ETV Bharat / sports

ISL Derby 2022: 'লাল-হলুদ জার্সি পরলে মস্তানি করতে হবে', ডার্বির আগে হুংকার নীতুর

বড় ম্যাচ জিততে গেলে মস্তানের দরকার হয় । ডুরান্ড কাপের ডার্বিতে নামার আগেও একই মন্তব্য শোনা গিয়েছিল লাল-হলুদ শীর্ষকর্তার গলায় । তবে এবার দেবব্রতর উপলব্ধি, সেই সময় দলটা একেবারেই তৈরি ছিল না । তবে এবারে দলে অনেক 'মস্তান' রয়েছে (Debabrata Sarkar eyes to Clinch win against Mohun Bagan)।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 29, 2022, 11:17 AM IST

Updated : Oct 29, 2022, 11:38 AM IST

কলকাতা, 29 অক্টোবর: হেডস্যর বলেছেন তাঁরা তৈরি । ফুটবলাররাও পালটা দেওয়ার জন্য তৈরি হচ্ছেন । ডার্বির আগে তেতে উঠছে লাল-হলুদ । এবার দলকে তৈরি করতে মাঠে নেমে পড়লেন কর্তারাও । সবার একটাই সুর, 'মাঠেই জবাব দেবে ইস্টবেঙ্গল' । শনিবারের ডার্বির আগে হুঙ্কার দিয়ে রাখলেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকারও ।

বড় ম্যাচ জিততে গেলে মস্তানের দরকার হয় । ডুরান্ড কাপের ডার্বিতে নামার আগেও একই মন্তব্য শোনা গিয়েছিল লাল-হলুদ শীর্ষকর্তার গলায় । তবে এবার দেবব্রতর উপলব্ধি, সেই সময় দলটা একেবারেই তৈরি ছিল না । তবে এবারে দলে অনেক 'মস্তান' রয়েছে । তিনি বলেন, ''দলে মস্তান অনেকেই আছে । মস্তান না-হলে এই জার্সি পরেছে কেন ? ইস্টবেঙ্গলের জার্সি পরলে মস্তানি করতেই হবে । মস্তানিটা ভেতর থেকে আসতে হবে।''

শেষ ছ'টি ডার্বিতে মোহনবাগান জিতেছে, ফলে নানা ধরনের কথা শুনতে হচ্ছে লাল-হলুদ সমর্থকদের । তবে এবার চাকা ঘুরবে বলেই প্রত্যয়ী দেবব্রত । ডার্বি মানেই নতুন একটা ম্যাচ । ইস্টবেঙ্গল ফুটবলাররা মাঠে খেলেই সমস্ত অপমানের জবাব দেবে বলেই মনে করছেন ইস্টবেঙ্গল কর্তা । দেবব্রত বলেন, ''মোহনবাগান তো অনেক কিছুই বলছে । সব কথার উত্তর দিতে হবে ? আমরা মাঠেই এর উত্তর দেব । তার অপেক্ষায় থাকছি ।'' ডার্বির আগে নতুন করে পেপটক দেওয়ার প্রয়োজন হয় না বলেই মনে করেন দেবব্রত সরকার । তিনি বলেন, ''এখনকার ফুটবলারদের মোটিভেট করতে হয় না । সকলেই পেশাদার । সকলেই জানে এই ম্যাচের গুরুত্ব কী । আগামিদিনে বেঁচে থাকতে হলে এই ম্যাচে ভালো খেলতেই হবে ।''

ইন্ডিয়ান সুপার লিগে সমস্ত ম্যাচেরই বিরাট গুরুত্ব রয়েছে বলে মত দেবব্রত সরকারের । লাল-হলুদের শীর্ষকর্তা বলেন, ''শুধু বড় ম্যাচ বলে নয়, সমস্ত ম্যাচই গুরুত্বপূর্ণ । আমাদের দল নতুন । এই দলটা ধীরে ধীরে ভালো ফুটবল খেলতে শুরু করেছে । প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে উন্নতি করেছে । তারপরে তৃতীয় ম্যাচ আরও উন্নতি করেছে । আমরা আশা করব এই ম্যাচটা আগের ম্যাচের থেকেও ভালো খেলবে ।''

আরও পড়ুন: দ্বিতীয়বারে ডার্বিতে বাজিমাত করতে ক্লেইটনের হ্যাটট্রিক চান কনস্ট্যান্টাইন

ডার্বির আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল । আগের ম্যাচে গুয়াহাটি থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরেছে পদ্মাপাড়ের ক্লাব । এদিন অনুশীলনে দেখা গেল রিজার্ভ দলের ফুটবলার জেসন টিকে'কে । তবে অনভিজ্ঞতা একটা বড় সমস্যা হতে পারে ইস্টবেঙ্গলের জন্য । এই ধরনের ম্যাচে অভিজ্ঞতা দারুণ কাজে দেয় । লাল-হলুদ কোচ বলছেন, এই বিষয়টি তাঁর হাতে নেই । যাদের অভিজ্ঞতা নেই তাঁরা অভিজ্ঞতা অর্জন করবেন । গ্যালারি ভর্তি দর্শকের সামনে খেলার ক্ষেত্রে বিশেষ উদ্দীপনা থাকে । যারা যোগ্য, তাঁরাই সুযোগ পাবে । প্রত্যেকেই জয়ের জন্য ঝাঁপাবে ।

কলকাতা, 29 অক্টোবর: হেডস্যর বলেছেন তাঁরা তৈরি । ফুটবলাররাও পালটা দেওয়ার জন্য তৈরি হচ্ছেন । ডার্বির আগে তেতে উঠছে লাল-হলুদ । এবার দলকে তৈরি করতে মাঠে নেমে পড়লেন কর্তারাও । সবার একটাই সুর, 'মাঠেই জবাব দেবে ইস্টবেঙ্গল' । শনিবারের ডার্বির আগে হুঙ্কার দিয়ে রাখলেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকারও ।

বড় ম্যাচ জিততে গেলে মস্তানের দরকার হয় । ডুরান্ড কাপের ডার্বিতে নামার আগেও একই মন্তব্য শোনা গিয়েছিল লাল-হলুদ শীর্ষকর্তার গলায় । তবে এবার দেবব্রতর উপলব্ধি, সেই সময় দলটা একেবারেই তৈরি ছিল না । তবে এবারে দলে অনেক 'মস্তান' রয়েছে । তিনি বলেন, ''দলে মস্তান অনেকেই আছে । মস্তান না-হলে এই জার্সি পরেছে কেন ? ইস্টবেঙ্গলের জার্সি পরলে মস্তানি করতেই হবে । মস্তানিটা ভেতর থেকে আসতে হবে।''

শেষ ছ'টি ডার্বিতে মোহনবাগান জিতেছে, ফলে নানা ধরনের কথা শুনতে হচ্ছে লাল-হলুদ সমর্থকদের । তবে এবার চাকা ঘুরবে বলেই প্রত্যয়ী দেবব্রত । ডার্বি মানেই নতুন একটা ম্যাচ । ইস্টবেঙ্গল ফুটবলাররা মাঠে খেলেই সমস্ত অপমানের জবাব দেবে বলেই মনে করছেন ইস্টবেঙ্গল কর্তা । দেবব্রত বলেন, ''মোহনবাগান তো অনেক কিছুই বলছে । সব কথার উত্তর দিতে হবে ? আমরা মাঠেই এর উত্তর দেব । তার অপেক্ষায় থাকছি ।'' ডার্বির আগে নতুন করে পেপটক দেওয়ার প্রয়োজন হয় না বলেই মনে করেন দেবব্রত সরকার । তিনি বলেন, ''এখনকার ফুটবলারদের মোটিভেট করতে হয় না । সকলেই পেশাদার । সকলেই জানে এই ম্যাচের গুরুত্ব কী । আগামিদিনে বেঁচে থাকতে হলে এই ম্যাচে ভালো খেলতেই হবে ।''

ইন্ডিয়ান সুপার লিগে সমস্ত ম্যাচেরই বিরাট গুরুত্ব রয়েছে বলে মত দেবব্রত সরকারের । লাল-হলুদের শীর্ষকর্তা বলেন, ''শুধু বড় ম্যাচ বলে নয়, সমস্ত ম্যাচই গুরুত্বপূর্ণ । আমাদের দল নতুন । এই দলটা ধীরে ধীরে ভালো ফুটবল খেলতে শুরু করেছে । প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে উন্নতি করেছে । তারপরে তৃতীয় ম্যাচ আরও উন্নতি করেছে । আমরা আশা করব এই ম্যাচটা আগের ম্যাচের থেকেও ভালো খেলবে ।''

আরও পড়ুন: দ্বিতীয়বারে ডার্বিতে বাজিমাত করতে ক্লেইটনের হ্যাটট্রিক চান কনস্ট্যান্টাইন

ডার্বির আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ইস্টবেঙ্গল । আগের ম্যাচে গুয়াহাটি থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরেছে পদ্মাপাড়ের ক্লাব । এদিন অনুশীলনে দেখা গেল রিজার্ভ দলের ফুটবলার জেসন টিকে'কে । তবে অনভিজ্ঞতা একটা বড় সমস্যা হতে পারে ইস্টবেঙ্গলের জন্য । এই ধরনের ম্যাচে অভিজ্ঞতা দারুণ কাজে দেয় । লাল-হলুদ কোচ বলছেন, এই বিষয়টি তাঁর হাতে নেই । যাদের অভিজ্ঞতা নেই তাঁরা অভিজ্ঞতা অর্জন করবেন । গ্যালারি ভর্তি দর্শকের সামনে খেলার ক্ষেত্রে বিশেষ উদ্দীপনা থাকে । যারা যোগ্য, তাঁরাই সুযোগ পাবে । প্রত্যেকেই জয়ের জন্য ঝাঁপাবে ।

Last Updated : Oct 29, 2022, 11:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.