ETV Bharat / sports

CWG 2022: মিক্সড টিম ব্যাডমিন্টনের ফাইনালে রুপো ভারতের, মালয়েশিয়ার বিরুদ্ধে হার সিন্ধু-শ্রীকান্তদের - মিক্সড টিম ব্যাডমিন্টন

মালয়েশিয়ার কাছে 1-3 পয়েন্টে হেরে মিক্সড টিম ব্যাডমিন্টনের ফাইনালে রুপো জিতলেন ভারতীয় শাটলাররা (India Settle for Silver With Loss to Malaysia in Mixed Team Badminton Final) ৷ একমাত্র ম্যাচ জেতেন পিভি সিন্ধু ৷

Etv Bharatcwg-2022-india-settle-for-silver-with-loss-to-malaysia-in-mixed-team-badminton-final
Etv Bharatcwg-2022-india-settle-for-silver-with-loss-to-malaysia-in-mixed-team-badminton-final
author img

By

Published : Aug 3, 2022, 10:14 AM IST

বার্মিংহাম, 3 অগস্ট: কমনওয়েলথ গেমসে ভারতের আরও একটি রুপোর পদক জয় ৷ এবার মিক্সড টিম ব্যাডমিন্টনে রুপো জিতল ভারত (India Settle for Silver With Loss to Malaysia in Mixed Team Badminton Final) ৷ এই ইভেন্টের ফাইনালে মালয়েশিয়ার কাছে 1-3 ফলাফলে হেরে দ্বিতীয় স্থানে শেষ করেন ভারতীয় শাটলাররা ৷ কিদাম্বি শ্রীকান্ত এদিন তিনটি গেমে ব়্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা মালয়েশিয়ার তেজ ইয়ংয়ের কাছে হারেন ৷ ফলে শুরুতেই ব্যাকফুটে চলে যায় গত কমনওয়েলথ গেমসে সোনা জয়ী দল ৷

চার ম্যাচের মিক্সড টিম ব্যাডমিন্টনে (Mixed Team Badminton Final) ভারত মাত্র একটি ম্যাচ জয় পায় ৷ যেখানে কঠিন লড়াই করে মহিলাদের সিঙ্গলস ম্যাচ জেতেন সিন্ধু ৷ ছেলেদের ডাবলসে সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেন ৷ এই ম্যাচের অধিকাংশ গেম চলে লম্বা সময় ধরে ৷ তবে, প্রতিটি গেমের শেষেই হার মানতে হয় সাইরাজ-চিরাগ জুটিকে ৷ প্রসঙ্গত, মালয়েশিয়ার বিরুদ্ধেই গোল্ড কোস্ট কমনওয়েলথের ফাইনালে সোনা জিতেছিল ভারত ৷

এদিন মহিলাদের ডাবলস এবং মিক্সড ডাবলসেও ভারতীয় দলকে দুর্বল দেখিয়েছে ৷ এদিন মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধু শুরুটা দুর্দান্ত করেছিলেন মালয়েশিয়ান গোহ জিন উইয়ের বিরুদ্ধে ৷ প্রথম গেমে সিন্ধু 11-6 পয়েন্টে এগিয়ে ছিলেন ৷ কিন্তু, সেখান থেকে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 7 নম্বরে থাকা সিন্ধুকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন গোহ জিন উই ৷ প্রথম গেম শেষ হয় 22-20 ফলাফলে ৷ দ্বিতীয় গেমেও সিন্ধুকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন মালেয়েশিয়ান শাটলার ৷ তবে, সিন্ধুর সামনে বিশেষ সুবিধা করতে পারেননি তিনি ৷ 21-17 পয়েন্টে দ্বিতীয় গেম জিতে নেন সিন্ধু ৷

আরও পড়ুন: টেবিল টেনিসের হাত ধরে ষষ্ঠদিন দ্বিতীয় সোনা ভারতের ঝুলিতে

মিক্সড টিম ব্যাডমিন্টনে পুরুষদের ডবলসে সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি 18-21, 15-21 গেমে হারেন ৷ মহিলাদের সিঙ্গলসে সিন্ধু 22-20, 21-17 গেমে জেতেন ৷ পুরুষদের সিঙ্গলসে কিদাম্বি শ্রীকান্ত 19-21, 21-6, 16-21 গেমে হারেন ৷ মহিলাদের ডাবলসে ত্রিশা জলি এবং গায়েত্রি গোপিচন্দ 18-21, 17-21 গেমে হারেন ৷ স্কোর 1-3 হয়ে যাওয়ায় মিক্সড ডাবলসের ম্যাচ আর খেলা হয়নি ৷

বার্মিংহাম, 3 অগস্ট: কমনওয়েলথ গেমসে ভারতের আরও একটি রুপোর পদক জয় ৷ এবার মিক্সড টিম ব্যাডমিন্টনে রুপো জিতল ভারত (India Settle for Silver With Loss to Malaysia in Mixed Team Badminton Final) ৷ এই ইভেন্টের ফাইনালে মালয়েশিয়ার কাছে 1-3 ফলাফলে হেরে দ্বিতীয় স্থানে শেষ করেন ভারতীয় শাটলাররা ৷ কিদাম্বি শ্রীকান্ত এদিন তিনটি গেমে ব়্যাঙ্কিংয়ে নিচের দিকে থাকা মালয়েশিয়ার তেজ ইয়ংয়ের কাছে হারেন ৷ ফলে শুরুতেই ব্যাকফুটে চলে যায় গত কমনওয়েলথ গেমসে সোনা জয়ী দল ৷

চার ম্যাচের মিক্সড টিম ব্যাডমিন্টনে (Mixed Team Badminton Final) ভারত মাত্র একটি ম্যাচ জয় পায় ৷ যেখানে কঠিন লড়াই করে মহিলাদের সিঙ্গলস ম্যাচ জেতেন সিন্ধু ৷ ছেলেদের ডাবলসে সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেন ৷ এই ম্যাচের অধিকাংশ গেম চলে লম্বা সময় ধরে ৷ তবে, প্রতিটি গেমের শেষেই হার মানতে হয় সাইরাজ-চিরাগ জুটিকে ৷ প্রসঙ্গত, মালয়েশিয়ার বিরুদ্ধেই গোল্ড কোস্ট কমনওয়েলথের ফাইনালে সোনা জিতেছিল ভারত ৷

এদিন মহিলাদের ডাবলস এবং মিক্সড ডাবলসেও ভারতীয় দলকে দুর্বল দেখিয়েছে ৷ এদিন মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধু শুরুটা দুর্দান্ত করেছিলেন মালয়েশিয়ান গোহ জিন উইয়ের বিরুদ্ধে ৷ প্রথম গেমে সিন্ধু 11-6 পয়েন্টে এগিয়ে ছিলেন ৷ কিন্তু, সেখান থেকে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে 7 নম্বরে থাকা সিন্ধুকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন গোহ জিন উই ৷ প্রথম গেম শেষ হয় 22-20 ফলাফলে ৷ দ্বিতীয় গেমেও সিন্ধুকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেন মালেয়েশিয়ান শাটলার ৷ তবে, সিন্ধুর সামনে বিশেষ সুবিধা করতে পারেননি তিনি ৷ 21-17 পয়েন্টে দ্বিতীয় গেম জিতে নেন সিন্ধু ৷

আরও পড়ুন: টেবিল টেনিসের হাত ধরে ষষ্ঠদিন দ্বিতীয় সোনা ভারতের ঝুলিতে

মিক্সড টিম ব্যাডমিন্টনে পুরুষদের ডবলসে সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি 18-21, 15-21 গেমে হারেন ৷ মহিলাদের সিঙ্গলসে সিন্ধু 22-20, 21-17 গেমে জেতেন ৷ পুরুষদের সিঙ্গলসে কিদাম্বি শ্রীকান্ত 19-21, 21-6, 16-21 গেমে হারেন ৷ মহিলাদের ডাবলসে ত্রিশা জলি এবং গায়েত্রি গোপিচন্দ 18-21, 17-21 গেমে হারেন ৷ স্কোর 1-3 হয়ে যাওয়ায় মিক্সড ডাবলসের ম্যাচ আর খেলা হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.