ETV Bharat / sports

CFL 2023: ডার্বির আগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল, লিগে রেলওয়ে এফসি'কে হারাল লাল-হলুদ

East Bengal: কলকাতা লিগে ভবানীপুরের বিরুদ্ধে ড্র আর ডুরান্ডে বাংলাদেশ আর্মির সঙ্গে ড্র করে অবশেষে জয় পেল ইস্টবেঙ্গল ৷ 2-0 গোলে রেলওয়ে এফসিকে হারিয়ে কলকাতা লিগে জয়ই স্বস্তি লাল-হলুদ শিবিরের ৷ তবে ম্যাচে বিনো জর্জের ছেলের যেমনটা সুযোগ পেয়েছিল তাতে গোলের সংখ্যা আরও বাড়াতে পারত ৷

CFL 2023
ডার্বির আগে জয় ইস্টবেঙ্গলের
author img

By

Published : Aug 9, 2023, 7:41 PM IST

কলকাতা, 9 অগস্ট: পয়েন্ট হারানোর ধাক্কা সরিয়ে কলকাতা লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। কলকাতা লিগে রেলওয়ে এফসিকে 2-0 গোলে হারাল বিনো জর্জের ছেলেরা। গোলদাতা আমন সিকে এবং নিশুকুমার। ডুরান্ড এবং কলকাতা লিগ দু'টো টুর্নামেন্টেই তাঁদের শেষ ম্যাচ ড্র হয়েছিল। কলকাতা লিগে জয়ে ফিরলেও ডুরান্ড কাপে লাল-হলুদ কি জয়ে ফিরবে ? উত্তর মিলবে শনিবার।

কেমন খেলল ইস্টবেঙ্গল?

এককথায়, জয় পেলেও বিবর্ণ ফুটবলের সাক্ষী রইল হাজার তিনেক দর্শক। রেলওয়ে এফসি এখন কলকাতা লিগে নীচের সারির দল। তাদের বিরুদ্ধে যে পরিকল্পনামাফিক ফুটবল দেখার আশায় লাল-হলুদ জনতা ভিড় করেছিলেন তাঁরা জয়ের আনন্দ করলেন তবে, তৃপ্ত হতে পারলেন না। তিন মিনিটে পিভি বিষ্ণুর শট গোললাইন থেকে বাঁচান রেলওয়ে এফসির অভিষেক আইচ। এরপর থেকে একের পর এক লাল-হলুদ আক্রমণ রেলের রক্ষণে আছড়ে পড়লেও তা শেষপর্যন্ত দিগভ্রান্ত। ফলে নুনহীন তরকারি যেমন বিস্বাদ তেমনই গোল ছাড়া আক্রমণ বিবর্ণ।

19 মিনিটে প্রথম গোল আমন সিকে'র। পিভি বিষ্ণুর বাড়ানো পাস থেকে গোল করে যান আমন ৷ চলতি লিগে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন আমন। রেলওয়ে এফসি দলটি এতটাই দুর্বল যে ইস্টবেঙ্গল গোলরক্ষকের হাতে বল পৌঁছল বাইশ মিনিটে। 29 মিনিটে মাত্র একবার রেল গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু সেটাও কাজে লাগাতে ব্যর্থ। বিরতির পরে ফের একই ছবি। একের পর আক্রমণ কিন্তু গোল মুখে দিগভ্রান্ত। ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল নিশুকুমারের।

ডুরান্ড কাপের দল থেকে রিজার্ভ দলে পাঠানো হয়েছে নিশুকে। প্রত্যাশিত ফুটবল তাঁর পা থেকে পাওয়া যায়নি। গোল করলেও নিশুর ফুটবলে মন ভরেনি। কোচ বিনো জর্জ বলছেন, অনভিজ্ঞতা তাঁর দলের সমস্যা। তাই আক্রমণ হলেও তা গোল করার জায়গায় পৌঁছতে পারেনি। তবে সময় দিলে দল ভালো খেলবে বলে দাবি করেছেন তিনি। লিগের অন্য ম্যাচে ভবানীপুর 1-1 গোলে ড্র করেছে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে।

আরও পড়ুন: গোল পেলেন বুমোস, পঞ্জাবকে হারিয়ে ডুরান্ডে টানা দ্বিতীয় জয় বাগানের

কলকাতা, 9 অগস্ট: পয়েন্ট হারানোর ধাক্কা সরিয়ে কলকাতা লিগে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। কলকাতা লিগে রেলওয়ে এফসিকে 2-0 গোলে হারাল বিনো জর্জের ছেলেরা। গোলদাতা আমন সিকে এবং নিশুকুমার। ডুরান্ড এবং কলকাতা লিগ দু'টো টুর্নামেন্টেই তাঁদের শেষ ম্যাচ ড্র হয়েছিল। কলকাতা লিগে জয়ে ফিরলেও ডুরান্ড কাপে লাল-হলুদ কি জয়ে ফিরবে ? উত্তর মিলবে শনিবার।

কেমন খেলল ইস্টবেঙ্গল?

এককথায়, জয় পেলেও বিবর্ণ ফুটবলের সাক্ষী রইল হাজার তিনেক দর্শক। রেলওয়ে এফসি এখন কলকাতা লিগে নীচের সারির দল। তাদের বিরুদ্ধে যে পরিকল্পনামাফিক ফুটবল দেখার আশায় লাল-হলুদ জনতা ভিড় করেছিলেন তাঁরা জয়ের আনন্দ করলেন তবে, তৃপ্ত হতে পারলেন না। তিন মিনিটে পিভি বিষ্ণুর শট গোললাইন থেকে বাঁচান রেলওয়ে এফসির অভিষেক আইচ। এরপর থেকে একের পর এক লাল-হলুদ আক্রমণ রেলের রক্ষণে আছড়ে পড়লেও তা শেষপর্যন্ত দিগভ্রান্ত। ফলে নুনহীন তরকারি যেমন বিস্বাদ তেমনই গোল ছাড়া আক্রমণ বিবর্ণ।

19 মিনিটে প্রথম গোল আমন সিকে'র। পিভি বিষ্ণুর বাড়ানো পাস থেকে গোল করে যান আমন ৷ চলতি লিগে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন আমন। রেলওয়ে এফসি দলটি এতটাই দুর্বল যে ইস্টবেঙ্গল গোলরক্ষকের হাতে বল পৌঁছল বাইশ মিনিটে। 29 মিনিটে মাত্র একবার রেল গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু সেটাও কাজে লাগাতে ব্যর্থ। বিরতির পরে ফের একই ছবি। একের পর আক্রমণ কিন্তু গোল মুখে দিগভ্রান্ত। ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল নিশুকুমারের।

ডুরান্ড কাপের দল থেকে রিজার্ভ দলে পাঠানো হয়েছে নিশুকে। প্রত্যাশিত ফুটবল তাঁর পা থেকে পাওয়া যায়নি। গোল করলেও নিশুর ফুটবলে মন ভরেনি। কোচ বিনো জর্জ বলছেন, অনভিজ্ঞতা তাঁর দলের সমস্যা। তাই আক্রমণ হলেও তা গোল করার জায়গায় পৌঁছতে পারেনি। তবে সময় দিলে দল ভালো খেলবে বলে দাবি করেছেন তিনি। লিগের অন্য ম্যাচে ভবানীপুর 1-1 গোলে ড্র করেছে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে।

আরও পড়ুন: গোল পেলেন বুমোস, পঞ্জাবকে হারিয়ে ডুরান্ডে টানা দ্বিতীয় জয় বাগানের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.