কলকাতা, 5 এপ্রিল : শুরু থেকেই ক্লাবকে নতুন দিশায় চালিত করতে উদ্যোগী মোহনবাগানের নয়া সচিব দেবাশিস দত্ত ৷ নয়া ক্লাব তাঁবু উদ্বোধনের আর্জি নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন তিনি । ক্লাবের নবনিযুক্ত সহ-সভাপতি কুণাল ঘোষের সঙ্গে সোমবার নবান্নে পৌঁছে গিয়েছিলেন মোহনবাগানের নতুন সচিব । সাক্ষাৎ করে মুখ্যমন্ত্রীর হাতে ক্লাবের অমর একাদশের একটি স্মারক তুলে দেন দেবাশিসবাবু ৷ বিভিন্ন ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাও হয় তাঁর । আলোচনার মাঝেই মুখ্যমন্ত্রীকে নয়া ক্লাব তাঁবু উদ্বোধনের অনুরোধ করেন দেবাশিসবাবু (Debashis Dutta urges Mamata Banerjee to inaugurate new Mohun Bagan tent) ।
রাজ্য সরকারের আর্থিক সহায়তায় সম্প্রতি মোহনবাগান ক্লাব তাঁবুর বিপুল সংস্কার হয়েছে ৷ মাঝে কিছুদিনের জন্য কাজ থমকে থাকলেও শীঘ্রই ফের শুরু হবে কাজ ৷ ক্লাব তাঁবুর আভ্যন্তরীণ সংস্কার যে টুকু অবশিষ্ট রয়েছে, তা শেষ করা হবে ৷ পাশাপাশি চুনী গোস্বামীর নামাঙ্কিত ক্লাবের মূল প্রবেশদ্বার তৈরি হবে । নতুন রূপে মোহনবাগান তাঁবুর উদ্বোধন হোক মুখ্যমন্ত্রীর হাত দিয়েই, এমনটাই চাইছে মোহনবাগানের নতুন কর্মসমিতি । আর কর্মসমিতির সেই আর্জি নিয়েই মুখ্যমন্ত্রীর কাছে নয়া সচিব ৷
আরও পড়ুন : প্রথমদিনই লক্ষ্য বেঁধে দিলেন ফেরান্দো, এএফসির প্রস্তুতি শুরু বাগানে
দেবাশিস দত্ত এ ব্যাপারে বলেন, "আমি এবং কুণাল ঘোষ নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছি ৷ মুখ্যমন্ত্রী সবসময় আমাদের পাশে ছিলেন, এ ব্যাপারেও রয়েছেন ৷ ক্লাব তাঁবু নতুন করে গড়ে তোলার পিছনে রাজ্য সরকারের বড় ভূমিকা আছে ৷ ক্লাব তাঁবুর কাজ এখনও কিছুটা বাকি রয়েছে ৷ কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর ক্লাব তাঁবু উদ্বোধন করার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি ৷ কাজ শেষ হলে উনি আমাদের জানাতে বলেছেন ৷ মুখ্যমন্ত্রীর সময়মতো আমরা ক্লাব তাঁবুর উদ্বোধনের কথা ভেবে রেখেছি ।" এদিকে এটিকে মোহনবাগান ব্যস্ত তাদের আসন্ন এএফসি কাপের প্রস্তুতিতে ৷ দলকে দ্রুত আর্ন্তজাতিক ম্যাচের জন্য গড়ে তুলতে কোনও কার্পণ্য করতে রাজি নন কোচ জুয়ান ফেরান্দো ।