কলকাতা, 5 জানুয়ারি: কলিঙ্গ সফরে ইস্টবেঙ্গল । পড়শি রাজ্যের দলটির সঙ্গে ফুটবলের লড়াই মানেই গোলের ফুলজুড়ি । স্কোরবোর্ড দেখলে মনে হয় বোধহয় টেনিস ম্যাচ হয়েছে । আইএসএলের মঞ্চে তাই ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি ম্যাচ এক অর্থে গোলের উৎসব । ফুটবল খেলার দিক থেকে দেখলে ম্যাচটি স্বাস্থ্যকর বিজ্ঞাপন । কিন্তু কোনওবারই লাল-হলুদ সমর্থকরা বিষয়টি উপভোগ করতে পারেননি (East Bengal eyes to enter in Super Six of ISL) ।
নতুন বছরে প্রথম ম্যাচেই সেই ওড়িশা চ্যালেঞ্জ । ঘরের মাঠে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে জয় লাল-হলুদ ব্রিগেডকে বদলে দিয়েছে । 12 পয়েন্ট নিয়ে 8 নম্বরে থাকা ইস্টবেঙ্গলের পাখির চোখ সুপার ছয়ে জায়গা করে নেওয়া । কলিঙ্গ সফরে রওনা হওয়ার আগে মিডফিল্ডার মোবাসিরকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন স্টিফেন কনস্ট্যান্টাইন । কোনও রাখঢাক না-করেই জানিয়ে দিলেন, শনিবার জয় পেলে সুপার সিক্সে যাওয়ার লক্ষ্যপূরন কঠিন হবে না ।
হাতে আর 9টি ম্যাচ । প্রতিটিতেই জিততে চান । তবে তার জন্য কোনও বাড়তি চাপ চাপিয়ে দেওয়া নয় । বরং ধাপে ধাপে এগোতে চান । ছোট ভুলে বড় ধাক্কায় ছিটকে যাওয়া নয় । আগের 10 ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে তাকাতে চাইছেন হেডস্যর । দলে গোলরক্ষক কমলজিৎ সিংয়ের চোট নিয়ে চিন্তা রয়েছে । তবে যারা আছেন তাদের নিয়েই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে লক্ষ্যপূরণের কথা বলছেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ ।
পাশাপাশি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে চমক ইস্টবেঙ্গলের । চূড়ান্ত ফ্লপ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এলিয়ান্দ্রোর বিদায় কার্যত ঘোষণা করে দেওয়া হল । তাঁর জায়গায় জ্যাক মারিও জার্ভিসকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল । জ্যাক মারিও জার্ভিস শুধু স্ট্রাইকার হিসেবে নয়, উইঙ্গার হিসেবেও খেলতে পারেন । ইতিমধ্যেই কলকাতায় চলে এসেছেন 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার দীর্ঘদেহী এই স্ট্রাইকার । ফিনল্যান্ডের ক্লাব এসজেকে’তে শেষ খেলেছেন তিনি । যার যোগদানের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জামশেদপুর সিটি এফসির বিদায়ী ডিফেন্ডার পিটার হার্টলেও ।
31 বছর বয়সি জার্ভিস 54 ম্যাচে 17টি গোল করেছেন । উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের যুব দল থেকে তাঁর উত্থান । মূলত কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের সুপারিশেই জার্ভিসকে সই করাচ্ছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট । যদিও লাল-হলুদ কোচ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নতুন বিদেশি নেওয়ার প্রসঙ্গটি কথার জালে এড়িয়ে গিয়েছেন । এমনকী ভারতীয় ফুটবলার নেওয়ার বিষয়টিও এড়িয়েছেন । জ্যাক জার্ভিস তাঁর পেশাদার কেরিয়ার শুরু করেন বার্মিংহ্যাম সিটিতে । সেখানে খেলেছেন 2010-13 পর্যন্ত । জানুয়ারির নতুন ট্রান্সফার উইন্ডোতে এই নতুন বিদেশি ফুটবলারের খবর ইস্টবেঙ্গল সরকারিভাবে অবশ্য এখনও জানায়নি । কারণ এলিয়ান্দ্রোর বিদায় পর্ব সম্পন্ন হয়নি । তবে বিষয়টি মিটে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা । এখানেই প্রশ্ন, কবে মাঠে নামতে পারবেন জার্ভিস ?
আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন ফুটবলার শ্যামল ঘোষ, ময়দানে শোকের ছায়া
শনিবার ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচে হয়তো পাওয়া যাবে না জার্ভিসকে । তবে পরের ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামতে পারেন তিনি । 13 জানুয়ারির মধ্যে তাঁকে ম্যাচ ফিট করে তোলা যাবে বলেই আশা ইস্টবেঙ্গলের । এখান থেকে প্লে-অফে যেতে হলে প্রায় সব ম্যাচ জিততে হবে ইস্টবেঙ্গলকে । সেই লক্ষ্যে জার্ভিসের ভালো খেলা জরুরি বলে মানছেন সকলেই ।