ETV Bharat / sports

ISL 2022-23: অনবদ্য মহেশ, জামশেদপুরকে হেলায় হারিয়ে অ্যাওয়ে ম্যাচে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের

author img

By

Published : Nov 27, 2022, 10:40 PM IST

জামশেদপুর এফসিকে হারিয়ে অ্যাওয়ে ম্যাচে জয়ের হ্যাটট্রিক গড়ল লাল-হলুদ শিবির (ISL 2022) ৷ এই সাফল্য ইস্টবেঙ্গলকে শুধু 9 পয়েন্টেই পৌঁছে দিল না, পয়েন্ট টেবিলে 8 নম্বরে তুলে নিয়ে এল ।

ETV Bharat
অনবদ্য মহেশ

জামশেদপুর, 27 নভেম্বর: অ্যাওয়ে ম্যাচে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের । নর্থ ইস্ট ইউনাইটেড, বেঙ্গালুর এফসির পরে জামশেদপুর এফসির বিরুদ্ধে দাপুটে জয় লাল-হলুদের (East Bengal Beat Jamshedpur FC)। রবিবার সন্ধ্যায় ইস্পাত নগরীতে ইস্টবেঙ্গলের জয়ের নায়ক মহেশ নওরেম সিং । 3-1 গোলে জয় । এই সাফল্য ইস্টবেঙ্গলকে শুধু 9 পয়েন্টে পৌঁছে দিল না, পয়েন্ট টেবিলে 8 নম্বরে তুলে নিয়ে এল । প্রতিটি গোলের কারিগর নওরেম মহেশ সিং অবধারিতভাবে এদিন ম্যাচের সেরা (Naorem Mahesh Singh)।

ক্লেইটন সিলভা দু'টো গোল করেছেন বটে কিন্তু তাঁর গোলের বল সাজিয়ে দিয়েছেন উত্তর-পূর্ব ভারতের রাজ্য থেকে উঠে আসা মিডফিল্ডারটি । আইএসএলের দ্রুততম গোলের কৃতিত্ব দেখালেন সুহের ভিপি (1-0)। শুরুর দু'মিনিটের মধ্যে মহেশের মাপা সেন্টারে বুদ্ধিদীপ্ত হেড করে দলকে এগিয়ে দেন সুহের । ডানদিক দিয়ে তাঁর গা-জোয়ারি ফুটবলের ফসল ধীরে হলেও পেতে শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে দু'টো গোল এসেছিল তাঁর থেকে । এদিন গোল করলেন কেরলের ফুটবলারটি ।

আরও পড়ুন : অঘটনের বিশ্বকাপ ! মরক্কোর কাছে হারল বেলজিয়াম

চলতি আইএসএলে ভালো পারফরম্যান্স নেই জামশেদপুর এফসির (Jamshedpur FC)। পয়েন্ট টেবিলে উপরে উঠতে রবিবারের ম্যাচটি তাদের কাছেও ছিল গুরুত্বপূর্ণ । কিন্তু প্রতিপক্ষের বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত ফুটবলের বদলে জেট, ড্যানিয়েল চিমা পিটার হার্টলেদের লেলিয়ে দিয়ে শুধুই গা-জোয়ারি । 26 মিনিটে দ্বিতীয় গোল ইস্টবেঙ্গলের । ইভান গঞ্জালেসের বাড়ানো বল ধরে ক্লেইটন সিলভা তা মহেশের জন্য পাস বাড়ান । অনেকটা দৌড়ে বুদ্ধিদীপ্ত পাস এবং পিছন থেকে উঠে গিয়ে ক্লেইটনের তা জালে পাঠানোর সময় জামশেদপুর রক্ষণ শুধুই হতবাক দর্শক (2-0)। প্রথম আধ ঘণ্টায় দু'গোলে এগিয়ে গেলেও লাল-হলুদ সমর্থকরা প্রাণ খুলে আনন্দ করতে পারছিলেন না কারণ ওড়িশা ম্যাচের তিক্ত স্মৃতি । 40 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান জামশেদপুর এফসির জেট (2-1)। তবে রেফারি কেন পেনাল্টির সিদ্ধান্ত দিলেন তা বোঝা যায়নি ।

চলতি মরসুমে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল বিরতির পরে হারিয়ে যাচ্ছিল । যা নিয়ে কম ক্ষোভ নেই লাল-হলুদ কোচেরও । কিন্তু ডোহার্টি, জেরি, ক্লেইটনরা এদিন হারিয়ে যাননি । বরং প্রতিপক্ষের গা-জোয়ারি ফুটবলের সঙ্গে টেক্কা দিয়েছেন পাসের জালে । 58 মিনিটে ফের মহেশ-ক্লেইটনের যুগলবন্দিতে ইস্টবেঙ্গল 3-1। বাকি সময় জামশেদপুর চাপ বাড়ালেও লাল-হলুদ রক্ষণকে নেতৃত্ব দিলেন ইভান গঞ্জালেস ।

আরও পড়ুন : টুর্নামেন্ট ফেভারিট নন, তবু পর্তুগালকে বিশ্বসেরা করার স্বপ্ন দেখছেন রোনাল্ডো !

জামশেদপুর, 27 নভেম্বর: অ্যাওয়ে ম্যাচে জয়ের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের । নর্থ ইস্ট ইউনাইটেড, বেঙ্গালুর এফসির পরে জামশেদপুর এফসির বিরুদ্ধে দাপুটে জয় লাল-হলুদের (East Bengal Beat Jamshedpur FC)। রবিবার সন্ধ্যায় ইস্পাত নগরীতে ইস্টবেঙ্গলের জয়ের নায়ক মহেশ নওরেম সিং । 3-1 গোলে জয় । এই সাফল্য ইস্টবেঙ্গলকে শুধু 9 পয়েন্টে পৌঁছে দিল না, পয়েন্ট টেবিলে 8 নম্বরে তুলে নিয়ে এল । প্রতিটি গোলের কারিগর নওরেম মহেশ সিং অবধারিতভাবে এদিন ম্যাচের সেরা (Naorem Mahesh Singh)।

ক্লেইটন সিলভা দু'টো গোল করেছেন বটে কিন্তু তাঁর গোলের বল সাজিয়ে দিয়েছেন উত্তর-পূর্ব ভারতের রাজ্য থেকে উঠে আসা মিডফিল্ডারটি । আইএসএলের দ্রুততম গোলের কৃতিত্ব দেখালেন সুহের ভিপি (1-0)। শুরুর দু'মিনিটের মধ্যে মহেশের মাপা সেন্টারে বুদ্ধিদীপ্ত হেড করে দলকে এগিয়ে দেন সুহের । ডানদিক দিয়ে তাঁর গা-জোয়ারি ফুটবলের ফসল ধীরে হলেও পেতে শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে দু'টো গোল এসেছিল তাঁর থেকে । এদিন গোল করলেন কেরলের ফুটবলারটি ।

আরও পড়ুন : অঘটনের বিশ্বকাপ ! মরক্কোর কাছে হারল বেলজিয়াম

চলতি আইএসএলে ভালো পারফরম্যান্স নেই জামশেদপুর এফসির (Jamshedpur FC)। পয়েন্ট টেবিলে উপরে উঠতে রবিবারের ম্যাচটি তাদের কাছেও ছিল গুরুত্বপূর্ণ । কিন্তু প্রতিপক্ষের বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত ফুটবলের বদলে জেট, ড্যানিয়েল চিমা পিটার হার্টলেদের লেলিয়ে দিয়ে শুধুই গা-জোয়ারি । 26 মিনিটে দ্বিতীয় গোল ইস্টবেঙ্গলের । ইভান গঞ্জালেসের বাড়ানো বল ধরে ক্লেইটন সিলভা তা মহেশের জন্য পাস বাড়ান । অনেকটা দৌড়ে বুদ্ধিদীপ্ত পাস এবং পিছন থেকে উঠে গিয়ে ক্লেইটনের তা জালে পাঠানোর সময় জামশেদপুর রক্ষণ শুধুই হতবাক দর্শক (2-0)। প্রথম আধ ঘণ্টায় দু'গোলে এগিয়ে গেলেও লাল-হলুদ সমর্থকরা প্রাণ খুলে আনন্দ করতে পারছিলেন না কারণ ওড়িশা ম্যাচের তিক্ত স্মৃতি । 40 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান জামশেদপুর এফসির জেট (2-1)। তবে রেফারি কেন পেনাল্টির সিদ্ধান্ত দিলেন তা বোঝা যায়নি ।

চলতি মরসুমে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল বিরতির পরে হারিয়ে যাচ্ছিল । যা নিয়ে কম ক্ষোভ নেই লাল-হলুদ কোচেরও । কিন্তু ডোহার্টি, জেরি, ক্লেইটনরা এদিন হারিয়ে যাননি । বরং প্রতিপক্ষের গা-জোয়ারি ফুটবলের সঙ্গে টেক্কা দিয়েছেন পাসের জালে । 58 মিনিটে ফের মহেশ-ক্লেইটনের যুগলবন্দিতে ইস্টবেঙ্গল 3-1। বাকি সময় জামশেদপুর চাপ বাড়ালেও লাল-হলুদ রক্ষণকে নেতৃত্ব দিলেন ইভান গঞ্জালেস ।

আরও পড়ুন : টুর্নামেন্ট ফেভারিট নন, তবু পর্তুগালকে বিশ্বসেরা করার স্বপ্ন দেখছেন রোনাল্ডো !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.