কলকাতা, 17 মে: বিদেশি ক্লাব থেকে অনুপ্রাণিত হয়ে সম্প্রতি ক্লাবে চালু হয়েছে মেম্বার্স লাউঞ্জ ৷ এবার বিদেশের ক্লাবগুলোর মতো ক্রাউড ফান্ডিং চালু করতে চলেছে শতাব্দীপ্রাচীন ক্লাব ৷ এই সিদ্ধান্তের পিছনে যদিও কাজ করছে অন্য তাগিদ ৷ বছরের পর বছরের ব্যর্থতার পর আসন্ন মরশুমে ভালো দল গড়ে ফের সাফল্যের সরণিতে ফিরতে প্রত্যয়ী লাল-হলুদ ৷ তবে সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে ইনভেস্টরের দল গড়ায় বরাদ্দ অর্থ ৷ কার্লোস কুয়াদ্রাতকে নয়া কোচ করে আনা হয়েছে ৷ বেশ কিছু ঘরোয়া প্রতিশ্রুতিমান দেশীয় ফুটবলারও চুক্তিবদ্ধ হয়েছেন ৷ কিন্তু খেতাবি লড়াইয়ে থাকতে গেলে চাই আরও শক্তিশালী দল ৷ আর সে জন্য চাই অর্থ ৷ তাই দলগঠন আরও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত ক্লাবের কর্মকর্তাদের ৷
যদিও বুধবার ক্রাউড ফান্ডিংয়ের কথা ঘোষণা করে কর্তারা ক্লাবের সার্বিক পরিকাঠামো উন্নয়নের কথাই জানালেন। নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন সমর্থকরা। ইমামি ইস্টবেঙ্গল বোর্ড চাইলে সেই টাকা ব্যবহার করা হবে সিনিয়র দল গঠনে। বুধবার কার্যকরী কমিটির বৈঠকের শেষে এই কথা ঘোষণা করে ইস্টবেঙ্গল। ক্লাবের প্রাক্তন সহসচিব ডাঃ শান্তিরঞ্জন দাশগুপ্ত যদিও জানান, সদস্য সমর্থকরা বারবার ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারে ক্লাবকে উদ্যোগী হতে অনুরোধ করেছে। সেই অনুরোধ রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দিতে পারবেন তা সবিস্তারে জানানো হয়েছে ক্লাবের তরফে। যারা এই অর্থ দেবেন তার বিনিময়ে শংসাপত্র দেওয়া হবে।
ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, যে যেরকম পারবেন সেই পরিমাণ অর্থ দেবেন। কোনও ন্যূনতম বা উর্ধ্বসীমা নেই। বিদেশ থেকে কোনও সদস্য যদি আগ্রহী হন তাহলেও নিয়ম মেনে আর্থিক সাহায্য করতে পারেন। এই টাকা ক্লাবের পরিকাঠামো উন্নয়নে, অ্যাকাডেমি পরিচালনায় ব্যবহার হবে বলেও জানান তিনি। ক্লাবের ফুটবল যেহেতু এখন লগ্নিকারীর এক্তিয়ারে এবং তারাই পরিচালনা করছে, তাই উপযাচক হয়ে অর্থ দেওয়ার কথা বলবে তারা বলবে না। তবে প্রয়োজনে ক্রাউড ফান্ডিংয়ের টাকা সিনিয়র দলের জন্য ব্যবহার করা হবে।
আরও পড়ুন: এটিকে বিদায়ে সরকারি সিলমোহর, বোর্ডের সর্বসম্মতিতে পয়লা জুন থেকে মোহনবাগান 'সুপার জায়ান্টস'
ইতিমধ্যেই শক্তিশালী দল গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়ে ক্লাব লগ্নিকারীকে চিঠি দিয়েছে। লগ্নিকারীর তরফে প্রত্যুত্তর না আসলেও ফোনে ইমামি কর্তাদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন দেবব্রত সরকার। তবে ক্রাউড ফাণ্ডিংয়ের মধ্যে দিয়ে অর্থের সঙ্কুলানের উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া ফুটবল মহলে। এর আগে ইউনাইটেড স্পোর্টস এই পথে অর্থ সংগ্রহ করেছিল। যদিও তিন প্রধানের মধ্যে অর্থ সংগ্রহের নজির এই প্রথম। এদিনই কুয়াদ্রাতের সহকারী হিসেবে বিনো জর্জের নাম ঘোষণা করল ক্লাব। কোচের মতামত নিয়েই তাঁকে নিয়োগ করা হয়েছে।