ETV Bharat / sports

FIFA World Cup 2022: বদলার ম্যাচের আগে শান্ত মেসি, পুনরাবৃত্তির খোঁজে মদ্রিচ; একনজরে আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া হেড টু হেড - Lionel Messi

সেমিতে ক্রোয়েশিয়া হার্ডল টপকানোর আগে আর্জেন্তিনার সংসারে বিতর্কের লেশমাত্র নেই ৷ 'বরপুত্র' মেসিকে (Lionel Messi) মধ্যমণি করে ফুরফুরে মেজাজে দলের বাকিরা ৷ আর ফুরফুরে মেজাজে না-থেকেই-বা উপায় কী ! 2018 বদলার ম্যাচ যে ৷ রাশিয়া বিশ্বকাপে এই ক্রোটদের কাছে হেরেই যে বিদায়ের রাস্তা সুগম হয়েছিল নীল-সাদা শিবিরের ৷

Etv Bharat
বদলার ম্যাচের আগে শান্ত মেসি, পুনরাবৃত্তির খোঁজে মদ্রিচ
author img

By

Published : Dec 13, 2022, 7:47 PM IST

হায়দরাবাদ, 13 ডিসেম্বর: লুইস ভ্যান গালকে (Louis Van Gaal) মেসির (Lionel Messi) অদ্ভূত সব অঙ্গভঙ্গি, জয়ের পর ডাচ রিজার্ভ বেঞ্চকে আলবিসেলেস্তে ফুটবলারদের তুচ্ছতাচ্ছিল্য ৷ সেমিতে ক্রোয়েশিয়া হার্ডল টপকানোর আগে এসবের লেশমাত্র নেই আর্জেন্তিনার সংসারে ৷ 'বরপুত্র' মেসিকে মধ্যমণি করে ফুরফুরে মেজাজে দলের বাকিরা ৷ আর ফুরফুরে মেজাজে না-থেকেই-বা উপায় কী ! 2018 বিশ্বকাপের বদলার ম্যাচ যে ৷ রাশিয়া বিশ্বকাপে এই ক্রোটদের কাছে হেরেই বিদায়ের রাস্তা সুগম হয়েছিল নীল-সাদা শিবিরের ৷

উলটোদিকে টানা দ্বিতীয়বার ফাইনালের লক্ষ্যে ক্রোয়েশিয়া অনেকটা ভরসা করছে লুকা মদ্রিচের (Luka Modric) অভিজ্ঞতাকে ৷ চলতি বিশ্বকাপে এখনও গোল না-পেলেও রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে আলবিসেলেস্তে-র হারের নেপথ্যে একটি গোল-সহ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ক্রোয়েশিয়ার এলএম টেনের ৷ নিশ্চিতভাবে সেই ফলাফলের পুনরাবৃত্তি চেয়ে রাত জাগছে ক্রোয়েশিয়া ৷ তবে তারও আগে তিনবার বিভিন্ন সময় একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল ৷ কার পাল্লা ভারী, জেনে নেওয়া যাক একনজরে (Croatia vs Argentina Head to Head) ৷

4 জুন, 1994: মেসি-মদ্রিচ জমানার বেশ অনেকটা আগে 1994 প্রথম মুখোমুখি হয়েছিল দুই দেশ ৷ সেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ যদিও গোলশূন্য অবস্থায় শেষ হয়েছিল ৷

FIFA World Cup 2022
আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া প্রথম সাক্ষাৎ প্রীতি ম্যাচে

26 জুন, 1998: প্রথমবার বিশ্বকাপের মঞ্চে সামনাসামনি হয়েছিল আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া ৷ গ্রুপ পর্বের সেই ম্যাচে মৌরিসিও হেক্টর পিনেদার গোলে ইউরোপের দেশটিকে হারিয়েছিল লাতিন আমেরিকান জায়ান্টরা ৷

FIFA World Cup 2022
আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া দ্বিতীয় সাক্ষাৎ

1 মার্চ, 2006: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফের সাক্ষাৎ হয় দু'দলের 2006-এ ৷ প্রথমবার দেশের জার্সিতে মুখোমুখি হয়েছিলেন ম্যাজিশিয়ন মেসি এবং ম্যাগনেফিসেন্ট মদ্রিচ ৷ থ্রিলার ম্যাচে আর্জেন্তিনাকে 3-2 হারিয়েছিল ক্রোটরা ৷ মেসি গোল পেলেও গোল পাননি মদ্রিচ ৷

FIFA World Cup 2022
আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া তৃতীয় সাক্ষাৎ

12 নভেম্বর, 2014: ফের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে মুখোমুখি হয়েছিল দু'দল ৷ এক্ষেত্রে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারায় নীল-সাদা শিবির ৷ ক্রিশ্চিয়ান আনসালদি এবং লিও মেসির গোলে ক্রোটদের হারায় আলবিসেলেস্তে ৷

FIFA World Cup 2022
আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া চতুর্থ সাক্ষাৎ, বল দখলের লড়াইয়ে কোভাচিচ-মেসি

21 জুন, 2018: মঙ্গলের মহারণের আগে দু'দলের শেষ সাক্ষাৎ 2018 সালের 21 জুন বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে ৷ সেই ম্যাচে যদিও মেসিদের কোনওরকম সুযোগই দেননি মদ্রিচরা ৷ আন্তে রেবিচ, লুকা মদ্রিচ এবং ইভান রাকিতিচের গোলে পরিষ্কার 3-0 ব্যবধানে আর্জেন্তিনাকে হারায় ক্রোটরা ৷

FIFA World Cup 2022
আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া 2018 বিশ্বকাপ

আরও পড়ুন: স্কালোনির হাতে মেসি থাকলে দালিচের তুণে মদ্রিচ, সেমিতে দুই এলএম টেনের দ্বৈরথের প্রতীক্ষায় বিশ্ব

অর্থাৎ, 2022 বিশ্বকাপ সেমিতে নামার আগে দু'দেশ সর্বসাকুল্যে পাঁচবার একে অপরের মুখোমুখি হয়েছে ৷ দু'দেশই 2টি করে ম্যাচ জিতেছে, একটি ম্যাচ নিষ্ফলা ৷ বিশ্বকাপের মঞ্চেও কেউ এগিয়ে বা পিছিয়ে নেই ৷ একটি করে জয় দু'দেশের ৷

হায়দরাবাদ, 13 ডিসেম্বর: লুইস ভ্যান গালকে (Louis Van Gaal) মেসির (Lionel Messi) অদ্ভূত সব অঙ্গভঙ্গি, জয়ের পর ডাচ রিজার্ভ বেঞ্চকে আলবিসেলেস্তে ফুটবলারদের তুচ্ছতাচ্ছিল্য ৷ সেমিতে ক্রোয়েশিয়া হার্ডল টপকানোর আগে এসবের লেশমাত্র নেই আর্জেন্তিনার সংসারে ৷ 'বরপুত্র' মেসিকে মধ্যমণি করে ফুরফুরে মেজাজে দলের বাকিরা ৷ আর ফুরফুরে মেজাজে না-থেকেই-বা উপায় কী ! 2018 বিশ্বকাপের বদলার ম্যাচ যে ৷ রাশিয়া বিশ্বকাপে এই ক্রোটদের কাছে হেরেই বিদায়ের রাস্তা সুগম হয়েছিল নীল-সাদা শিবিরের ৷

উলটোদিকে টানা দ্বিতীয়বার ফাইনালের লক্ষ্যে ক্রোয়েশিয়া অনেকটা ভরসা করছে লুকা মদ্রিচের (Luka Modric) অভিজ্ঞতাকে ৷ চলতি বিশ্বকাপে এখনও গোল না-পেলেও রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে আলবিসেলেস্তে-র হারের নেপথ্যে একটি গোল-সহ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ক্রোয়েশিয়ার এলএম টেনের ৷ নিশ্চিতভাবে সেই ফলাফলের পুনরাবৃত্তি চেয়ে রাত জাগছে ক্রোয়েশিয়া ৷ তবে তারও আগে তিনবার বিভিন্ন সময় একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল ৷ কার পাল্লা ভারী, জেনে নেওয়া যাক একনজরে (Croatia vs Argentina Head to Head) ৷

4 জুন, 1994: মেসি-মদ্রিচ জমানার বেশ অনেকটা আগে 1994 প্রথম মুখোমুখি হয়েছিল দুই দেশ ৷ সেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ যদিও গোলশূন্য অবস্থায় শেষ হয়েছিল ৷

FIFA World Cup 2022
আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া প্রথম সাক্ষাৎ প্রীতি ম্যাচে

26 জুন, 1998: প্রথমবার বিশ্বকাপের মঞ্চে সামনাসামনি হয়েছিল আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া ৷ গ্রুপ পর্বের সেই ম্যাচে মৌরিসিও হেক্টর পিনেদার গোলে ইউরোপের দেশটিকে হারিয়েছিল লাতিন আমেরিকান জায়ান্টরা ৷

FIFA World Cup 2022
আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া দ্বিতীয় সাক্ষাৎ

1 মার্চ, 2006: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফের সাক্ষাৎ হয় দু'দলের 2006-এ ৷ প্রথমবার দেশের জার্সিতে মুখোমুখি হয়েছিলেন ম্যাজিশিয়ন মেসি এবং ম্যাগনেফিসেন্ট মদ্রিচ ৷ থ্রিলার ম্যাচে আর্জেন্তিনাকে 3-2 হারিয়েছিল ক্রোটরা ৷ মেসি গোল পেলেও গোল পাননি মদ্রিচ ৷

FIFA World Cup 2022
আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া তৃতীয় সাক্ষাৎ

12 নভেম্বর, 2014: ফের ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে মুখোমুখি হয়েছিল দু'দল ৷ এক্ষেত্রে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারায় নীল-সাদা শিবির ৷ ক্রিশ্চিয়ান আনসালদি এবং লিও মেসির গোলে ক্রোটদের হারায় আলবিসেলেস্তে ৷

FIFA World Cup 2022
আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া চতুর্থ সাক্ষাৎ, বল দখলের লড়াইয়ে কোভাচিচ-মেসি

21 জুন, 2018: মঙ্গলের মহারণের আগে দু'দলের শেষ সাক্ষাৎ 2018 সালের 21 জুন বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে ৷ সেই ম্যাচে যদিও মেসিদের কোনওরকম সুযোগই দেননি মদ্রিচরা ৷ আন্তে রেবিচ, লুকা মদ্রিচ এবং ইভান রাকিতিচের গোলে পরিষ্কার 3-0 ব্যবধানে আর্জেন্তিনাকে হারায় ক্রোটরা ৷

FIFA World Cup 2022
আর্জেন্তিনা-ক্রোয়েশিয়া 2018 বিশ্বকাপ

আরও পড়ুন: স্কালোনির হাতে মেসি থাকলে দালিচের তুণে মদ্রিচ, সেমিতে দুই এলএম টেনের দ্বৈরথের প্রতীক্ষায় বিশ্ব

অর্থাৎ, 2022 বিশ্বকাপ সেমিতে নামার আগে দু'দেশ সর্বসাকুল্যে পাঁচবার একে অপরের মুখোমুখি হয়েছে ৷ দু'দেশই 2টি করে ম্যাচ জিতেছে, একটি ম্যাচ নিষ্ফলা ৷ বিশ্বকাপের মঞ্চেও কেউ এগিয়ে বা পিছিয়ে নেই ৷ একটি করে জয় দু'দেশের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.