ETV Bharat / sports

Husband of Wrestler Pooja Sihag Dies অতিরিক্ত মাদক সেবনের জের, মৃত্যু কমনওয়েলথে পদক জয়ী কুস্তিগীর পূজা সিহাগের স্বামীর - মাত্রাতিরিক্ত মাদক সেবন

মাত্রাতিরিক্ত মাদক সেবনের জেরে মৃত্যু হল কুস্তিগীর পূজা সিহাগের স্বামী অজয় নন্দালের (Wrestler Pooja Sihag Husband Dies) ৷ এ বছর কমনওয়েলথে ব্রোঞ্জ জিতেছিলেন কুস্তিগীর পূজা সিহাগ (CWG Bronze Medalist Pooja Sihag() ৷ শনিবার মাঝরাতে তাঁর স্বামীর দেহ পাওয়া যায় রহতকের একটি কলেজের সামনে ৷

CWG Bronze Medalist Pooja Sihag Husband Ajay Nandal Dies Due to Drug Overdose
CWG Bronze Medalist Pooja Sihag Husband Ajay Nandal Dies Due to Drug Overdose
author img

By

Published : Aug 28, 2022, 4:42 PM IST

নয়াদিল্লি, 28 অগস্ট: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীর পূজা সিহাগের (CWG Bronze Medalist Pooja Sihag) স্বামী অজয় নন্দালের অস্বাভাবিক মৃত্যু ৷ হরিয়ানার রহতকে শনিবার মাঝরাতে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ (Wrestler Pooja Sihag Husband Dies) ৷ এর পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করনে ৷ এই ঘটনায় অজয় নন্দালকে এক বন্ধু মাত্রাতিরিক্ত মাদক সেবন করিয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর বাবা ৷

রহতাকের ডেপুটি পুলিশ সুপার মহেশ কুমার জানিয়েছেন, শনিবার মাঝরাতে অজয় নন্দালের দেহ পাওয়া গিয়েছে ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তবে, অজয় নন্দালের বাবা তাঁর বন্ধু রবির বিরুদ্ধে অভিযোগ এনেছেন ৷ তিনি পুলিশকে জানিয়েছেন, রবি অজয় নন্দালকে মাদক সেবন করিয়েছেন ৷ সেই কারণেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনাটি ঘটেছে, মহারানি কিশোরী জাট কন্যা কলেজের কাছে ৷ পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে ৷ সেখানে মাদক সেবনের প্রমাণ পেলে অজয় নন্দালের বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷

জানা গিয়েছে, অজয় নন্দাল তাঁর এক বন্ধু সোনুর জন্মদিনে গিয়েছিলেন ৷ মহারানি কিশোরী জাট কন্যা কলেজের সামনে 2 বন্ধু রবি এবং সোনুর সঙ্গে গাড়িতে বসেছিলেন তিনি ৷ সেখানেই মাদক সেবন করছিলেন বলে অভিযোগ ৷ মাত্রাতিরিক্ত মাদক সেবনের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে (Ajay Nandal Dies Due to Drug Overdose) ৷ তবে, অজয় নন্দালের বাবা অভিযোগ করেছেন, রবি তাঁর ছেলেকে মাদক সেবন করিয়েছেন ৷

আরও পড়ুন: ডায়মন্ড হারবারে বেআইনি মাদক ও অস্ত্র সহ ধৃত 2

প্রসঙ্গত, কুস্তিগীর পূজা সিহাগ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মহিলাদের 76 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ৷ তিনি অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ নাওমি দে ব্রুইনকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ৷ গত বছর নভেম্বর মাসে দু’জনের বিয়ে হয়েছিল ৷ পূজা সিহাগের স্বামীর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে ৷

নয়াদিল্লি, 28 অগস্ট: বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীর পূজা সিহাগের (CWG Bronze Medalist Pooja Sihag) স্বামী অজয় নন্দালের অস্বাভাবিক মৃত্যু ৷ হরিয়ানার রহতকে শনিবার মাঝরাতে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ (Wrestler Pooja Sihag Husband Dies) ৷ এর পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করনে ৷ এই ঘটনায় অজয় নন্দালকে এক বন্ধু মাত্রাতিরিক্ত মাদক সেবন করিয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর বাবা ৷

রহতাকের ডেপুটি পুলিশ সুপার মহেশ কুমার জানিয়েছেন, শনিবার মাঝরাতে অজয় নন্দালের দেহ পাওয়া গিয়েছে ৷ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তবে, অজয় নন্দালের বাবা তাঁর বন্ধু রবির বিরুদ্ধে অভিযোগ এনেছেন ৷ তিনি পুলিশকে জানিয়েছেন, রবি অজয় নন্দালকে মাদক সেবন করিয়েছেন ৷ সেই কারণেই তাঁর ছেলের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনাটি ঘটেছে, মহারানি কিশোরী জাট কন্যা কলেজের কাছে ৷ পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে ৷ সেখানে মাদক সেবনের প্রমাণ পেলে অজয় নন্দালের বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশ সূত্রে খবর ৷

জানা গিয়েছে, অজয় নন্দাল তাঁর এক বন্ধু সোনুর জন্মদিনে গিয়েছিলেন ৷ মহারানি কিশোরী জাট কন্যা কলেজের সামনে 2 বন্ধু রবি এবং সোনুর সঙ্গে গাড়িতে বসেছিলেন তিনি ৷ সেখানেই মাদক সেবন করছিলেন বলে অভিযোগ ৷ মাত্রাতিরিক্ত মাদক সেবনের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে (Ajay Nandal Dies Due to Drug Overdose) ৷ তবে, অজয় নন্দালের বাবা অভিযোগ করেছেন, রবি তাঁর ছেলেকে মাদক সেবন করিয়েছেন ৷

আরও পড়ুন: ডায়মন্ড হারবারে বেআইনি মাদক ও অস্ত্র সহ ধৃত 2

প্রসঙ্গত, কুস্তিগীর পূজা সিহাগ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মহিলাদের 76 কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ৷ তিনি অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ নাওমি দে ব্রুইনকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ৷ গত বছর নভেম্বর মাসে দু’জনের বিয়ে হয়েছিল ৷ পূজা সিহাগের স্বামীর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.