ETV Bharat / sports

ক্লেইটনের জোড়া গোলে সুপার কাপে জয় দিয়ে যাত্রা শুরু লাল-হলুদের - Super Cup

Kalinga Super Cup: কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচে জয় ইস্টবেঙ্গলের ৷ কঠিন প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে 3-2 গোলে জিতল লাল-হলুদ ব্রিগেড ৷ ম্যাচের সেরা অধিনায়ক ক্লেটন সিলভা ৷

Image Courtesy: East Bengal X
Image Courtesy: East Bengal X
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 9, 2024, 6:27 PM IST

Updated : Jan 9, 2024, 7:13 PM IST

কলকাতা, 9 জানুয়ারি: আইএসএলে হায়দরাবাদ এফসিকে হারিয়ে জয়ের খাতা খুলেছিল ইস্টবেঙ্গল এফসি ৷ ভুবনেশ্বরে সুপার কাপের প্রথম ম্যাচে সেই হায়দরাবাদকে হারিয়ে যাত্রা শুরু করল লাল-হলুদ ৷ ম্যাচের ফল 3-2 ৷ জোড়া গোল করে ম্যাচের নায়ক অধিনায়ক ক্লেইটন সিলভা ৷ একটি গোল সউল ক্রেসপোর ৷ হায়দরাবাদ এফসি'র হয়ে গোল রামহলুচুঙ্গা এবং নিম দর্জির ৷ আইএসএলে পাঁচ ম্যাচ অপরাজিত থেকে ভুবনেশ্বরে পা দিলেও শেষ তিন ম্যাচে জয় আসেনি ইস্টবেঙ্গলের ৷

তবে আইএসএলের শেষ কয়েকটি ম্যাচের ফলাফল বদলে মঙ্গলবার জয় দিয়ে সুপার কাপ শুরু করল লাল-হলুদ ফুটবলাররা ৷ শূন্যে ভেসে গোল করার পাশাপাশি দুরন্ত ফ্রি-কিকে দলের জয়ে নেতৃত্ব দিলেন ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেইটন ৷ ম্যাচের শুরুটা যদি ব্রাজিলিয়ান করে থাকেন, তাহলে শেষটা করলেন স্প্যানিয়ার্ড ক্রেসপো ৷ স্কোরবোর্ড কখনও কখনও ম্যাচের সঠিক ছবি তুলে ধরে না ৷ এই ম্যাচ খানিকটা তেমনই ৷ ইস্টবেঙ্গল যতগুলি সুযোগ নষ্ট করেছে, তা থেকে গোল হলে স্কোরবোর্ডের ফারাকটা আরও বেড়ে যেত ৷ তাই গোলের সুযোগ নষ্ট করার পুরনো অভ্যাস, সুপার কাপেও চিন্তায় রাখবে কুয়াদ্রাতকে ৷

মাত্র তিনদিনের অনুশীলনে সুপার কাপ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ৷ চোটের কারণে মন্দার দেশাইয়ের ছিটকে যাওয়া ছাড়াও, নানান সমস্যা রয়েছে লাল-হলুদ শিবিরে ৷ তবে, অনেক সমস্যায় থাকা হায়দরাবাদের সামনে এ দিন দুর্দান্ত ফুটবল খেলল লাল-হলুদ । শুরুটা অবশ্য তারা সেভাবে করতে পারেনি ইস্টবেঙ্গল ৷

ম্যাচের শুরু থেকে এ দিন হায়দরাবাদ লং বল খেলা শুরু করে ৷ মূলত, চাপের খেলা শুরু করেছিল ইস্টবেঙ্গল ৷ তবে, বল ধরে রাখতে পারেনি তারা ৷ ইস্টবেঙ্গল ফুটবলারদের থেকে একাধিকবার বল কাড়তে সফল হলেও, তা ধরতে রাখতে পারেনি ৷ ইস্টবেঙ্গল যদিও শুরু থেকে অতটা প্রেসিং ফুটবল খেলেনি ৷

আজ 8 মিনিটে নিশু কুমারের ক্রস থেকে সুযোগ নষ্ট করেন নন্দকুমার ৷ 10 মিনিটের মাথায় ফের সুযোগ পায় লাল-হলুদ ৷ ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন ক্লেইটন ৷ বলটা পোস্টের উপরে দিয়ে বাইরে মারেন ৷ 33 মিনিটে দলের প্রথম গোল করেন সেই ক্লেটনই । দুর্দান্ত ভলিতে গোল করেন তিনি ৷ প্রথমার্ধের শেষের দিকে হায়দরাবাদ অবশ্য চাপ আরও বাড়াতে থাকে ৷ 44 মিনিটে যার ফল পায় তারা ৷ পুরো ম্যাচে সেভাবে ছাপ ফেলতে না পারলেও, 44 মিনিটে দারুণ বোঝাপড়ায় গোল করে যান রামহলুচুঙ্গা ৷ লাল-হলুদের ডিফেন্সকে বোকা বানিয়ে তিনি গোল করে যান ৷

তবে, দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই সাবধানী ফুটবল খেলতে শুরু করে ৷ তারই মধ্যে 51 মিনিটে একটি কর্নার পায় ইস্টবেঙ্গল ৷ কিন্তু, সেটিকে কাজে লাগাতে ব্যর্থ হয় তারা ৷ 53 মিনিটে ফ্রিকিক থেকে ফের গোল করে ইস্টবেঙ্গলকে 2-1 গোলে এগিয়ে দেন ক্লেটন ৷ কাট্টিমানিকে বুঝতেই দেননি তিনি ৷ 77 মিনিটের মাথায় পেনাল্টি পায় হায়দরাবাদ এফসি ৷ সেখান থেকে গোল করে সমতা ফেরান নিম দর্জি তামাং ৷ তবে, দু’মিনিটের মাথায় কর্নার শটে হেড দিয়ে গোল করেন সউল ৷ জয় দিয়ে সুপার কাপ শুরু করেছে ইস্টবেঙ্গল ৷ ধাপে ধাপে এগোনোর কথা বলেছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ হায়দরাবাদের বিরুদ্ধে জয় সেই কথারই বাস্তবায়ণ ৷

আরও পড়ুন:

  1. বিবর্তনের স্রষ্টা ছিলেন 'কাইজার', স্বাধীন চিন্তাভাবনায় বদলেছেন ফুটবলের রূপ
  2. ফুটবল আঙিনায় ফের খসল তারা, আটাত্তরে চলে গেলেন বেকেনবাওয়ার
  3. অর্জুন পুরস্কারে সম্মানিত শামি, 'এই সম্মান স্বপ্ন' জানালেন বঙ্গপেসার

কলকাতা, 9 জানুয়ারি: আইএসএলে হায়দরাবাদ এফসিকে হারিয়ে জয়ের খাতা খুলেছিল ইস্টবেঙ্গল এফসি ৷ ভুবনেশ্বরে সুপার কাপের প্রথম ম্যাচে সেই হায়দরাবাদকে হারিয়ে যাত্রা শুরু করল লাল-হলুদ ৷ ম্যাচের ফল 3-2 ৷ জোড়া গোল করে ম্যাচের নায়ক অধিনায়ক ক্লেইটন সিলভা ৷ একটি গোল সউল ক্রেসপোর ৷ হায়দরাবাদ এফসি'র হয়ে গোল রামহলুচুঙ্গা এবং নিম দর্জির ৷ আইএসএলে পাঁচ ম্যাচ অপরাজিত থেকে ভুবনেশ্বরে পা দিলেও শেষ তিন ম্যাচে জয় আসেনি ইস্টবেঙ্গলের ৷

তবে আইএসএলের শেষ কয়েকটি ম্যাচের ফলাফল বদলে মঙ্গলবার জয় দিয়ে সুপার কাপ শুরু করল লাল-হলুদ ফুটবলাররা ৷ শূন্যে ভেসে গোল করার পাশাপাশি দুরন্ত ফ্রি-কিকে দলের জয়ে নেতৃত্ব দিলেন ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লেইটন ৷ ম্যাচের শুরুটা যদি ব্রাজিলিয়ান করে থাকেন, তাহলে শেষটা করলেন স্প্যানিয়ার্ড ক্রেসপো ৷ স্কোরবোর্ড কখনও কখনও ম্যাচের সঠিক ছবি তুলে ধরে না ৷ এই ম্যাচ খানিকটা তেমনই ৷ ইস্টবেঙ্গল যতগুলি সুযোগ নষ্ট করেছে, তা থেকে গোল হলে স্কোরবোর্ডের ফারাকটা আরও বেড়ে যেত ৷ তাই গোলের সুযোগ নষ্ট করার পুরনো অভ্যাস, সুপার কাপেও চিন্তায় রাখবে কুয়াদ্রাতকে ৷

মাত্র তিনদিনের অনুশীলনে সুপার কাপ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ৷ চোটের কারণে মন্দার দেশাইয়ের ছিটকে যাওয়া ছাড়াও, নানান সমস্যা রয়েছে লাল-হলুদ শিবিরে ৷ তবে, অনেক সমস্যায় থাকা হায়দরাবাদের সামনে এ দিন দুর্দান্ত ফুটবল খেলল লাল-হলুদ । শুরুটা অবশ্য তারা সেভাবে করতে পারেনি ইস্টবেঙ্গল ৷

ম্যাচের শুরু থেকে এ দিন হায়দরাবাদ লং বল খেলা শুরু করে ৷ মূলত, চাপের খেলা শুরু করেছিল ইস্টবেঙ্গল ৷ তবে, বল ধরে রাখতে পারেনি তারা ৷ ইস্টবেঙ্গল ফুটবলারদের থেকে একাধিকবার বল কাড়তে সফল হলেও, তা ধরতে রাখতে পারেনি ৷ ইস্টবেঙ্গল যদিও শুরু থেকে অতটা প্রেসিং ফুটবল খেলেনি ৷

আজ 8 মিনিটে নিশু কুমারের ক্রস থেকে সুযোগ নষ্ট করেন নন্দকুমার ৷ 10 মিনিটের মাথায় ফের সুযোগ পায় লাল-হলুদ ৷ ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন ক্লেইটন ৷ বলটা পোস্টের উপরে দিয়ে বাইরে মারেন ৷ 33 মিনিটে দলের প্রথম গোল করেন সেই ক্লেটনই । দুর্দান্ত ভলিতে গোল করেন তিনি ৷ প্রথমার্ধের শেষের দিকে হায়দরাবাদ অবশ্য চাপ আরও বাড়াতে থাকে ৷ 44 মিনিটে যার ফল পায় তারা ৷ পুরো ম্যাচে সেভাবে ছাপ ফেলতে না পারলেও, 44 মিনিটে দারুণ বোঝাপড়ায় গোল করে যান রামহলুচুঙ্গা ৷ লাল-হলুদের ডিফেন্সকে বোকা বানিয়ে তিনি গোল করে যান ৷

তবে, দ্বিতীয়ার্ধের শুরু থেকে দুই দলই সাবধানী ফুটবল খেলতে শুরু করে ৷ তারই মধ্যে 51 মিনিটে একটি কর্নার পায় ইস্টবেঙ্গল ৷ কিন্তু, সেটিকে কাজে লাগাতে ব্যর্থ হয় তারা ৷ 53 মিনিটে ফ্রিকিক থেকে ফের গোল করে ইস্টবেঙ্গলকে 2-1 গোলে এগিয়ে দেন ক্লেটন ৷ কাট্টিমানিকে বুঝতেই দেননি তিনি ৷ 77 মিনিটের মাথায় পেনাল্টি পায় হায়দরাবাদ এফসি ৷ সেখান থেকে গোল করে সমতা ফেরান নিম দর্জি তামাং ৷ তবে, দু’মিনিটের মাথায় কর্নার শটে হেড দিয়ে গোল করেন সউল ৷ জয় দিয়ে সুপার কাপ শুরু করেছে ইস্টবেঙ্গল ৷ ধাপে ধাপে এগোনোর কথা বলেছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ হায়দরাবাদের বিরুদ্ধে জয় সেই কথারই বাস্তবায়ণ ৷

আরও পড়ুন:

  1. বিবর্তনের স্রষ্টা ছিলেন 'কাইজার', স্বাধীন চিন্তাভাবনায় বদলেছেন ফুটবলের রূপ
  2. ফুটবল আঙিনায় ফের খসল তারা, আটাত্তরে চলে গেলেন বেকেনবাওয়ার
  3. অর্জুন পুরস্কারে সম্মানিত শামি, 'এই সম্মান স্বপ্ন' জানালেন বঙ্গপেসার
Last Updated : Jan 9, 2024, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.