ETV Bharat / sports

East Bengal: লাল-হলুদ জার্সিতে সেকেন্ড ইনিংস শুরু খাবরার, ইস্টবেঙ্গলে এলেন ভন্সপাল-মন্দারও

সাতবছর পরে ইস্টবেঙ্গলে ফিরল ঘরের ছেলে হরমনজোৎ সিং খাবরা ৷ সঙ্গে আরও দুই নতুন মুখ মন্দার দেশাই এবং এডুইন ভন্সপাল ৷

East Bengal
ইস্টবেঙ্গলে নতুন তিন মুখ
author img

By

Published : Jun 19, 2023, 4:45 PM IST

Updated : Jun 19, 2023, 5:07 PM IST

কলকাতা, 19 জুন: ঘরে ফিরলেন হরমনজোৎ সিং খাবরা। কোচ ট্রেভর জেমস মরগ্যানের দলের গুরুত্বপূর্ণ সদস্য খাবরা ফের একাবার লাল-হলুদ জার্সিতে। সাতবছর পর ইস্টবেঙ্গলে ফিরতে পেরে খুশি 35 বছর বয়সি মিডফিল্ডারও। প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক লাল-হলুদ জার্সিতে জোড়া ফেডারেশন কাপ, আইএফএ শিল্ড, সুপার কাপ এবং সাতবার কলকাতা লিগ জিতেছেন। এরপর বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি এবং কেরালা ব্লাস্টার্স ঘুরে ফের ইস্টবেঙ্গলে হরমনজোৎ খাবরা।

পুরোনো ক্লাবে ফিরতে পেরে বেজায় খুশি পঞ্জাব ফুটবলার বলেন, "আমি ঘরে ফেরার জন্য মুখিয়ে রয়েছি। ইস্টবেঙ্গল আমাকে প্রতিষ্ঠা দিয়েছে। আমি ফের সমর্থকদের সামনে নিজেকে উজাড় করে দিতে চাই। মুখিয়ে রয়েছি ডার্বিতে নামার জন্য। ডার্বি এমন একটি ম্যাচ যা আমাকে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করে। এছাড়াও ফের কোচ কুয়াদ্রাতের অধীনে খেলার সুযোগ। আমি তাই বাড়তি উদ্দীপ্ত।" খাবরার ইস্টবেঙ্গলে যোগদানের অর্থ ঘরে ফেরা। কিন্তু নতুন মরশুমে আরও দুই নতুন ফুটবলারের যোগদানের খবর সরকারিভাবে সামনে এল সোমবার দুপুরে।

মন্দার দেশাই এবং এডুইন ভন্সপাল এই মরশুমে লাল-হলুদ জার্সিতে। লেফট ব্যাক মন্দার প্রথম ফুটবলার যে আইএসএলে একশো ম্যাচ খেলার কৃতিত্ব দেখিয়েছেন। এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসির হয়ে প্রতিনিধিত্ব করা 32 বছর বয়সি লেফটব্যাক জানিয়েছেন, ইস্টবেঙ্গলে যোগদান আমার কাছে নতুন চ্যালেঞ্জ। আমি নিজেকে উজার করে দিতে চাই। কোচ কুয়াদ্রাত একজন দারুণ কুশলী কোচ এবং ভালো মানুষ। আমি খুশি তাঁর অধীনে খেলার সুযোগ পেয়ে। দলের জয়ের জন্য যা দরকার আমি তা করতে প্রস্তুত।

East Bengal
ইস্টবেঙ্গলে খাবরা ভন্সপাল মন্দার

আরও পড়ুন: একইদিনে জোড়া বিদেশির আগমন ইস্টবেঙ্গলে, লাল-হলুদ জার্সিতে এবার জেভিয়ার-ক্রেসপো

চারবছর চেন্নাইয়িন এফসির হয়ে খেলার পরে এবার লাল-হলুদ জার্সিতে এডুইন ভন্সপাল। ডিফেন্ডার থেকে মিডফিল্ডারে পরিণত হওয়া তামিলনাড়ুর ফুটবলারটি জানিয়েছেন, কলকাতা ফুটবলের ঐতিহ্য সম্পর্কে আমি জানি। ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য তাদের বিশাল সমর্থককুলের কথাও জানা আছে। এইরকম একটি ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি খুশি। নিজেকে উজাড় করে দিতে চাই। একইভাবে কোচ কুয়াদ্রাতের অধীনে খেলার জন্য মুখিয়ে রয়েছি।

তিন ভারতীয় ফুটবলারের যোগদানকে স্বাগত জানিয়েছেন কুয়াদ্রাত। বলেছেন, তিনজন অভিজ্ঞ ফুটবলারের যোগদানে আমি খুশি। প্রত্যেকেই নিজের বিভাগের নেতৃত্ব দিতে পারদর্শী। তাই সবাইকে নিয়ে নতুন মরসুমে ভালো কিছুর লক্ষ্যে একযোগে কাজ শুরু করব আমরা।

কলকাতা, 19 জুন: ঘরে ফিরলেন হরমনজোৎ সিং খাবরা। কোচ ট্রেভর জেমস মরগ্যানের দলের গুরুত্বপূর্ণ সদস্য খাবরা ফের একাবার লাল-হলুদ জার্সিতে। সাতবছর পর ইস্টবেঙ্গলে ফিরতে পেরে খুশি 35 বছর বয়সি মিডফিল্ডারও। প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক লাল-হলুদ জার্সিতে জোড়া ফেডারেশন কাপ, আইএফএ শিল্ড, সুপার কাপ এবং সাতবার কলকাতা লিগ জিতেছেন। এরপর বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি এবং কেরালা ব্লাস্টার্স ঘুরে ফের ইস্টবেঙ্গলে হরমনজোৎ খাবরা।

পুরোনো ক্লাবে ফিরতে পেরে বেজায় খুশি পঞ্জাব ফুটবলার বলেন, "আমি ঘরে ফেরার জন্য মুখিয়ে রয়েছি। ইস্টবেঙ্গল আমাকে প্রতিষ্ঠা দিয়েছে। আমি ফের সমর্থকদের সামনে নিজেকে উজাড় করে দিতে চাই। মুখিয়ে রয়েছি ডার্বিতে নামার জন্য। ডার্বি এমন একটি ম্যাচ যা আমাকে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করে। এছাড়াও ফের কোচ কুয়াদ্রাতের অধীনে খেলার সুযোগ। আমি তাই বাড়তি উদ্দীপ্ত।" খাবরার ইস্টবেঙ্গলে যোগদানের অর্থ ঘরে ফেরা। কিন্তু নতুন মরশুমে আরও দুই নতুন ফুটবলারের যোগদানের খবর সরকারিভাবে সামনে এল সোমবার দুপুরে।

মন্দার দেশাই এবং এডুইন ভন্সপাল এই মরশুমে লাল-হলুদ জার্সিতে। লেফট ব্যাক মন্দার প্রথম ফুটবলার যে আইএসএলে একশো ম্যাচ খেলার কৃতিত্ব দেখিয়েছেন। এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসির হয়ে প্রতিনিধিত্ব করা 32 বছর বয়সি লেফটব্যাক জানিয়েছেন, ইস্টবেঙ্গলে যোগদান আমার কাছে নতুন চ্যালেঞ্জ। আমি নিজেকে উজার করে দিতে চাই। কোচ কুয়াদ্রাত একজন দারুণ কুশলী কোচ এবং ভালো মানুষ। আমি খুশি তাঁর অধীনে খেলার সুযোগ পেয়ে। দলের জয়ের জন্য যা দরকার আমি তা করতে প্রস্তুত।

East Bengal
ইস্টবেঙ্গলে খাবরা ভন্সপাল মন্দার

আরও পড়ুন: একইদিনে জোড়া বিদেশির আগমন ইস্টবেঙ্গলে, লাল-হলুদ জার্সিতে এবার জেভিয়ার-ক্রেসপো

চারবছর চেন্নাইয়িন এফসির হয়ে খেলার পরে এবার লাল-হলুদ জার্সিতে এডুইন ভন্সপাল। ডিফেন্ডার থেকে মিডফিল্ডারে পরিণত হওয়া তামিলনাড়ুর ফুটবলারটি জানিয়েছেন, কলকাতা ফুটবলের ঐতিহ্য সম্পর্কে আমি জানি। ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য তাদের বিশাল সমর্থককুলের কথাও জানা আছে। এইরকম একটি ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি খুশি। নিজেকে উজাড় করে দিতে চাই। একইভাবে কোচ কুয়াদ্রাতের অধীনে খেলার জন্য মুখিয়ে রয়েছি।

তিন ভারতীয় ফুটবলারের যোগদানকে স্বাগত জানিয়েছেন কুয়াদ্রাত। বলেছেন, তিনজন অভিজ্ঞ ফুটবলারের যোগদানে আমি খুশি। প্রত্যেকেই নিজের বিভাগের নেতৃত্ব দিতে পারদর্শী। তাই সবাইকে নিয়ে নতুন মরসুমে ভালো কিছুর লক্ষ্যে একযোগে কাজ শুরু করব আমরা।

Last Updated : Jun 19, 2023, 5:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.