ETV Bharat / sports

EB slams Debashish: 'ওরা নীতুবাহিনী', আদিত্য আগরওয়ালকে হোয়াটসঅ্যাপ করে ইস্টবেঙ্গলের ক্ষোভের মুখে বাগান সচিব - আদিত্যকে হোয়াটসঅ্যাপ ইস্টবেঙ্গলের ক্ষোভে বাগানসচিব

মোহনবাগান সচিবের করা হোয়াটসঅ্যাপ নিয়ে অভিযোগ ইস্টবেঙ্গলের (East Bengal)৷ ক্রীড়ামন্ত্রীকে হস্তক্ষেপের দাবি ৷

Etv Bharat
ইস্টবেঙ্গল ও মোহনবাগান
author img

By

Published : Mar 24, 2023, 8:41 PM IST

হোয়াটসঅ্যাপ অভিযোগ নিয়ে দুই পক্ষের বক্তব্য

কলকাতা, 24 মার্চ: "ওরা নীতুবাহিনী ।" আদিত্য আগরওয়ালকে বিক্ষোভরত ছবি-সহ হোয়াটসঅ্যাপ করে ইস্টবেঙ্গলের ক্ষোভের মুখে পড়লেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত । শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন ইস্টবেঙ্গলের অভিযোগ তোলার ঘটনা ময়দানের দুই প্রধানের রেষারেষিতে অন্যমাত্রা যোগ করল । ইস্ট-মোহনের সমর্থকদের রেষারেষির গল্প চিরকালীন । তবে বাগান সচিবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সরকারি অভিযোগ অভিনব (East Bengal Accuses Mohun Bagan Secretory)। বাগান সচিবের সাম্প্রতিক সময়ের কয়েকটি মন্তব্যে যে ইস্টবেঙ্গল অসম্মানিত তা সাংবাদিক সম্মেলনে প্রমাণিত । সেই অসম্মানের মাত্রা লগ্নিকারীর কর্ণধারকে পাঠানো মোহনসচিবের হোয়াটসঅ্যাপে বাঁধ ভেঙেছে বলে অভিযোগ ইস্টবেঙ্গলের ।

রজত গুহ, দীপঙ্কর চক্রবর্তী, শান্তিরঞ্জন দাশগুপ্ত, সদানন্দন মুখোপাধ্যায় এক মঞ্চে দাঁড়িয়ে অভিযোগ করেন যে, এই অসৌজন্য যা পড়শি ক্লাব থেকে এসেছে তা অনভিপ্রেত । এই বিষয়টি যাতে ডালপালা না-ছড়ায় তার জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপ দাবি করছেন তাঁরা । বাগান সচিবের কটাক্ষ নতুন নয় বলে অভিযোগ করছে ইস্টবেঙ্গল । এই অভিযোগের সমর্থনে অতীতেও বাগান সচিবের কোয়েস মালিককের সঙ্গে বেঙ্গালুরুতে গিয়ে দেখা করা এবং ভাঙচি দেওয়ার কথাও সাংবাদিকদের সামনে নিয়ে এসেছেন তাঁরা ।

মিটিংয়ের সময় আদিত্য আগরওয়াল লাল-হলুদ কর্তাদের সামনে বাগান সচিবের পাঠানো বিক্ষোভের ছবি-সহ হোয়াটসঅ্যাপ দেখান । পুরো ঘটনা অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয় কর্তাদের । তাই মোহনবাগান সচিবকে দুই শতাব্দী প্রাচীন ক্লাবের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষার ব্যাপারে যত্নশীল হওয়ার কথা বলা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ।

যদিও বাগান সচিব দেবাশিস দত্ত অবশ্য এই হোয়াটসঅ্যাপের ঘটনা নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি । অনেকটা ধরি মাছ না ছুঁই পানি অবস্থান নিলেন তিনি । তাঁর মতে, ইস্টবেঙ্গলের সাফল্য যেমন জরুরি তেমনই মোহনবাগানেরও সাফল্য ধরে রাখার দায় রয়েছে । এই ব্যাপারে ক্রীড়ামন্ত্রী যদি জানতে চায় তাহলে তাঁকে ব্যাখ্যা দেবেন । তবে ময়দানের দুই প্রধানের কথার দ্বৈরথকে অভিযোগের কাঠগড়ায় তোলার বদলে ময়দানি মেজাজ ধরে রাখা হিসেবেই দেখছেন তিনি । কোয়েসের মালিককে ভাঙচি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে দেবাশিস দত্ত বলেন, "আমার সঙ্গে অজিত আইজ্যাকের সম্পর্ক ভালো । তিনি আমাকে বাড়িতে রান্না করে খাইয়েছিলেন ।"

আরও পড়ুন : লাল-হলুদে ট্রফি নেই, প্রিয় দলের দুর্দশায় চিন্তিত মহানাগরিক

হোয়াটসঅ্যাপ অভিযোগ নিয়ে দুই পক্ষের বক্তব্য

কলকাতা, 24 মার্চ: "ওরা নীতুবাহিনী ।" আদিত্য আগরওয়ালকে বিক্ষোভরত ছবি-সহ হোয়াটসঅ্যাপ করে ইস্টবেঙ্গলের ক্ষোভের মুখে পড়লেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত । শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন ইস্টবেঙ্গলের অভিযোগ তোলার ঘটনা ময়দানের দুই প্রধানের রেষারেষিতে অন্যমাত্রা যোগ করল । ইস্ট-মোহনের সমর্থকদের রেষারেষির গল্প চিরকালীন । তবে বাগান সচিবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের সরকারি অভিযোগ অভিনব (East Bengal Accuses Mohun Bagan Secretory)। বাগান সচিবের সাম্প্রতিক সময়ের কয়েকটি মন্তব্যে যে ইস্টবেঙ্গল অসম্মানিত তা সাংবাদিক সম্মেলনে প্রমাণিত । সেই অসম্মানের মাত্রা লগ্নিকারীর কর্ণধারকে পাঠানো মোহনসচিবের হোয়াটসঅ্যাপে বাঁধ ভেঙেছে বলে অভিযোগ ইস্টবেঙ্গলের ।

রজত গুহ, দীপঙ্কর চক্রবর্তী, শান্তিরঞ্জন দাশগুপ্ত, সদানন্দন মুখোপাধ্যায় এক মঞ্চে দাঁড়িয়ে অভিযোগ করেন যে, এই অসৌজন্য যা পড়শি ক্লাব থেকে এসেছে তা অনভিপ্রেত । এই বিষয়টি যাতে ডালপালা না-ছড়ায় তার জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপ দাবি করছেন তাঁরা । বাগান সচিবের কটাক্ষ নতুন নয় বলে অভিযোগ করছে ইস্টবেঙ্গল । এই অভিযোগের সমর্থনে অতীতেও বাগান সচিবের কোয়েস মালিককের সঙ্গে বেঙ্গালুরুতে গিয়ে দেখা করা এবং ভাঙচি দেওয়ার কথাও সাংবাদিকদের সামনে নিয়ে এসেছেন তাঁরা ।

মিটিংয়ের সময় আদিত্য আগরওয়াল লাল-হলুদ কর্তাদের সামনে বাগান সচিবের পাঠানো বিক্ষোভের ছবি-সহ হোয়াটসঅ্যাপ দেখান । পুরো ঘটনা অস্বস্তিকর অবস্থায় ফেলে দেয় কর্তাদের । তাই মোহনবাগান সচিবকে দুই শতাব্দী প্রাচীন ক্লাবের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষার ব্যাপারে যত্নশীল হওয়ার কথা বলা হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে ।

যদিও বাগান সচিব দেবাশিস দত্ত অবশ্য এই হোয়াটসঅ্যাপের ঘটনা নিয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি । অনেকটা ধরি মাছ না ছুঁই পানি অবস্থান নিলেন তিনি । তাঁর মতে, ইস্টবেঙ্গলের সাফল্য যেমন জরুরি তেমনই মোহনবাগানেরও সাফল্য ধরে রাখার দায় রয়েছে । এই ব্যাপারে ক্রীড়ামন্ত্রী যদি জানতে চায় তাহলে তাঁকে ব্যাখ্যা দেবেন । তবে ময়দানের দুই প্রধানের কথার দ্বৈরথকে অভিযোগের কাঠগড়ায় তোলার বদলে ময়দানি মেজাজ ধরে রাখা হিসেবেই দেখছেন তিনি । কোয়েসের মালিককে ভাঙচি দেওয়ার অভিযোগ প্রসঙ্গে দেবাশিস দত্ত বলেন, "আমার সঙ্গে অজিত আইজ্যাকের সম্পর্ক ভালো । তিনি আমাকে বাড়িতে রান্না করে খাইয়েছিলেন ।"

আরও পড়ুন : লাল-হলুদে ট্রফি নেই, প্রিয় দলের দুর্দশায় চিন্তিত মহানাগরিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.