কলকাতা, 23 ফেব্রুয়ারি: ডার্বির অনুশীলনে নেমে পড়ল ইস্টবেঙ্গলও । যুবভারতী ক্রীড়াঙ্গনের দুই প্র্যাকটিস গ্রাউণ্ডে একই সময়ে যুযুধান দুই প্রধানের কোচ নীল নকশা সাজাচ্ছেন, এমন ছবি বিরল। মাঝে বাধা বলতে কালো পর্দা। এটিকে মোহনবাগান প্র্যাকটিস চোখে দেখার অনুমতি দিয়েছিল । লাল-হলুদে সেটুকু সুযোগও নেই (Stephen Constantine eyes to win first ISL Derby) ।
পদ্মাপাড়ের ক্লাবের হেডস্যর স্টিফেন কনস্ট্যান্টাইন (East Bengal Coach Stephen Constantine) বলছেন, সমর্থকদের দ্বারা মৌখিকভাবে নিগৃহীত হওয়ার শঙ্কা থেকেই তিনি পর্দা টেনেছেন। কাকপক্ষীকে ঢুকতে দিতে নারাজ । তাই ডার্বির চব্বিশ ঘণ্টা আগের অনুশীলনে মিনিট পনেরো প্র্যাকটিস দেখার অনুমতি মিলবে । শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি'র বিরুদ্ধে জয় পুরো ইস্টবেঙ্গল দলের ঝুকে পড়া কাঁধ কিছুটা হলেও সোজা করেছে । স্টিফেন জানেন, পয়েন্ট টেবিলে দলের নয় নম্বরে থাকা নিয়ে যে সমালোচনা চলছে তা একমাত্র থামাতে পারে ডার্বির সাফল্য ।
সেই ডার্বিতেই প্রথম সাক্ষাতে 0-2 গোলে হারতে হয়েছিল । লড়াই করলেও ছোট ভুলে বড় খেসারত দিতে হয়েছিল । এবার পরিস্থিতি খানিক আলাদা । শনিবার তাঁর দল যদি পালটা দিতে পারে, তাহলে সমর্থকদের ক্ষতে মলম দেওয়া যাবে । কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন দলের প্রস্তুতি নিশ্ছিদ্র করতে চান ।
নবাগত স্ট্রাইকার জ্যাক জারভিস শনিবারের ডার্বি নিয়ে মুখিয়ে রয়েছেন । ফিনল্যান্ডের স্ট্রাইকার দলবদলের দ্বিতীয় উইন্ডোতে লাল-হলুদ জার্সি পড়েছেন । তাঁর যোগদানে অনেকটাই ধার বেড়েছে দলের । ইতিমধ্যে ব্যাকভলিতে গোল করাই নয়, প্রতিপক্ষ ডিফেন্ডারদের চাপে রাখার কাজটাও তিনি করে চলেছেন । এবার ডার্বি । জ্যাক জার্ভিস জানিয়েছেন, তিনি ভারতে পা দেওয়ার আগে এই ম্যাচ সম্বন্ধে শুনেছেন । ইউটিউবে ম্যাচের ভিডিয়ো দেখেছেন । তাই ডার্বি ঘিরে উন্মাদনা আঁচ করতে পারছেন । আশা করছেন, সমর্থকরা তাদের সমর্থনে মাঠ ভরাবেন । সমর্থকদের চিৎকার পুরো ইস্টবেঙ্গল দলকে ভালো খেলতে অনুপ্রাণিত করবে । প্রতিপক্ষ এটিকে মোহনবাগানের কার্ল ম্যাকহিউয়ের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর । তাই ভরা স্টেডিয়ামে গোল করার স্বপ্ন তাঁর চোখে । যা পরের টুর্নামেন্ট সুপার কাপে ভালো খেলতে সাহায্য করবে বলে মনে করেন ।
আরও পড়ুন: হামিলের অভাব ঢাকতে রক্ষণের নীল নকশা আড়ালে রাখলেন ফেরান্দো
ডার্বিতে নামার আগে স্টিফেন কনস্ট্যান্টাইনের চিন্তা দলের রক্ষণের ধারাবাহিকতার অভাব । মুম্বইয়ের বিরুদ্ধে কিরিয়াকু লালচুননুঙ্গা, সার্থক গোলুই, জেরি এবং গোলরক্ষক কমলজিৎ ভরসা দিলেও তাঁদের ছোট ভুলের অভ্যাস চলে গিয়েছে তা বলা যাবে না । চোটের কারণে বাইরে ইভান গঞ্জালেস । তাঁর চোট সারিয়ে ডার্বির আগে ফিট হওয়ার উপর প্রশ্নচিহ্ন রয়েছে । তাই মাঝমাঠ, রক্ষণ এবং আক্রমণভাগের মধ্যে বোঝাপড়া গড়ে তুলে আইএসএলের সাত নম্বর জয় পাওয়াই লাল-হলুদ কোচের একমাত্র লক্ষ্য । একই সঙ্গে ডার্বি জয়ের খাতাও খুলতে চান পদ্মাপাড়ের হেডস্যর ।