কলকাতা, 3 ফেব্রুয়ারি: জ্যাক জার্ভিস নামতেই ইস্টবেঙ্গল আক্রমণভাগ অনেক বেশী সাবলীল । যদিও তিনি গোল না-পেলেও জন্মদিনে গোল করতে ভুল করলেন না ক্লেইটন সিলভা । জার্ভিস-ক্লেইটন জুটি জমতে সময় দরকার । তবে আক্রমণভাগে জোড়া বিদেশির উপস্থিতিতে কেরালা ব্লাস্টার্স স্বস্তিতে ছিল না (East Bengal beat Kerala Blasters) ।
75 মিনিট মাঠে ছিলেন জার্ভিস । লাল-হলুদের নয়া রিক্রুট বোঝালেন, তিনি হতাশ করতে আসেননি । পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে কেরালা ব্লাস্টার্স । প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গলকে 3-1 গোলে হারিয়েছিল ইয়োলো আর্মি । বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে লাল-হলুদ জনতা যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় করেননি । প্রায় ফাঁকা গ্যালারির সামনেই ক্লেইটন সিলভা, মোবাসির, নওরেম মহেশ সিংদের লড়াই যেন অনেক সমালোচনার জবাব । 77 মিনিটে নওরেম মহেশ সিং এবং ক্লেইটন সিলভার যুগলবন্দিতে ইস্টবেঙ্গলের এগিয়ে যাওয়া । মূল্যবান 3 পয়েন্টের হাত ধরে চলতি আইএসএল-এ জয়ের সংখ্যা পাঁচ হল । যদিও তাতে পয়েন্ট টেবিলের অবস্থান বদল হল না ।
কেরালা ব্লাস্টার্সের মাঝমাঠে নিউক্লিয়াস আদ্রিয়ান লুনা । তাঁর বিবর্ণ ফুটবলে কেরালা যুবভারতীতে রং ছড়াতে ব্যর্থ । তবে লুনা-সহ কেরালা ব্লাস্টার্স দলকে দিগভ্রষ্ট করার জন্য লাল-হলুদের মাঝমাঠে মোবাসির, অ্যালেক্স লিমা ডোহার্টি এবং নওরেম মহেশ সিংকে কৃতিত্ব দিতে হবে । তাঁদের অক্লান্ত ফুটবলে 4 ম্যাচে পরাজয়ের পর জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল । প্রথমার্ধে একটি সুযোগ ছাড়া কেরালা লাল-হলুদ রক্ষণ ভাঙতে ব্যর্থ । বরং বিরতির আগে দু'বার গোলের মুখ খুলে ফেলেছিল ইস্টবেঙ্গলই । ইভান গঞ্জালেস এবং লালচুংনুঙ্গাকে বসিয়ে কিরিয়াকু এবং সার্থক গলুইয়ের ওপর রক্ষণ সামলানোর ভার দিয়েছিলেন স্টিফেন কনস্ট্যান্টাইন । শুক্রবারের যুবভারতীতে লাল-হলুদ রক্ষণে নয়া জুটি আশা জাগালেন । পাশাপাশি প্রশংসনীয় লাল-হলুদ গোলরক্ষক কমলজিতের পারফরম্যান্স ।
আরও পড়ুন: মুচলেকা দিয়ে আইএফএ'র শাস্তি এড়াল এটিকে মোহনবাগান
যদিও জয়ের দিনেই কাঁটা হয়ে রইল দু'টি ঘটনা । এই ম্যাচে ভালো খেলার পর প্রায় শেষ মুহূর্তে এসে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন মোবাসির । আরেকটি ঘটালেন অঙ্কিত মুখোপাধ্যায় । তাঁকে তুলে নেওয়ার পরই ডাগ-আউটে এসে জার্সি ছুঁড়ে ফেলে দেন তিনি । 26 বছর বয়সি খেলোয়াড়ের এহেন আচরণ ভালোভাবে নেননি হেডস্যর । ম্যাচ পরবর্তী সময়ে কনস্ট্যান্টাইন সাফ জানিয়ে দিলেন, ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেবে তিনি জানেন না । তবে অঙ্কিতের কাছে মাঠের দরজা বন্ধ ।