ETV Bharat / sports

East Bengal Coach: ভাগ্য বদলাতে পদ্মাপাড়ের ক্লাবে আইএসএলের সফলতম কোচ - স্টিফেন কনস্ট্যান্টাইন

সের্জিয়ো লোবেরোর হাতেই ইস্টবেঙ্গলের রাশ । নয়া কোচের নাম ঘোষণা করে দিল পদ্মাপাড়ের ক্লাব । দু'বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল কোচের হটসিটে বসছেন আইএসএলের অন্যতম সফল কোচ ।

East Bengal Coach
পদ্মাপাড়ে আইএসএল-এর সফলতম কোচ
author img

By

Published : Apr 4, 2023, 8:23 PM IST

কলকাতা, 4 এপ্রিল: বিদায় স্টিফেন কনস্ট্যান্টাইন । স্বাগত সের্জিয়ো লোবেরো । নতুন মরশুমে ইস্টবেঙ্গলের কোচের চেয়ারে বসার ব্যাপারে প্রাথমিক সম্মতি জানিয়েছেন তিনি । তাঁর সম্মতি জানানোর খবরটি সরকারিভাবে জানানো না-হলেও ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থা ইমামি বিষয়টি কার্যত মেনে নিয়েছে ।

নতুন মরশুমে শক্তিশালী দল গঠনের ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি কর্তৃপক্ষ প্রথম থেকেই একজোট । ভালো কোচ ঠিক করার ব্যাপারে একমত হয়েছিল দুই পক্ষ । তা পয়লা বৈশাখের বারপুজোর আগে ঘোষণার কথা বলা হয়েছিল । সেই মতো নববর্ষের 11 দিন আগেই কোচ বেছে নিল ইস্টবেঙ্গল । ইতিমধ্যে সের্জিয়ো লোবেরোর কাছে চুক্তিপত্র পাঠানো হয়েছে । দু'বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল কোচের হটসিটে বসছেন আইএসএলের অন্যতম সফল কোচ ।

তাঁকে নেওয়ার সঙ্গেই ফুটবলারদের সঙ্গে চুক্তি করতেও ঝাঁপাচ্ছে লাল-হলুদ । আইএসএলের বেশ কয়েকজন ভারতীয় ফুটবলারের সঙ্গে কথা বলা হয়েছে । চেন্নাইয়িন এফসি-র রহিম আলি, অনিরুদ্ধ থাপা, ভিন্সি ব্যারেটো ও শমীক মিত্রর সঙ্গে অনেকটাই কথা এগিয়েছে ইস্টবেঙ্গল । কোচের সবুজ সংকেত পেলে তাঁদের চূড়ান্ত করা হবে । বিদেশিদের বিষয়েও ইস্টবেঙ্গল কোচের ওপর নির্ভর করতে চায় । মোহনবাগান সুপার জায়ান্টস নতুন মরশুমে হুগো বুমোস ও ব্র্যান্ডন হামিলকে ছেড়ে দিতে পারে বলে শোনা যাচ্ছে । সেদিকেও নজর রাখছে লাল-হলুদ । পাশাপাশি ভালো বিদেশির খোঁজেও রয়েছে পদ্মাপাড়ের ক্লাব ।

আরও পড়ুন: 13 মে ইস্টবেঙ্গল মাঠে সলমন ! জায়গা পরিদর্শন আয়োজকদের

ইমামি এবং ক্লাব, দু'পক্ষই জানাচ্ছে যে ট্রান্সফার ফি দিলেই ফুটবলার পাওয়া যাবে বিষয়টি একেবারেই নয় । সংশ্লিষ্ট দল সেই ফুটবলারকে ছাড়বে কীনা তার ওপরও নির্ভর করবে বিষয়টি । ইতিমধ্যেই ইস্টবেঙ্গলে গত মরশুমের দলের একাধিক ফুটবলার চুক্তিবদ্ধ রয়েছেন । ক্লেইটন সিলভা, নাওরেম মহেশ সিং, লাল চুনুঙ্গার মতো ভালো পারফরম্যান্স করা ফুটবলার সেই তালিকায় রয়েছেন । জেরি'কে পরিকল্পনায় রাখা হলেও তাঁর চোট প্রবণতা দ্বিধায় রেখেছে লাল-হলুদ রিক্রুটারদের । হরমনজোৎ সিং খাবরা এবং হীরা মণ্ডলকেও দলে ফিরিয়ে নিতে আগ্রহী তারা । তবে নতুন কোচের বেছে নেওয়ার পর দল গঠনের প্রক্রিয়া যে গতি পাবে তা মানছেন সকলেই । এখন দেখার লোবেরো কবে তাঁর পছন্দের ফুটবলারের তালিকা দেন এবং সেই মতো কতজনকে পাওয়া যায় ।

কলকাতা, 4 এপ্রিল: বিদায় স্টিফেন কনস্ট্যান্টাইন । স্বাগত সের্জিয়ো লোবেরো । নতুন মরশুমে ইস্টবেঙ্গলের কোচের চেয়ারে বসার ব্যাপারে প্রাথমিক সম্মতি জানিয়েছেন তিনি । তাঁর সম্মতি জানানোর খবরটি সরকারিভাবে জানানো না-হলেও ইস্টবেঙ্গলের লগ্নিকারী সংস্থা ইমামি বিষয়টি কার্যত মেনে নিয়েছে ।

নতুন মরশুমে শক্তিশালী দল গঠনের ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি কর্তৃপক্ষ প্রথম থেকেই একজোট । ভালো কোচ ঠিক করার ব্যাপারে একমত হয়েছিল দুই পক্ষ । তা পয়লা বৈশাখের বারপুজোর আগে ঘোষণার কথা বলা হয়েছিল । সেই মতো নববর্ষের 11 দিন আগেই কোচ বেছে নিল ইস্টবেঙ্গল । ইতিমধ্যে সের্জিয়ো লোবেরোর কাছে চুক্তিপত্র পাঠানো হয়েছে । দু'বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল কোচের হটসিটে বসছেন আইএসএলের অন্যতম সফল কোচ ।

তাঁকে নেওয়ার সঙ্গেই ফুটবলারদের সঙ্গে চুক্তি করতেও ঝাঁপাচ্ছে লাল-হলুদ । আইএসএলের বেশ কয়েকজন ভারতীয় ফুটবলারের সঙ্গে কথা বলা হয়েছে । চেন্নাইয়িন এফসি-র রহিম আলি, অনিরুদ্ধ থাপা, ভিন্সি ব্যারেটো ও শমীক মিত্রর সঙ্গে অনেকটাই কথা এগিয়েছে ইস্টবেঙ্গল । কোচের সবুজ সংকেত পেলে তাঁদের চূড়ান্ত করা হবে । বিদেশিদের বিষয়েও ইস্টবেঙ্গল কোচের ওপর নির্ভর করতে চায় । মোহনবাগান সুপার জায়ান্টস নতুন মরশুমে হুগো বুমোস ও ব্র্যান্ডন হামিলকে ছেড়ে দিতে পারে বলে শোনা যাচ্ছে । সেদিকেও নজর রাখছে লাল-হলুদ । পাশাপাশি ভালো বিদেশির খোঁজেও রয়েছে পদ্মাপাড়ের ক্লাব ।

আরও পড়ুন: 13 মে ইস্টবেঙ্গল মাঠে সলমন ! জায়গা পরিদর্শন আয়োজকদের

ইমামি এবং ক্লাব, দু'পক্ষই জানাচ্ছে যে ট্রান্সফার ফি দিলেই ফুটবলার পাওয়া যাবে বিষয়টি একেবারেই নয় । সংশ্লিষ্ট দল সেই ফুটবলারকে ছাড়বে কীনা তার ওপরও নির্ভর করবে বিষয়টি । ইতিমধ্যেই ইস্টবেঙ্গলে গত মরশুমের দলের একাধিক ফুটবলার চুক্তিবদ্ধ রয়েছেন । ক্লেইটন সিলভা, নাওরেম মহেশ সিং, লাল চুনুঙ্গার মতো ভালো পারফরম্যান্স করা ফুটবলার সেই তালিকায় রয়েছেন । জেরি'কে পরিকল্পনায় রাখা হলেও তাঁর চোট প্রবণতা দ্বিধায় রেখেছে লাল-হলুদ রিক্রুটারদের । হরমনজোৎ সিং খাবরা এবং হীরা মণ্ডলকেও দলে ফিরিয়ে নিতে আগ্রহী তারা । তবে নতুন কোচের বেছে নেওয়ার পর দল গঠনের প্রক্রিয়া যে গতি পাবে তা মানছেন সকলেই । এখন দেখার লোবেরো কবে তাঁর পছন্দের ফুটবলারের তালিকা দেন এবং সেই মতো কতজনকে পাওয়া যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.