ETV Bharat / sports

Eb Gets Invitaion From Bangladesh : শেখ রাসেল ক্রীড়াচক্রের আমন্ত্রণ লাল-হলুদকে, আরও জোরাল বিনিয়োগের সম্ভাবনা

মঙ্গলবার ক্লাব তাঁবুতে বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র এসে পৌঁছেছে (East Bengal Club gets invitation from Bangladesh football club Sheikh Russel KC) । সেই খবরে সিলমোহর দিয়ে ক্লাব জানিয়েছে, আমন্ত্রণ স্বীকার করা হলেও সিদ্ধান্ত জানানো হবে দিনকয়েকের মধ্যে ৷

Eb Gets Invitaion From Bangladesh
শেখ রাসেল ক্রীড়াচক্রের আমন্ত্রণ লাল-হলুদকে, আরও জোরাল বিনিয়োগের সম্ভাবনা
author img

By

Published : Mar 1, 2022, 10:02 PM IST

কলকাতা, 1 মার্চ : ইস্টবেঙ্গলে কি তবে পূর্ববঙ্গের বিনিয়োগকারী ? বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহানকে আমন্ত্রণ জানিয়ে গত বৃহস্পতিবার আজীবন সদস্যপদ দিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন ক্লাবের কর্মকর্তারা ৷ এবার ইস্টবেঙ্গলের কাছে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পৌঁছতেই আরও বেড়ে গেল সেই সম্ভাবনা। মঙ্গলবার ক্লাব তাঁবুতে বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র এসে পৌঁছেছে (East Bengal Club gets invitation from Bangladesh football club Sheikh Russel KC) । সেই খবরে সিলমোহর দিয়ে ক্লাব জানিয়েছে, আমন্ত্রণ স্বীকার করা হলেও সিদ্ধান্ত জানানো হবে দিনকয়েকের মধ্যে ৷

পুরো বিষয়ে লাল-হলুদ কর্তারা যতোই গোপনীয়তা রাখার চেষ্টা করুন না কেন, লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে কান পাতলেই এখন বসুন্ধরা গ্রুপের নাম ৷ তবে বসুন্ধরা গ্রুপের তরফ থেকে নয়, ইস্টবেঙ্গলের ডাক এসেছে সংস্থার অধীনস্থ ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্রের তরফ থেকে ৷ যে ক্লাবের চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান স্বয়ং ৷

24 ফেব্রুয়ারি তাঁকে সংবর্ধনা দেওয়ার দিনেই ওপার বাংলার এই শিল্পপতি ইস্টবেঙ্গল তাঁবুতে দাঁড়িয়ে কলকাতার ক্লাবকে নিয়ে তাঁর মুগ্ধতা এবং আগামী দিনে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। বসুন্ধরা কিংস, শেখ রাসেল এবং ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে একটি টুর্নামেন্ট করার কথাও জানিয়েছিলেন। একইসঙ্গে সেদিন সন্ধ্যায় লাল-হলুদ ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনাতেও বসেছিলেন সোয়েম সোবহান। তারই রেশ ধরে এই আমন্ত্রণ পত্র ক্লাবে এসে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন : SCEB vs NEUFC: ভাল খেলেও ড্র লাল-হলুদের, লিগ টেবিলের শেষে পদ্মাপাড়ের ক্লাব

বিশ্বস্ত সূত্র বলছে, নতুন মরসুমে ইস্টবেঙ্গলে বিনিয়োগ করার ব্যাপারে প্রাথমিক পদক্ষেপ হয়তো প্রথম বৈঠকে পেশ হতে পারে ৷ ইস্টবেঙ্গলের বর্তমান লগ্নিকারীর সঙ্গে সম্পর্ক এখন তলানিতে। বিচ্ছেদ সময়ের অপেক্ষা। আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ আগামী শনিবার। তারপর বসুন্ধরা গ্রুপের সঙ্গে তাদের অবস্থান প্রকাশ করবে ক্লাব ৷ আসলে ইস্টবেঙ্গলে চাইছে নতুন মরশুমে নতুনভাবে শুরু করতে চাইছে। বাংলাদেশের বহুজাতিক সংস্থার সঙ্গে গাঁটছড়ার চেষ্টা সেই নতুন ইনিংসের অংশ।

কলকাতা, 1 মার্চ : ইস্টবেঙ্গলে কি তবে পূর্ববঙ্গের বিনিয়োগকারী ? বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহানকে আমন্ত্রণ জানিয়ে গত বৃহস্পতিবার আজীবন সদস্যপদ দিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন ক্লাবের কর্মকর্তারা ৷ এবার ইস্টবেঙ্গলের কাছে বাংলাদেশ সফরের আমন্ত্রণ পৌঁছতেই আরও বেড়ে গেল সেই সম্ভাবনা। মঙ্গলবার ক্লাব তাঁবুতে বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে আমন্ত্রণ পত্র এসে পৌঁছেছে (East Bengal Club gets invitation from Bangladesh football club Sheikh Russel KC) । সেই খবরে সিলমোহর দিয়ে ক্লাব জানিয়েছে, আমন্ত্রণ স্বীকার করা হলেও সিদ্ধান্ত জানানো হবে দিনকয়েকের মধ্যে ৷

পুরো বিষয়ে লাল-হলুদ কর্তারা যতোই গোপনীয়তা রাখার চেষ্টা করুন না কেন, লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবে কান পাতলেই এখন বসুন্ধরা গ্রুপের নাম ৷ তবে বসুন্ধরা গ্রুপের তরফ থেকে নয়, ইস্টবেঙ্গলের ডাক এসেছে সংস্থার অধীনস্থ ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্রের তরফ থেকে ৷ যে ক্লাবের চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহান স্বয়ং ৷

24 ফেব্রুয়ারি তাঁকে সংবর্ধনা দেওয়ার দিনেই ওপার বাংলার এই শিল্পপতি ইস্টবেঙ্গল তাঁবুতে দাঁড়িয়ে কলকাতার ক্লাবকে নিয়ে তাঁর মুগ্ধতা এবং আগামী দিনে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। বসুন্ধরা কিংস, শেখ রাসেল এবং ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে একটি টুর্নামেন্ট করার কথাও জানিয়েছিলেন। একইসঙ্গে সেদিন সন্ধ্যায় লাল-হলুদ ক্লাব কর্তাদের সঙ্গে আলোচনাতেও বসেছিলেন সোয়েম সোবহান। তারই রেশ ধরে এই আমন্ত্রণ পত্র ক্লাবে এসে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন : SCEB vs NEUFC: ভাল খেলেও ড্র লাল-হলুদের, লিগ টেবিলের শেষে পদ্মাপাড়ের ক্লাব

বিশ্বস্ত সূত্র বলছে, নতুন মরসুমে ইস্টবেঙ্গলে বিনিয়োগ করার ব্যাপারে প্রাথমিক পদক্ষেপ হয়তো প্রথম বৈঠকে পেশ হতে পারে ৷ ইস্টবেঙ্গলের বর্তমান লগ্নিকারীর সঙ্গে সম্পর্ক এখন তলানিতে। বিচ্ছেদ সময়ের অপেক্ষা। আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ আগামী শনিবার। তারপর বসুন্ধরা গ্রুপের সঙ্গে তাদের অবস্থান প্রকাশ করবে ক্লাব ৷ আসলে ইস্টবেঙ্গলে চাইছে নতুন মরশুমে নতুনভাবে শুরু করতে চাইছে। বাংলাদেশের বহুজাতিক সংস্থার সঙ্গে গাঁটছড়ার চেষ্টা সেই নতুন ইনিংসের অংশ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.