রায়গঞ্জ, 23 ডিসেম্বর: রায়গঞ্জে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ৷ রায়গঞ্জের যে মাঠে অনেক স্মৃতি ছড়িয়ে আছে ফুটবলার সুভাষ ভৌমিককে ঘিরে, সেই জুবিলি মাঠ এখন টাউন ক্লাবের মাঠ হিসেবে পরিচিত । সেই মাঠেই প্রথমবার খেলতে এসে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল । 90 বছরের ঐতিহ্যবাহী কুলদাকান্ত শিল্ড কলকাতা নিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল । শনিবার জমজমাট এই লড়াইয়ে দুই অর্ধে গোল করেছেন মহম্মদ রোশল ও জেসিন টিকে । ফাইনালে প্রতিপক্ষ ওরিয়েন্ট একাদশকে একতরফা প্রাধান্য রেখে হারিয়েছে 2-0 গোলে । ম্যাচের সেরা ইস্টবেঙ্গলের মহম্মদ রোশল । প্রতিযোগিতার সেরা ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন জেসিন । ফেয়ার প্লে ট্রফি পেয়েছে রায়গঞ্জ একাদশ ।
রায়গঞ্জ ইনস্টিটিউট পরিচালিত ফুটবল ফাইনালে প্রায় 20 হাজার দর্শকের সমাগম হয় । উত্তরবঙ্গের কুলদাকান্ত শিল্ডের সঙ্গে কলকাতা ময়দানে যোগ অনেক পুরানো । 50 বছর আগে শেষবার এই টুর্নামেন্ট খেলতে এসেছিল ইস্টবেঙ্গল । ফের খেলতে এসে চ্যাম্পিয়ন তারা ।
এছাড়াও সাম্প্রতিক অতীতে কলকাতা ফুটবল ক্লাবগুলো এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে খেলে গিয়েছে । তবে চলতি বছরে ইস্টবেঙ্গলের যোগদান বাড়তি মাত্রা যোগ করেছিল । এদিন দুপুরে ফাইনালে প্রথম থেকেই ম্যাচের রাশ ছিল ইস্টবেঙ্গলের হাতে । 12 মিনিটে রোশল গোল করে দলকে এগিয়ে দেন । পিছিয়ে পড়ার ধাক্কা সামলানো প্রতিপক্ষ ওরিয়েন্ট একাদশের পক্ষে সম্ভব ছিল না । তার ওপর 23 মিনিটে দিগন্ত মণ্ডল রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে লাল কার্ড দেখায় ওরিয়েন্ট একাদশের কাজটা কঠিন হয়ে যায় । তবে প্রতিপক্ষের দশ জন হয়ে যাওয়া সত্ত্বেও ইস্টবেঙ্গল ফায়দা তুলতে ব্যর্থ । একের পর আক্রমণ হানলেও গোল মুখ খুলতে ব্যর্থ হল তারা ।
দ্বিতীয়ার্ধে ওরিয়েন্ট একাদশের গোলরক্ষক অভিজিৎ দত্ত চোট পেয়ে হাসপাতালে যেতে বাধ্য হন । টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে তাঁর হাতে । খেলা শেষ হওয়ার মিনিট পনেরো আগে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল জেসিনের । ম্যাচের সেরা রোশল জানিয়েছেন যে কোনও টুর্নামেন্ট জয়ই প্রাপ্তি । ভালো লাগা তো আছেই। ইস্টবেঙ্গলের জার্সিতে আইএসএলের দলে সুযোগ পাওয়া লক্ষ্য । শীর্ষ গোলদাতা জেসিনও দ্রুত কুয়াদ্রাতের দলে ঢুকতে চান ।
আরও পড়ুন: