে তৎপর হয়েছে লগ্নিকারী সংস্থা, তা আশ্বস্ত করছে সমর্থকদের । উল্লেখ্য, জাতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে হেড কোচ নিযুক্ত করে আগামী মরশুমে আইএসএল খেলবে ইস্টবেঙ্গল । ব্রিটিশ কোচের সহকারী হিসেবে থাকছেন কেরলের সন্তোষজয়ী কোচ বিনো জর্জ । চূড়ান্ত ঘোষণা না-হলেও শোনা যাচ্ছে ভিপি সুহের, অনিকেত যাদবকে নিয়ে আপফ্রন্ট শক্তিশালী করে নিয়েছে লাল-হলুদ ।

চুক্তি স্বাক্ষরের বিকেলে সে কথাই শোনা গেল ইমামি কর্তাদের কথায় । এদিন ওবেরয় গ্র্যান্ডে চুক্তিপত্রের সঙ্গেই প্রকাশ্যে আনা হল ইমামি ইস্টবেঙ্গলের নয়া লোগো । যদিও ইমামি কর্তা গতকালই জানিয়েছেন ইস্টবেঙ্গল এফসি নামেই খেলবে দল । সবমিলিয়ে গত দু'বছরের চূড়ান্ত হতাশাজনক ফলাফলের পর কোথাও যেন ফের আশায় বুক বাঁধছেম সমর্থকরা । আর নতুন কোম্পানির শেয়ার ভাগাভাগির যে প্রশ্ন, যে কারণে চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে এতটা সময় লেগে গেল দু'পক্ষের, তাও সামনে আনা হয়েছে ।

আরও পড়ুন: ঝুলনের প্রশংসায় দরাজ লিয়েন্ডার, ইস্টবেঙ্গল দিবসে নস্ট্যালজিক প্রাক্তনীরা

কোম্পানির 23 শতাংশ শেয়ার নিজেদের হাতে রেখে বাকিটা ইমামিকে ছেড়ে দিতে সম্মত হয়েছেন ক্লাব-কর্তারা । 10 জনের বোর্ড অফ ডিরেক্টর্সে ইস্টবেঙ্গেলের তরফে থাকছে 3 জন প্রতিনিধি, অন্যদিকে লগ্নিকারী সংস্থার প্রতিনিধিত্ব করবেন 7 জন ।

কলকাতা, 2 অগস্ট: "আপনাদের সঙ্গে আবার দেখা হবে ট্রফি নিয়ে ।" প্রতিষ্ঠা দিবসের মঞ্চে ইমামির কর্তার এই কথাই তাতিয়ে দিয়েছিল আপামর লাল-হলুদ । রাত পোহালেই নয়া লগ্নিকারী সংস্থার সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের জন্য হয়তো কিছুটা সেলিব্রেশন তোলাও ছিল । মঙ্গলের বিকেলে ওবেরয় গ্র্যান্ডে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই স্বাক্ষরিত হল ইস্টবেঙ্গল-ইমামির চুক্তি (East Bengal have signed a much-awaited deal with investor Emami) । নয়া লগ্নিকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধার ঘোষণার পর একের পর এক টালবাহানা একসময় হতাশ হয়ে পড়া লাল-হলুদ জনতাকে যেন টাটকা বাতাস দিয়ে গেল ।

এই টাটকা বাতাস এনে দেওয়ার পিছনে চুক্তি স্বাক্ষর হওয়াই একমাত্র কারণ নয় । কিছুটা দেরিতে ট্রান্সফার মার্কেটে নেমেও শেষ কয়েকদিনে যেভাবে ভারতীয় ব্রিগেডকে শক্তিশালী করতে তৎপর হয়েছে লগ্নিকারী সংস্থা, তা আশ্বস্ত করছে সমর্থকদের । উল্লেখ্য, জাতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে হেড কোচ নিযুক্ত করে আগামী মরশুমে আইএসএল খেলবে ইস্টবেঙ্গল । ব্রিটিশ কোচের সহকারী হিসেবে থাকছেন কেরলের সন্তোষজয়ী কোচ বিনো জর্জ । চূড়ান্ত ঘোষণা না-হলেও শোনা যাচ্ছে ভিপি সুহের, অনিকেত যাদবকে নিয়ে আপফ্রন্ট শক্তিশালী করে নিয়েছে লাল-হলুদ ।

চুক্তি স্বাক্ষরের বিকেলে সে কথাই শোনা গেল ইমামি কর্তাদের কথায় । এদিন ওবেরয় গ্র্যান্ডে চুক্তিপত্রের সঙ্গেই প্রকাশ্যে আনা হল ইমামি ইস্টবেঙ্গলের নয়া লোগো । যদিও ইমামি কর্তা গতকালই জানিয়েছেন ইস্টবেঙ্গল এফসি নামেই খেলবে দল । সবমিলিয়ে গত দু'বছরের চূড়ান্ত হতাশাজনক ফলাফলের পর কোথাও যেন ফের আশায় বুক বাঁধছেম সমর্থকরা । আর নতুন কোম্পানির শেয়ার ভাগাভাগির যে প্রশ্ন, যে কারণে চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে এতটা সময় লেগে গেল দু'পক্ষের, তাও সামনে আনা হয়েছে ।

আরও পড়ুন: ঝুলনের প্রশংসায় দরাজ লিয়েন্ডার, ইস্টবেঙ্গল দিবসে নস্ট্যালজিক প্রাক্তনীরা

কোম্পানির 23 শতাংশ শেয়ার নিজেদের হাতে রেখে বাকিটা ইমামিকে ছেড়ে দিতে সম্মত হয়েছেন ক্লাব-কর্তারা । 10 জনের বোর্ড অফ ডিরেক্টর্সে ইস্টবেঙ্গেলের তরফে থাকছে 3 জন প্রতিনিধি, অন্যদিকে লগ্নিকারী সংস্থার প্রতিনিধিত্ব করবেন 7 জন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.