ETV Bharat / sports

90 বছরের প্রাচীন কুলদাকান্ত শিল্ড ঘরে এল ইস্টবেঙ্গলের - রায়গঞ্জে চ‍্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

East Bangal Win In Raiganj: রায়গঞ্জে এসে কুলদাকান্ত শিল্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ৷ 90 বছরের পুরোনো শিল্ড জিতে বেশ খুশি খেলোয়াড়রা ৷ লাল হলুদের হয়ে গোল করেন মহম্মদ রোশল ও জিসেন টিকে ।

East Bangal Win The Kulada Kanta Shield
90 বছরের প্রাচীন কুলদাকান্ত শিল্ড ঘরে তুলল ইস্টবেঙ্গল
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 7:58 PM IST

Updated : Dec 24, 2023, 8:31 PM IST

রায়গঞ্জ, 23 ডিসেম্বর: রায়গঞ্জে চ‍্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ৷ রায়গঞ্জের যে মাঠে অনেক স্মৃতি ছড়িয়ে আছে ফুটবলার সুভাষ ভৌমিককে ঘিরে, সেই জুবিলি মাঠ এখন টাউন ক্লাবের মাঠ হিসেবে পরিচিত । সেই মাঠেই প্রথমবার খেলতে এসে চ‍্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল । 90 বছরের ঐতিহ্যবাহী কুলদাকান্ত শিল্ড কলকাতা নিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল । শনিবার জমজমাট এই লড়াইয়ে দুই অর্ধে গোল করেছেন মহম্মদ রোশল ও জেসিন টিকে । ফাইনালে প্রতিপক্ষ ওরিয়েন্ট একাদশকে একতরফা প্রাধান‍্য রেখে হারিয়েছে 2-0 গোলে । ম‍্যাচের সেরা ইস্টবেঙ্গলের মহম্মদ রোশল । প্রতিযোগিতার সেরা ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন জেসিন । ফেয়ার প্লে ট্রফি পেয়েছে রায়গঞ্জ একাদশ ।

রায়গঞ্জ ইনস্টিটিউট পরিচালিত ফুটবল ফাইনালে প্রায় 20 হাজার দর্শকের সমাগম হয় । উত্তরবঙ্গের কুলদাকান্ত শিল্ডের সঙ্গে কলকাতা ময়দানে যোগ অনেক পুরানো । 50 বছর আগে শেষবার এই টুর্নামেন্ট খেলতে এসেছিল ইস্টবেঙ্গল । ফের খেলতে এসে চ্যাম্পিয়ন তারা ।

এছাড়াও সাম্প্রতিক অতীতে কলকাতা ফুটবল ক্লাবগুলো এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে খেলে গিয়েছে । তবে চলতি বছরে ইস্টবেঙ্গলের যোগদান বাড়তি মাত্রা যোগ করেছিল । এদিন দুপুরে ফাইনালে প্রথম থেকেই ম্যাচের রাশ ছিল ইস্টবেঙ্গলের হাতে । 12 মিনিটে রোশল গোল করে দলকে এগিয়ে দেন । পিছিয়ে পড়ার ধাক্কা সামলানো প্রতিপক্ষ ওরিয়েন্ট একাদশের পক্ষে সম্ভব ছিল না । তার ওপর 23 মিনিটে দিগন্ত মণ্ডল রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে লাল কার্ড দেখায় ওরিয়েন্ট একাদশের কাজটা কঠিন হয়ে যায় । তবে প্রতিপক্ষের দশ জন হয়ে যাওয়া সত্ত্বেও ইস্টবেঙ্গল ফায়দা তুলতে ব্যর্থ । একের পর আক্রমণ হানলেও গোল মুখ খুলতে ব্যর্থ হল তারা ।

দ্বিতীয়ার্ধে ওরিয়েন্ট একাদশের গোলরক্ষক অভিজিৎ দত্ত চোট পেয়ে হাসপাতালে যেতে বাধ্য হন । টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে তাঁর হাতে । খেলা শেষ হওয়ার মিনিট পনেরো আগে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল জেসিনের । ম্যাচের সেরা রোশল জানিয়েছেন যে কোনও টুর্নামেন্ট জয়ই প্রাপ্তি । ভালো লাগা তো আছেই। ইস্টবেঙ্গলের জার্সিতে আইএসএলের দলে সুযোগ পাওয়া লক্ষ্য । শীর্ষ গোলদাতা জেসিনও দ্রুত কুয়াদ্রাতের দলে ঢুকতে চান ।

আরও পড়ুন:

  1. ঘরের মাঠে দুর্গ রক্ষা লাল হলুদের, গোলশূন্য শেষ হল ওড়িশা ইস্টবেঙ্গল লড়াই
  2. রক্ষণ সাজানোর কঠিন চ্যালেঞ্জ সামলে তিন পয়েন্টে চোখ ফেরান্দোর
  3. ডার্বির লড়াই থেকে ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজছে লাল-হলুদ শিবির

রায়গঞ্জ, 23 ডিসেম্বর: রায়গঞ্জে চ‍্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ৷ রায়গঞ্জের যে মাঠে অনেক স্মৃতি ছড়িয়ে আছে ফুটবলার সুভাষ ভৌমিককে ঘিরে, সেই জুবিলি মাঠ এখন টাউন ক্লাবের মাঠ হিসেবে পরিচিত । সেই মাঠেই প্রথমবার খেলতে এসে চ‍্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল । 90 বছরের ঐতিহ্যবাহী কুলদাকান্ত শিল্ড কলকাতা নিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল । শনিবার জমজমাট এই লড়াইয়ে দুই অর্ধে গোল করেছেন মহম্মদ রোশল ও জেসিন টিকে । ফাইনালে প্রতিপক্ষ ওরিয়েন্ট একাদশকে একতরফা প্রাধান‍্য রেখে হারিয়েছে 2-0 গোলে । ম‍্যাচের সেরা ইস্টবেঙ্গলের মহম্মদ রোশল । প্রতিযোগিতার সেরা ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন জেসিন । ফেয়ার প্লে ট্রফি পেয়েছে রায়গঞ্জ একাদশ ।

রায়গঞ্জ ইনস্টিটিউট পরিচালিত ফুটবল ফাইনালে প্রায় 20 হাজার দর্শকের সমাগম হয় । উত্তরবঙ্গের কুলদাকান্ত শিল্ডের সঙ্গে কলকাতা ময়দানে যোগ অনেক পুরানো । 50 বছর আগে শেষবার এই টুর্নামেন্ট খেলতে এসেছিল ইস্টবেঙ্গল । ফের খেলতে এসে চ্যাম্পিয়ন তারা ।

এছাড়াও সাম্প্রতিক অতীতে কলকাতা ফুটবল ক্লাবগুলো এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টে খেলে গিয়েছে । তবে চলতি বছরে ইস্টবেঙ্গলের যোগদান বাড়তি মাত্রা যোগ করেছিল । এদিন দুপুরে ফাইনালে প্রথম থেকেই ম্যাচের রাশ ছিল ইস্টবেঙ্গলের হাতে । 12 মিনিটে রোশল গোল করে দলকে এগিয়ে দেন । পিছিয়ে পড়ার ধাক্কা সামলানো প্রতিপক্ষ ওরিয়েন্ট একাদশের পক্ষে সম্ভব ছিল না । তার ওপর 23 মিনিটে দিগন্ত মণ্ডল রেফারির সঙ্গে বিতর্কে জড়িয়ে লাল কার্ড দেখায় ওরিয়েন্ট একাদশের কাজটা কঠিন হয়ে যায় । তবে প্রতিপক্ষের দশ জন হয়ে যাওয়া সত্ত্বেও ইস্টবেঙ্গল ফায়দা তুলতে ব্যর্থ । একের পর আক্রমণ হানলেও গোল মুখ খুলতে ব্যর্থ হল তারা ।

দ্বিতীয়ার্ধে ওরিয়েন্ট একাদশের গোলরক্ষক অভিজিৎ দত্ত চোট পেয়ে হাসপাতালে যেতে বাধ্য হন । টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে তাঁর হাতে । খেলা শেষ হওয়ার মিনিট পনেরো আগে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল জেসিনের । ম্যাচের সেরা রোশল জানিয়েছেন যে কোনও টুর্নামেন্ট জয়ই প্রাপ্তি । ভালো লাগা তো আছেই। ইস্টবেঙ্গলের জার্সিতে আইএসএলের দলে সুযোগ পাওয়া লক্ষ্য । শীর্ষ গোলদাতা জেসিনও দ্রুত কুয়াদ্রাতের দলে ঢুকতে চান ।

আরও পড়ুন:

  1. ঘরের মাঠে দুর্গ রক্ষা লাল হলুদের, গোলশূন্য শেষ হল ওড়িশা ইস্টবেঙ্গল লড়াই
  2. রক্ষণ সাজানোর কঠিন চ্যালেঞ্জ সামলে তিন পয়েন্টে চোখ ফেরান্দোর
  3. ডার্বির লড়াই থেকে ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজছে লাল-হলুদ শিবির
Last Updated : Dec 24, 2023, 8:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.