কলকাতা, 19 জুলাই: ফুটবল প্রেমী দিবসে দেশের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট দিয়েই ঘরোয়া ফুটবলের মরশুম শুরু করতে চাইছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (Durand Cup 2022 will Start in 16th August Football Lovers Day) ৷ 16 অগস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ ৷ আইএসএলের 11টি, আই লিগের পাঁচটি এবং সেনাবাহিনীর চারটি দল নিয়ে মোট কুড়ি দলের টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে ৷ যা আগের 130 বছরে হয়নি ৷
স্বাভাবিকভাবেই নতুনভাবে ডুরান্ড কাপকে সাজাতে বাড়তি উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী ৷ যার যোগ্য সঙ্গত দিয়েছে রাজ্য সরকার ৷ আগামী পাঁচ বছর ডুরাণ্ডের আয়োজন কলকাতাতেই হবে ৷ এবছর শুধু কলকাতা নয় ৷ অসম এবং ইম্ফলেও খেলা হবে ৷ মঙ্গলবার ফোর্ট উইলিয়ামে ডুরান্ড কাপের উন্মোচন ছিল। শতাব্দী প্রাচীন টুর্নামেন্টের আবেগ ছড়িয়ে দিতে ট্রফি অন হুইল কর্মসূচি নিয়েছে সেনাবাহিনী ৷ এ দিন যার ফ্ল্যাগ অফ করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ৷ দেশের প্রতিটি রাজ্যে ঘুরে চলতি মাসের তিরিশ তারিখ ডুরান্ড কাপ শহরে পৌঁছবে ৷ 16 অগস্ট ফুটবল প্রেমী দিবসে (Football Lovers Day) ডুরান্ড কাপের প্রথম ম্যাচ ৷
আরও পড়ুন: Krishna Joins BFC: জল্পনার অবসান ঘটিয়ে বেঙ্গালুরুতে ছেত্রীর পাশে কৃষ্ণা
আর প্রথম সেই ম্যাচেই মুখোমুখি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান ৷ লাল-হলুদ বনাম সবুজ-মেরুনের চিরাচরিত লড়াই নিয়ে সমর্থকদের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে ৷ ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘দেশের ফুটবল মরশুমের প্রথম টুর্নামেন্টের শুরুটা জাঁকজমকভাবে করতে চেয়েছেন ৷ তাই প্রথমেই ডার্বি ৷ আর তাছাড়া কোনও দল শুরুতেই পরস্পরের মুখোমুখি হবে তা লটারিতে ঠিক হয়েছে ৷’’ কিন্তু, 16 অগস্ট ফের ডার্বির আয়োজন ঘিরে প্রশ্ন উঠছে ৷ কারণ, বাইশ বছর আগে ওই দিনে আয়োজিত ডার্বিতেই মর্মান্তিক ঘটনা ঘটেছিল ৷ যার স্মরণ এখনও হয়ে থাকে ৷ ক্রীড়ামন্ত্রী বলছেন, সচেতনার বার্তা দিতেই ওই দিনেই ডার্বির আয়োজন করা হচ্ছে ৷ ফুটবল খেলা যে শুধুই নব্বই মিনিটের তার বার্তাও জরুরি ৷ তবে, সেই ঘটনায় প্রাণ হারানো সমর্থকদের শ্রদ্ধা জানাতে ডার্বির শুরুতে দু’মিনিট নীরবতা পালন করা হবে ৷