কলকাতা, 9 জানুয়ারি: আইএসএলে হায়দরাবাদ এফসিকে হারিয়ে জয়ের খাতা খুলেছিল ইস্টবেঙ্গল এফসি ৷ ভুবনেশ্বরে সুপার কাপের প্রথম ম্যাচে সেই হায়দরাবাদকে হারিয়ে যাত্রা শুরু করল লাল-হলুদ ৷ ম্যাচের ফল 3-2 ৷ জোড়া গোল করে ম্যাচের নায়ক অধিনায়ক ক্লেইটন সিলভা ৷ একটি গোল সউল ক্রেসপোর ৷ হায়দরাবাদ এফসি'র হয়ে গোল রামহলুচুঙ্গা এবং নিম দর্জির ৷ আইএসএলে পাঁচ ম্যাচ অপরাজিত থেকে ভুবনেশ্বরে পা দিলেও শেষ তিন ম্যাচে জয় আসেনি ইস্টবেঙ্গলের ৷
তবে আইএসএলের শেষ কয়েকটি ম্যাচের ফলাফল বদলে মঙ্গলবার জয় দিয়ে সুপার কাপ শুরু করল লাল-হলুদ ফুটবলাররা ৷ শূন্যে ভেসে গোল করার পাশাপাশি দুরন্ত ফ্রি-কিকে দলের জয়ে নেতৃত্ব দিলেন ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেইটন ৷ ম্যাচের শুরুটা যদি ব্রাজিলিয়ান করে থাকেন, তাহলে শেষটা করলেন স্প্যানিয়ার্ড ক্রেসপো ৷ স্কোরবোর্ড কখনও কখনও ম্যাচের সঠিক ছবি তুলে ধরে না ৷ এই ম্যাচ খানিকটা তেমনই ৷ ইস্টবেঙ্গল যতগুলি সুযোগ নষ্ট করেছে, তা থেকে গোল হলে স্কোরবোর্ডের ফারাকটা আরও বেড়ে যেত ৷ তাই গোলের সুযোগ নষ্ট করার পুরনো অভ্যাস, সুপার কাপেও চিন্তায় রাখবে কুয়াদ্রাতকে ৷
মাত্র তিনদিনের অনুশীলনে সুপার কাপ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ৷ চোটের কারণে মন্দার দেশাইয়ের ছিটকে যাওয়া ছাড়াও, নানান সমস্যা রয়েছে লাল-হলুদ শিবিরে ৷ তবে, অনেক সমস্যায় থাকা হায়দরাবাদের সামনে এ দিন দুর্দান্ত ফুটবল খেলল লাল-হলুদ । শুরুটা অবশ্য তারা সেভাবে করতে পারেনি ইস্টবেঙ্গল ৷
-
FT| A thrilling win at the end of a roller-coaster game! 🥵🤩#KalingaSuperCup #JoyEastBengal #EastBengalFC #EBHFC pic.twitter.com/phZfwtK94z
— East Bengal FC (@eastbengal_fc) January 9, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
">FT| A thrilling win at the end of a roller-coaster game! 🥵🤩#KalingaSuperCup #JoyEastBengal #EastBengalFC #EBHFC pic.twitter.com/phZfwtK94z
— East Bengal FC (@eastbengal_fc) January 9, 2024FT| A thrilling win at the end of a roller-coaster game! 🥵🤩#KalingaSuperCup #JoyEastBengal #EastBengalFC #EBHFC pic.twitter.com/phZfwtK94z
— East Bengal FC (@eastbengal_fc) January 9, 2024
ম্যাচের শুরু থেকে এ দিন হায়দরাবাদ লং বল খেলা শুরু করে ৷ মূলত, চাপের খেলা শুরু করেছিল ইস্টবেঙ্গল ৷ তবে, বল ধরে রাখতে পারেনি তারা ৷ ইস্টবেঙ্গল ফুটবলারদের থেকে একাধিকবার বল কাড়তে সফল হলেও, তা ধরতে রাখতে পারেনি ৷ ইস্টবেঙ্গল যদিও শুরু থেকে অতটা প্রেসিং ফুটবল খেলেনি ৷
আজ 8 মিনিটে নিশু কুমারের ক্রস থেকে সুযোগ নষ্ট করেন নন্দকুমার ৷ 10 মিনিটের মাথায় ফের সুযোগ পায় লাল-হলুদ ৷ ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন ক্লেইটন ৷ বলটা পোস্টের উপরে দিয়ে বাইরে মারেন ৷ 33 মিনিটে দলের প্রথম গোল করেন সেই ক্লেটনই । দুর্দান্ত ভলিতে গোল করেন তিনি ৷ প্রথমার্ধের শেষের দিকে হায়দরাবাদ অবশ্য চাপ আরও বাড়াতে থাকে ৷ 44 মিনিটে যার ফল পায় তারা ৷ পুরো ম্যাচে সেভাবে ছাপ ফেলতে না পারলেও, 44 মিনিটে দারুণ বোঝাপড়ায় গোল করে যান রামহলুচুঙ্গা ৷ লাল-হলুদের ডিফেন্সকে বোকা বানিয়ে তিনি গোল করে যান ৷
তবে, দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই সাবধানী ফুটবল খেলতে শুরু করে ৷ তারই মধ্যে 51 মিনিটে একটি কর্নার পায় ইস্টবেঙ্গল ৷ কিন্তু, সেটিকে কাজে লাগাতে ব্যর্থ হয় তারা ৷ 53 মিনিটে ফ্রিকিক থেকে ফের গোল করে ইস্টবেঙ্গলকে 2-1 গোলে এগিয়ে দেন ক্লেটন ৷ কাট্টিমানিকে বুঝতেই দেননি তিনি ৷ 77 মিনিটের মাথায় পেনাল্টি পায় হায়দরাবাদ এফসি ৷ সেখান থেকে গোল করে সমতা ফেরান নিম দর্জি তামাং ৷ তবে, দু’মিনিটের মাথায় কর্নার শটে হেড দিয়ে গোল করেন সউল ৷ জয় দিয়ে সুপার কাপ শুরু করেছে ইস্টবেঙ্গল ৷ ধাপে ধাপে এগোনোর কথা বলেছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ হায়দরাবাদের বিরুদ্ধে জয় সেই কথারই বাস্তবায়ণ ৷
আরও পড়ুন: