কলকাতা, 18 জুলাই: ব্র্যান্ডন হামিল, পল পোগবার ভাইকে দলে নিয়ে রক্ষণের খামতি পূরণ হয়েছিল আগেই ৷ এবার আপফ্রন্টে রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামসের ঘাটতি পূরণে মরিয়া এটিকে মোহনবাগান সই করিয়ে নিল 2018 বিশ্বকাপারকে ৷ রয় কৃষ্ণার বেঙ্গালুরু এফসি-তে যোগদানের দিনে অজি স্ট্রাইকার দিমিত্রিয়াস পেত্রোতাসকে দলে নিয়ে চমক দিল সবুজ-মেরুন (Dimitrios Petratos from Australia joins ATK Mohun Bagan) ৷ আসন্ন মরশুমের জন্য পাঁচ বিদেশিকে আগেই বেছে রেখেছিলেন কোচ জুয়ান ফেরান্দো। সোমবার ষষ্ঠ বিদেশি হিসেবে অস্ট্রেলিয়ার নিউক্যাসল জেটস, ওয়েস্টার্ন সিডনি থান্ডার্স, সৌদি আরবের আল ওয়েহদায় খেলা অজি নম্বর নাইন-কে দলে নিল সবুজ-মেরুন।
স্ট্রাইকারের পাশাপাশি আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবেও খ্যাতি আছে রাশিয়া বিশ্বকাপ খেলা এই স্ট্রাইকারের ৷ প্রয়োজনে খেলতে পারেন অ্যাটাকিং উইঙ্গার হিসেবেও। এ-লিগ জয়ের কৃতিত্বও রয়েছে 29 বছর বয়সি বাগানের নয়া নয় নম্বরের। ক্লাবের পাশাপাশি দেশের হয়েও পেত্রাতোসের জার্সি নম্বর নয়। 29 জুলাই আসন্ন মরশুমের অনুশীলন শুরু করবে এটিকে মোহনবাগান। গোষ্ঠ পাল সরণির মোহনবাগান ক্লাব তাঁবুর আমুল সংস্কার করা হয়েছে। কোচ জুয়ান ফেরান্দো এর আগেই ক্লাবের মাঠ এবং অত্যাধুনিক জিম এবং অন্যান্য পরিকাঠামো ঘুরে দেখে গিয়েছেন।
-
He comes from Australia, he's played in Korea and Saudi Arabia! 🤩
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) July 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Mariners, give a warm welcome to Dimitrios Petratos, our new number 9! 💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/WBuLoc00Rh
">He comes from Australia, he's played in Korea and Saudi Arabia! 🤩
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) July 18, 2022
Mariners, give a warm welcome to Dimitrios Petratos, our new number 9! 💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/WBuLoc00RhHe comes from Australia, he's played in Korea and Saudi Arabia! 🤩
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) July 18, 2022
Mariners, give a warm welcome to Dimitrios Petratos, our new number 9! 💚♥️#ATKMohunBagan #JoyMohunBagan #AmraSobujMaroon pic.twitter.com/WBuLoc00Rh
আরও পড়ুন: ডার্বিতেই কি ডুরান্ড কাপের বোধন ?
আগামী মাস থেকেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ ৷ প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে এটিকে মোহনবাগানের। এরপর সেপ্টেম্বরে কলকাতায় রয়েছে এএফসি কাপের সেমিফাইনাল। তারপর রয়েছে আইএসএল। নতুন মরশুমে সাফল্য পেতে মরিয়া জুয়ান ফেরান্দো দলগঠন থেকে পরিকাঠামোগত, কোনও ক্ষেত্রেই খামতি রাখতে নারাজ।