ETV Bharat / sports

রেফারির খারাপ সিদ্ধান্তে জয় হাতছাড়া , কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ লাল-হলুদ সমর্থকদের - East Bengal Fans

East Bengal Fans Protest: আইএসএল-এ রেফারির একের পর এক খারাপ সিদ্ধান্তের শিকার লাল-হলুদ শিবির ৷ এমনই অভিযোগ তুলে শনিবার সরব হলেন ইস্টবেঙ্গল সমর্থকরা ৷ রেফারির কুশপুতুলও জ্বালান তাঁরা ৷

East Bengal Fans Protest
রেফারির খারাপ সিদ্ধান্তে জয় হাতছাড়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 10:33 PM IST

প্রতিবাদ লাল হলুদ সমর্থকদের

কলকাতা, 23 ডিসেম্বর: আইএসএল-এ ফের রেফারির খারাপ সিদ্ধান্তের শিকার ইস্টবেঙ্গল এফসি । বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের পর এফসি গোয়ার বিরুদ্ধেও রেফারির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছিল ৷ ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধেও খলনায়ক সেই রেফারি ৷ এমনটাই দাবি লাল হলুদ সমর্থকদের । অন্তত দু'টো ন্যায্য পেনাল্টি দেননি রেফারি । আর সেই কারণেই জয় হাতছাড়া হয়েছে ইস্টবেঙ্গলের । যা নিয়ে গত চব্বিশ ঘণ্টায় সমালোচনার ঝড় বইছে । লাল হলুদ সমর্থকরাও শনিবার শহরের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদে মুখর হল ।

রেফারির কুশপুতুল দাহ করেন সমর্থকরা । ইস্টবেঙ্গল ক্লাবের তরফেও খারাপ রেফারিংয়ের ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে । ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "গতকাল ওড়িশা এফসি'র সঙ্গে আইএসএল'-এর ম্যাচে কীভাবে আমরা রেফারির জন্য বঞ্চিত হয়েছি তার ভিডিয়োগুলি তুলে ধরা হয়েছে ৷ তবে শুধু কালই নয়, দীর্ঘদিন ধরে এভাবেই বিভিন্ন ম্যাচে রেফারির অন্যায্য সিদ্ধান্তের শিকার হতে হয়েছে আমাদের ৷ আজ শহরের বিভিন্ন প্রান্তে রেফারির কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়েছে ৷ আমরা চাই ফুটবল নিয়ামক সংস্থা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক নতুবা এরকম চলতে থাকলে অচিরেই বাংলা তথা ভারতীয় ফুটবলের শেষনিশ্বাস দেখতে পাবো ।"

শুধু ইস্টবেঙ্গল নয়,চলতি আইএসএল-এ খারাপ সিদ্ধান্তের শিকার মোহনবাগান সুপার জায়ান্টও । আরব সাগরের তীরে মুম্বই সিটি এফসির সঙ্গে খেলায় রেফারি সাতটি লাল কার্ড এবং সাতটি হলুদ কার্ড দেখিয়েছিলেন । সেই ম্যাচের ম্যাচ পরিচালনা নিয়েও সমালোচনার ঝড় বয়েছে । এই অবস্থায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে কোনও পদক্ষেপের লক্ষণ নেই । প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানিয়েছেন, কুলিনার মতো কিংবদন্তি রেফারিদের দিয়ে ভারতীয় রেফারিদের প্রশিক্ষিত করা হবে । জানুয়ারি মাসে তাঁর আসার কথা ।

বলা হচ্ছে ভার প্রযুক্তিও আইএসএল-এ ব্যবহার করার চেষ্টা চলছে । খরচ সাপেক্ষ এই বিষয়টি করার ক্ষেত্রে কিছুটা 'ধীরে চল' নীতি নিয়ে চাইছে ফেডারেশন । ইতিমধ্যেই ভার প্রযুক্তির প্রয়োজনীয়তা নিয়ে মুখর কার্লেস কুয়াদ্রাত । সমর্থকরাও সরব হচ্ছেন। চড়ছে ক্লাব কর্তাদের গলা। এখন দেখার কবে ঘুম ভাঙে ভারতীয় ফুটবল কর্তাদের ।

আরও পড়ুন:

  1. ঘরের মাঠে দুর্গ রক্ষা লাল-হলুদের, গোলশূন্য শেষ হল ওড়িশা-ইস্টবেঙ্গল লড়াই
  2. 90 বছরের প্রাচীন কুলদাকান্ত শিল্ড ঘরে এল ইস্টবেঙ্গলের
  3. গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে মাঠের বাইরে সূর্যকুমার, আফগানদের বিরুদ্ধে নেই নয়া টি 20 অধিনায়ক

প্রতিবাদ লাল হলুদ সমর্থকদের

কলকাতা, 23 ডিসেম্বর: আইএসএল-এ ফের রেফারির খারাপ সিদ্ধান্তের শিকার ইস্টবেঙ্গল এফসি । বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচের পর এফসি গোয়ার বিরুদ্ধেও রেফারির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছিল ৷ ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধেও খলনায়ক সেই রেফারি ৷ এমনটাই দাবি লাল হলুদ সমর্থকদের । অন্তত দু'টো ন্যায্য পেনাল্টি দেননি রেফারি । আর সেই কারণেই জয় হাতছাড়া হয়েছে ইস্টবেঙ্গলের । যা নিয়ে গত চব্বিশ ঘণ্টায় সমালোচনার ঝড় বইছে । লাল হলুদ সমর্থকরাও শনিবার শহরের বিভিন্ন অঞ্চলে প্রতিবাদে মুখর হল ।

রেফারির কুশপুতুল দাহ করেন সমর্থকরা । ইস্টবেঙ্গল ক্লাবের তরফেও খারাপ রেফারিংয়ের ব্যাপারে প্রতিবাদ জানানো হয়েছে । ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, "গতকাল ওড়িশা এফসি'র সঙ্গে আইএসএল'-এর ম্যাচে কীভাবে আমরা রেফারির জন্য বঞ্চিত হয়েছি তার ভিডিয়োগুলি তুলে ধরা হয়েছে ৷ তবে শুধু কালই নয়, দীর্ঘদিন ধরে এভাবেই বিভিন্ন ম্যাচে রেফারির অন্যায্য সিদ্ধান্তের শিকার হতে হয়েছে আমাদের ৷ আজ শহরের বিভিন্ন প্রান্তে রেফারির কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়েছে ৷ আমরা চাই ফুটবল নিয়ামক সংস্থা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক নতুবা এরকম চলতে থাকলে অচিরেই বাংলা তথা ভারতীয় ফুটবলের শেষনিশ্বাস দেখতে পাবো ।"

শুধু ইস্টবেঙ্গল নয়,চলতি আইএসএল-এ খারাপ সিদ্ধান্তের শিকার মোহনবাগান সুপার জায়ান্টও । আরব সাগরের তীরে মুম্বই সিটি এফসির সঙ্গে খেলায় রেফারি সাতটি লাল কার্ড এবং সাতটি হলুদ কার্ড দেখিয়েছিলেন । সেই ম্যাচের ম্যাচ পরিচালনা নিয়েও সমালোচনার ঝড় বয়েছে । এই অবস্থায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে কোনও পদক্ষেপের লক্ষণ নেই । প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানিয়েছেন, কুলিনার মতো কিংবদন্তি রেফারিদের দিয়ে ভারতীয় রেফারিদের প্রশিক্ষিত করা হবে । জানুয়ারি মাসে তাঁর আসার কথা ।

বলা হচ্ছে ভার প্রযুক্তিও আইএসএল-এ ব্যবহার করার চেষ্টা চলছে । খরচ সাপেক্ষ এই বিষয়টি করার ক্ষেত্রে কিছুটা 'ধীরে চল' নীতি নিয়ে চাইছে ফেডারেশন । ইতিমধ্যেই ভার প্রযুক্তির প্রয়োজনীয়তা নিয়ে মুখর কার্লেস কুয়াদ্রাত । সমর্থকরাও সরব হচ্ছেন। চড়ছে ক্লাব কর্তাদের গলা। এখন দেখার কবে ঘুম ভাঙে ভারতীয় ফুটবল কর্তাদের ।

আরও পড়ুন:

  1. ঘরের মাঠে দুর্গ রক্ষা লাল-হলুদের, গোলশূন্য শেষ হল ওড়িশা-ইস্টবেঙ্গল লড়াই
  2. 90 বছরের প্রাচীন কুলদাকান্ত শিল্ড ঘরে এল ইস্টবেঙ্গলের
  3. গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে মাঠের বাইরে সূর্যকুমার, আফগানদের বিরুদ্ধে নেই নয়া টি 20 অধিনায়ক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.